ভেবে দেখলে মানুষের মতো আশ্চর্য জীব নেই দুনিয়ায় ! আর তাই বিশ্বজুড়ে আশ্চর্যজনক, অদ্ভুত, উদ্ভট উৎসবেরও কমতি নেই । তাই বলে এমন ?
কবর খুঁড়ে মৃতদেহ বের করে পূর্বপুরুষের শবের সঙ্গে সময় কাটানোর উৎসব ! উৎসবের নাম "মা নেনে"। ইন্দোনেশিয়ার তোর্জা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব । প্রতি বছর বর্ষার সময় সমাধি খুঁড়ে প্রিয়জনদের দেহাবশেষ তুলে আনে তোর্জারা। প্রাণহীন দেহগুলিকে নতুন পোশাক পরানো হয়। দেওয়া হয় ভালো-মন্দ খাবার। এমনকী মদ, সিগারেটও। আসলে জীবিত অবস্থায় পূর্বপুরুষরা যা যা ভালোবাসতেন শবগুলিকে দেওয়া হয় তা-ই। আর পাঁচটা উৎসবে যেমন হয়, সাজানো দেহগুলির পাশে দাঁড়িয়ে আনন্দ করে ছবি তোলেন তোর্জা যুবক-যুবতিরা।
জেনে রাখা ভালো, তোর্জা সম্প্রদায় মোটেই বিলুপ্তপ্রায় নয়। ইন্দোনেশিয়ায় তাঁদের বর্তমান জনসংখ্যা প্রায় 10 লাখ। অধিকাংশের বসবাস সে দেশের দক্ষিণ সুলাওসি প্রদেশে । তোর্জাদের মধ্যে আধুনিক সময়ের ছোঁয়া যে লাগেনি তা নয় । পোশাক দেখলেই তা বোঝা যায়। তবে, বহুকালের রীতি-রেওয়াজ থেকে সরে আসেনি তারা। যেমন, দাঁত ওঠার আগেই যদি শিশুর মৃত্যু হয়, তবে বড় গাছের গুঁড়িতে গর্ত করে সেখানেই সমাধি দেওয়া হয়। অকালপ্রয়াত শিশুর দেহ শরীরে নিয়েই বেড়ে ওঠে গাছ ! এছাড়াও অনেক সময়েই মৃতদেহ দ্রুত সৎকার করে না তোর্জারা। কখনও এক সপ্তাহ, কখনও বা এক মাস অবধি নিজস্ব পদ্ধতিতে মমি করে বাড়িতেই রেখে দেওয়া হয়। মৃতের সমাধিও হয় বাড়ির মধ্যে, খুব বেশি হলে সংলগ্ন জমিতে।
অগাস্ট মাসে মাটি খুঁড়ে তুলে আনা হয় সেইসব দেহ। "মা নেনে" উৎসবের ক'দিন শবদেহগুলির সঙ্গে জীবিতের মতো ব্যবহার করা হয়। সপরিবারে খাওয়াদাওয়ার সময় নতুন পোশাক পরা মৃতদেহরাও উপস্থিত থাকে টেবিলে। তাদের সঙ্গে কথাও বলেন জীবিতরা। মৃতেরা কি উত্তর দেন !
"মা নেনে" উৎসব নতুন প্রজন্মের মধ্যে পারিবারিক মূল্যবোধ বাড়ায়। মনে করে তোর্জা সম্প্রদায়।