নয়াদিল্লি, 15 ডিসেম্বর : মুম্বই-আবুধাবি ফ্লাইটের কার্গো বগিতে ঘুমিয়ে পড়লেন ইন্ডিগোর লোডার (IndiGo loader falls asleep in Flight) ৷ এক ঘুমেই পৌঁছে গেলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ৷ বিমান চলাচল নিয়ন্ত্রক (Directorate General of Civil Aviation) কর্মকর্তাদের তরফে খবরটি জানা গিয়েছে ।
ডিজিসিএ'র তরফে জানানো হয়েছে, ফ্লাইটে লাগেজ তোলার পর প্রাইভেট ক্যারিয়ারের ওই লোডার কার্গো বগিতে লাগেজের পিছনেই ঘুমিয়ে পড়েন ৷ ঘুম ভাঙার পর দেখেন কার্গোর দরজা বন্ধ, বিমান শূন্যে ওঠার প্রস্ততি শুরু করেছে ৷ বিমানটি সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) নামার পরে আবুধাবি কর্তৃপক্ষের তরফে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয় ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং স্বাভাবিক বলেই জানিয়েছে তারা ।
আরও পড়ুন : আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
আবুধাবি কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরে, তাঁকে একই বিমানে যাত্রী হিসাবে মুম্বই ফেরত পাঠানো হয় ৷ এই বিষয়ে ইন্ডিগোর এক মুখপাত্র সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি ৷ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে । তদন্ত চলছে ।’’