ETV Bharat / international

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ : দায় স্বীকার ISIS-এর - bombing

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল ISIS ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 23, 2019, 4:45 PM IST

Updated : Apr 23, 2019, 6:48 PM IST

কলম্বো, 23 এপ্রিল : শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল ISIS । রবিবার ধারাবাহিক বিস্ফোরণ হয় চার্চ ও হোটেলে । মৃত্যু হয় 310 জনের । এর মধ্যে 9 জন ভারতীয় ।

এর আগে ISIS-এর সংবাদ সংস্থা আল-আমাক টেলিগ্রাম অ্যাপে দাবি করে আত্মঘাতী জঙ্গিরা তাদের সদস্য । যদিও দাবিটি প্রমাণে কোনও উপযুক্ত তথ্য পাওয়া যায়নি । এই দাবিটি করার আগেও সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পাওয়া যায় যেখানে আত্মঘাতী তিন জঙ্গির ছবি দেখতে পাওয়া যায় । ওই ভিডিয়োতে বলা হয়, কলম্বো হামলার পিছনে রয়েছে ISIS।

অন্যদিকে, অ্যামেরিকার গোয়েন্দা সূত্র আগেই জানিয়েছিল, যে ধরনের হামলা শ্রীলঙ্কায় হয়েছে তার সাথে মিল রয়েছে ISIS হামলার । তারা জানিয়েছিল শ্রীলঙ্কার কোনও গোষ্ঠীও যদি এই বিস্ফোরণ ঘটিয়ে থাকে তার পিছনেও ISIS-এর সহযোগিতা রয়েছে । কারণ হিবেসে তারা জানিয়েছিল বিস্ফোরণে ব্যবহৃত বোমা ISIS-এর সরবরাহ করা । যা তার প্রযুক্তি দেখলে আন্দাজ করা যায় । শ্রীলঙ্কাও একটি স্থানীয় ইসলামিক সংগঠনকে এরপর ন্যাশনাল থৌহিথ জামাত নাম দেয় । যাদের একজনকে ঘটনার মূল চক্রী হিসেবে গ্রেপ্তার করা হয় ।

21 এপ্রিল শ্রীলঙ্কার কলম্বো, নেগম্বো, কোঝিকাড়ে 8 টি বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় 310 জনের । যার মধ্যে 31 জন বিদেশি ও 9 জন ভারতীয়। এরপর গতকাল বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের বিস্ফোরণ ঘটে ।

কলম্বো, 23 এপ্রিল : শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল ISIS । রবিবার ধারাবাহিক বিস্ফোরণ হয় চার্চ ও হোটেলে । মৃত্যু হয় 310 জনের । এর মধ্যে 9 জন ভারতীয় ।

এর আগে ISIS-এর সংবাদ সংস্থা আল-আমাক টেলিগ্রাম অ্যাপে দাবি করে আত্মঘাতী জঙ্গিরা তাদের সদস্য । যদিও দাবিটি প্রমাণে কোনও উপযুক্ত তথ্য পাওয়া যায়নি । এই দাবিটি করার আগেও সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পাওয়া যায় যেখানে আত্মঘাতী তিন জঙ্গির ছবি দেখতে পাওয়া যায় । ওই ভিডিয়োতে বলা হয়, কলম্বো হামলার পিছনে রয়েছে ISIS।

অন্যদিকে, অ্যামেরিকার গোয়েন্দা সূত্র আগেই জানিয়েছিল, যে ধরনের হামলা শ্রীলঙ্কায় হয়েছে তার সাথে মিল রয়েছে ISIS হামলার । তারা জানিয়েছিল শ্রীলঙ্কার কোনও গোষ্ঠীও যদি এই বিস্ফোরণ ঘটিয়ে থাকে তার পিছনেও ISIS-এর সহযোগিতা রয়েছে । কারণ হিবেসে তারা জানিয়েছিল বিস্ফোরণে ব্যবহৃত বোমা ISIS-এর সরবরাহ করা । যা তার প্রযুক্তি দেখলে আন্দাজ করা যায় । শ্রীলঙ্কাও একটি স্থানীয় ইসলামিক সংগঠনকে এরপর ন্যাশনাল থৌহিথ জামাত নাম দেয় । যাদের একজনকে ঘটনার মূল চক্রী হিসেবে গ্রেপ্তার করা হয় ।

21 এপ্রিল শ্রীলঙ্কার কলম্বো, নেগম্বো, কোঝিকাড়ে 8 টি বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় 310 জনের । যার মধ্যে 31 জন বিদেশি ও 9 জন ভারতীয়। এরপর গতকাল বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের বিস্ফোরণ ঘটে ।

Jaipur (Rajasthan), Apr 16 (ANI): Union Minister of Information and Broadcasting Rajyavardhan Singh Rathore filed his nomination for Jaipur Parliamentary constituency today. Yoga Guru Ramdev and Rathore's wife Gayatri Rathore accompanied him to the District Collector's office. Rathore joined the Bharatiya Janata Party (BJP) in 2013 after taking retirement from the Indian Army.
Last Updated : Apr 23, 2019, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.