ETV Bharat / international

''ব্যবস্থা নেওয়া হবেই'', সোলেইমানির পদে বহাল হয়ে বদলার হুমকি নয়া কমান্ডারের

author img

By

Published : Jan 6, 2020, 11:31 AM IST

কাসেম সোলেইমানির পর কমান্ডার পদে বহাল হলেন ইসমাইল ঘানি। দায়িত্ব নিয়েই প্রতিশোধের বার্তা দিলেন তিনি ।

Ismail Ghani
ছবি

তেহরান, 6 জানুয়ারি : অ্যামেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে কাসেম সোলেইমানির ৷ এবার তাঁর পদে বহাল করা হয়েছে ইরানের জেনেরাল ইসমাইল ঘানিকে ৷ দায়িত্ব নিয়েই অ্যামেরিকাকে প্রতিশোধের হুমকি দিলেন ঘানি ৷ ঘানির কথায়, ''ইতিমধ্যে ঈশ্বরই প্রতিশোধের শপথ নিয়েছেন ৷ ঈশ্বরই প্রধান শাস্তিদাতা ৷ অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ৷''

শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলেইমানি সহ মোট আটজন । এরপরই সংঘাত আরও চরমে ওঠে ৷ আজই টুইটে ট্রাম্প বলেন, ইরান যে কোনও অ্যামেরিকাবাসীর উপর হামলা চালালেই অ্যামেরিকার তরফে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে এবং সম্ভবত অসমর্থিতভাবে । ট্রাম্প বলেন, বিলিয়ন ডলারে তৈরি এয়ারবেসগুলির নির্মাণ খরচ শোধ না হওয়া পর্যন্ত ইরাককে ছাড়বে না অ্যামেরিকার সেনা ।

2015 সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র— ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং অ্যামেরিকা । সেই চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ,অ্যামেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশ । এই চুক্তির ফলে এক দিকে হাঁফ ছেড়ে বাঁচে অ্যামেরিকা-সহ পশ্চিমি দুনিয়া, তেমনই দশ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পেয়েছিল ইরানও । যদিও ওবামার পদক্ষেপ ভুল বলে চুক্তি থেকে পরবর্তীতে সরে আসে ট্রাম্প প্রশাসন ৷ এই প্রেক্ষিতে ইরাকের সংসদ থেকে এ দেশ থেকে অ্যামেরিকার সেনাবাহিনীকে বহিষ্কার করার আহ্বান জানানো হয় ৷

ঘানির বদলার পরিপ্রেক্ষিতে তিনটি বিষয় উঠে আসছে ৷ প্রথমত, ইরান ফের পরমাণু অস্ত্র তৈরিতে নিযুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ দ্বিতীয়ত, অ্যামেরিকার বিরুদ্ধে সেনা অভিযান শুরু হতে পারে ইরাকের তরফে ৷ তৃতীয়ত, পশ্চিম এশিয়ায় IS জঙ্গি সংগঠন আরও বেশি করে মাথাচাড়া দিতে পারে ৷ ফলে গোটা এলাকাজুড়ে অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোটি কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন ইরাকের থেকে ৷ সবমিলিয়ে দুই দেশের সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ৷

তেহরান, 6 জানুয়ারি : অ্যামেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে কাসেম সোলেইমানির ৷ এবার তাঁর পদে বহাল করা হয়েছে ইরানের জেনেরাল ইসমাইল ঘানিকে ৷ দায়িত্ব নিয়েই অ্যামেরিকাকে প্রতিশোধের হুমকি দিলেন ঘানি ৷ ঘানির কথায়, ''ইতিমধ্যে ঈশ্বরই প্রতিশোধের শপথ নিয়েছেন ৷ ঈশ্বরই প্রধান শাস্তিদাতা ৷ অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ৷''

শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলেইমানি সহ মোট আটজন । এরপরই সংঘাত আরও চরমে ওঠে ৷ আজই টুইটে ট্রাম্প বলেন, ইরান যে কোনও অ্যামেরিকাবাসীর উপর হামলা চালালেই অ্যামেরিকার তরফে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে এবং সম্ভবত অসমর্থিতভাবে । ট্রাম্প বলেন, বিলিয়ন ডলারে তৈরি এয়ারবেসগুলির নির্মাণ খরচ শোধ না হওয়া পর্যন্ত ইরাককে ছাড়বে না অ্যামেরিকার সেনা ।

2015 সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র— ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং অ্যামেরিকা । সেই চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ,অ্যামেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশ । এই চুক্তির ফলে এক দিকে হাঁফ ছেড়ে বাঁচে অ্যামেরিকা-সহ পশ্চিমি দুনিয়া, তেমনই দশ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পেয়েছিল ইরানও । যদিও ওবামার পদক্ষেপ ভুল বলে চুক্তি থেকে পরবর্তীতে সরে আসে ট্রাম্প প্রশাসন ৷ এই প্রেক্ষিতে ইরাকের সংসদ থেকে এ দেশ থেকে অ্যামেরিকার সেনাবাহিনীকে বহিষ্কার করার আহ্বান জানানো হয় ৷

ঘানির বদলার পরিপ্রেক্ষিতে তিনটি বিষয় উঠে আসছে ৷ প্রথমত, ইরান ফের পরমাণু অস্ত্র তৈরিতে নিযুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ দ্বিতীয়ত, অ্যামেরিকার বিরুদ্ধে সেনা অভিযান শুরু হতে পারে ইরাকের তরফে ৷ তৃতীয়ত, পশ্চিম এশিয়ায় IS জঙ্গি সংগঠন আরও বেশি করে মাথাচাড়া দিতে পারে ৷ ফলে গোটা এলাকাজুড়ে অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোটি কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন ইরাকের থেকে ৷ সবমিলিয়ে দুই দেশের সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ৷

Intro:Body:

Blank


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.