ETV Bharat / international

Afghanistan: আফগানিস্তান নিয়ে দুশ্চিন্তা, মুখোমুখি আলোচনায় ভারত-চিন-রাশিয়া, অনীহা পাকিস্তানের - Regional Security Dialogue

এর আগে, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দু’টি বৈঠক হয়েছে ৷ 2018 সালের সেপ্টেম্বরে প্রথম বৈঠকটি হয় ইরানে ৷ দ্বিতীয় বৈঠকটিও ইরানেই হয়, 2019-এর ডিসেম্বরে ৷ মহামারিতে তৃতীয় বৈঠকটি এত দিন আটকে ছিল ৷ কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি বুঝে এখনই সেটি সম্পাদন করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

India to host regional security dialogue on Afghanistan but Pakistan not interested to join
আলোচনাসভায় পৌরহিত্য করবেন অজিত ডোভাল ।
author img

By

Published : Nov 5, 2021, 7:56 PM IST

Updated : Nov 5, 2021, 8:44 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: যত দিন যাচ্ছে, আফগানিস্তান নিয়ে উদ্বেগ বাড়ছে বই কমছে না । এমন পরিস্থিতিতে আফগানিস্তান-সহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন হচ্ছে দিল্লিতে । আগামী 10 নভেম্বর দিল্লির জাতীয় নিরাপত্তা সংস্থায় (ন্যাশনাল সিকিয়োরিটি এজেন্সি) এই আলোচনা সভা আয়োজিত হতে চলেছে । তাতে পৌরহিত্য করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ।

দিল্লি সূত্রে খবর, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এই আলোচনা সভায় এই প্রথম অংশ নিতে চলেছে মধ্য এশিয়ার একাধিক দেশ । রাশিয়া এবং ইরান ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে । চিনের জবাবের অপেক্ষা করা হচ্ছে । আমন্ত্রণ পাঠানো হয়েছিল পাকিস্তানকেও । তবে তারা যে ভারতের নেতৃত্বে এই বৈঠকে যোগ দিতে আগ্রহী নয়, তা দেশের সংবাদমাধ্যমকে দিয়ে আকারে ইঙ্গিতে ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে পাকিস্তান ।

যদিও পাকিস্তানের কাছ থেকে অন্য কিছুর প্রত্যাশা ছিলই না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক । বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের সিদ্ধান্ত সত্যিই দুর্ভাগ্যজনক । তবে এতে আশ্চর্যের কিছু নেই । আগেও এই বৈঠক এড়িয়ে গিয়েছিল তারা । ইচ্ছাকৃত ভাবে দেশের সংবাদমাধ্যমকে দিয়ে ভারতকে আক্রমণ করাচ্ছে ইসলামাবাদ, যাতে আফগানিস্তানে নিজেদের সর্বনাশা ভূমিকা সামনে না এসে পড়ে ।

আরও পড়ুন: Pfizer COVID Pill: মৃত্যুর ঝুঁকি কমায় 90 শতাংশ, কোভিডের ওষুধ নিয়ে হাজির ফাইজার

এর আগে, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দু’টি বৈঠক হয়েছে ৷ 2018 সালের সেপ্টেম্বরে প্রথম বৈঠকটি হয় ইরানে ৷ দ্বিতীয় বৈঠকটিও ইরানেই হয়, 2019-এর ডিসেম্বরে ৷ মহামারিতে তৃতীয় বৈঠকটি এত দিন আটকে ছিল ৷ কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি বুঝে এখনই সেটি সম্পাদন করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

তবে আফগানিস্তান নিয়ে দেশের অন্দরেই সমালোচনার শিকার কেন্দ্র ৷ আমেরিকা ঢের আগেই পাততাড়ি গোটানোর কথা ঘোষণা করলেও, কাবুলের সঙ্গে কূটনৈতিক সহাবস্থান ঘটাতে এত ঢিলেমি করা হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ আমেরিকা আফগানিস্তানের মাটিতে থাকাকালীন ভারত যে সুবিধাজনক জায়গায় ছিল, তাদের প্রস্থানে ততটাই ক্ষমতা লোপ পেয়েছে ভারতের ৷ বরং সেই জায়গায় আফগানিস্তানে এখন চিন এবং পাকিস্তানের কর্তৃত্বই বেশি ৷ তাই বিদেশ নীতি নিয়েও লাগাতার আক্রমণ সামাল দিতে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে ৷

এমন পরিস্থিতিতে নতুন করে শক্তি এবং সমর্থন সঞ্চয় করতে উদ্যোগী হয়েছে দিল্লি ৷ সপ্তাহ দুয়েক আগে, বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব জেপি সিংয়ের নেতৃত্বে রাশিয়ার মস্কোয় তালিবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ভারতীয় প্রতিনিধিদল ৷ সেখানে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে ছন্দে ফেরাতে ভারত তালিবানকে মানবিক সহায়তা দিতে সম্মত হয় বলে জানা যায় ৷ এর আগে 31 আগস্ট কাতারে তালিবানের রাজনৈতিক বিভাগের প্রধান শের মহম্মদ আব্বার স্তানেকজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে বোঝাপড়ার রাস্তা তৈরি করেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল ৷

আরও পড়ুন: Booker Prize: বর্ণবিদ্বেষের গল্প শুনিয়ে বুকার পুরস্কার জয় দক্ষিণ আফ্রিকার লেখকের

নয়াদিল্লি, 5 নভেম্বর: যত দিন যাচ্ছে, আফগানিস্তান নিয়ে উদ্বেগ বাড়ছে বই কমছে না । এমন পরিস্থিতিতে আফগানিস্তান-সহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন হচ্ছে দিল্লিতে । আগামী 10 নভেম্বর দিল্লির জাতীয় নিরাপত্তা সংস্থায় (ন্যাশনাল সিকিয়োরিটি এজেন্সি) এই আলোচনা সভা আয়োজিত হতে চলেছে । তাতে পৌরহিত্য করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ।

দিল্লি সূত্রে খবর, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এই আলোচনা সভায় এই প্রথম অংশ নিতে চলেছে মধ্য এশিয়ার একাধিক দেশ । রাশিয়া এবং ইরান ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে । চিনের জবাবের অপেক্ষা করা হচ্ছে । আমন্ত্রণ পাঠানো হয়েছিল পাকিস্তানকেও । তবে তারা যে ভারতের নেতৃত্বে এই বৈঠকে যোগ দিতে আগ্রহী নয়, তা দেশের সংবাদমাধ্যমকে দিয়ে আকারে ইঙ্গিতে ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে পাকিস্তান ।

যদিও পাকিস্তানের কাছ থেকে অন্য কিছুর প্রত্যাশা ছিলই না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক । বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের সিদ্ধান্ত সত্যিই দুর্ভাগ্যজনক । তবে এতে আশ্চর্যের কিছু নেই । আগেও এই বৈঠক এড়িয়ে গিয়েছিল তারা । ইচ্ছাকৃত ভাবে দেশের সংবাদমাধ্যমকে দিয়ে ভারতকে আক্রমণ করাচ্ছে ইসলামাবাদ, যাতে আফগানিস্তানে নিজেদের সর্বনাশা ভূমিকা সামনে না এসে পড়ে ।

আরও পড়ুন: Pfizer COVID Pill: মৃত্যুর ঝুঁকি কমায় 90 শতাংশ, কোভিডের ওষুধ নিয়ে হাজির ফাইজার

এর আগে, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দু’টি বৈঠক হয়েছে ৷ 2018 সালের সেপ্টেম্বরে প্রথম বৈঠকটি হয় ইরানে ৷ দ্বিতীয় বৈঠকটিও ইরানেই হয়, 2019-এর ডিসেম্বরে ৷ মহামারিতে তৃতীয় বৈঠকটি এত দিন আটকে ছিল ৷ কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি বুঝে এখনই সেটি সম্পাদন করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

তবে আফগানিস্তান নিয়ে দেশের অন্দরেই সমালোচনার শিকার কেন্দ্র ৷ আমেরিকা ঢের আগেই পাততাড়ি গোটানোর কথা ঘোষণা করলেও, কাবুলের সঙ্গে কূটনৈতিক সহাবস্থান ঘটাতে এত ঢিলেমি করা হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ আমেরিকা আফগানিস্তানের মাটিতে থাকাকালীন ভারত যে সুবিধাজনক জায়গায় ছিল, তাদের প্রস্থানে ততটাই ক্ষমতা লোপ পেয়েছে ভারতের ৷ বরং সেই জায়গায় আফগানিস্তানে এখন চিন এবং পাকিস্তানের কর্তৃত্বই বেশি ৷ তাই বিদেশ নীতি নিয়েও লাগাতার আক্রমণ সামাল দিতে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে ৷

এমন পরিস্থিতিতে নতুন করে শক্তি এবং সমর্থন সঞ্চয় করতে উদ্যোগী হয়েছে দিল্লি ৷ সপ্তাহ দুয়েক আগে, বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব জেপি সিংয়ের নেতৃত্বে রাশিয়ার মস্কোয় তালিবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ভারতীয় প্রতিনিধিদল ৷ সেখানে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে ছন্দে ফেরাতে ভারত তালিবানকে মানবিক সহায়তা দিতে সম্মত হয় বলে জানা যায় ৷ এর আগে 31 আগস্ট কাতারে তালিবানের রাজনৈতিক বিভাগের প্রধান শের মহম্মদ আব্বার স্তানেকজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে বোঝাপড়ার রাস্তা তৈরি করেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল ৷

আরও পড়ুন: Booker Prize: বর্ণবিদ্বেষের গল্প শুনিয়ে বুকার পুরস্কার জয় দক্ষিণ আফ্রিকার লেখকের

Last Updated : Nov 5, 2021, 8:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.