ETV Bharat / international

Imran Khan : ভারতকে আক্রমণ করে গিলানির মৃত্যুতে শোকপ্রকাশ ইমরানের

গিলানির (Syed Ali Shah Geelani) মৃত্যুতে শোকপ্রকাশ করে ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ বিচ্ছিন্নতাবাদী এই নেতার মৃত্যুতে পাকিস্তানের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং দেশবাসী একদিনের সরকারি শোক পালন করা হবে বলেও জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ৷

গিলানির মৃত্যুতে শোকপ্রকাশ ইমরানের
গিলানির মৃত্যুতে শোকপ্রকাশ ইমরানের
author img

By

Published : Sep 2, 2021, 7:09 PM IST

ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর: হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার নিজের বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান হুরিয়ত নেতা ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর ৷

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন গিলানি ৷ গত দু'বছর ধরে গৃহবন্দি ছিলেন তিনি ৷ গিলানিকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী ব্য়াখ্য়া করে শোকজ্ঞাপন করেন পাক প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, ভারতীয় আধিকারিকরা তাঁর উপর অত্যাচার চালিয়েছিল বলেও অভিযোগ করেন ইমরান ৷

ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক টুইট করে ইমরান লেখেন, "কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী সৈয়দ আলি গিলানির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত ৷ গিলানি সারাজীবন লড়াই করে গিয়েছেন ৷ তাঁর উপর ভারত অত্যাচার করেছে ৷'

  • We in Pakistan salute his courageous struggle & remember his words: "Hum Pakistani hain aur Pakistan Humara hai". The Pakistan flag will fly at half mast and we will observe a day of official mourning.

    — Imran Khan (@ImranKhanPTI) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গিলানির কথা ধরে ইমরান বলেন, "হাম পাকিস্তানি হ্যায়, অর পাকিস্তান হামরা হ্যায় ৷" একথা উল্লেখ করে ফের কাশ্মীর নিয়ে বিতর্ক উসকে দিলেন ইমরান ৷ তিনি আরও বলেন, "পাকিস্তানি হিসাবে আমরা ওঁর সংগ্রামী জীবন ও সেসব কথা স্মরণ করি ৷"

আরও পড়ুন : United Nations : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্বে একাধিক প্রস্তাব পাশ

ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর: হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার নিজের বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান হুরিয়ত নেতা ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর ৷

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন গিলানি ৷ গত দু'বছর ধরে গৃহবন্দি ছিলেন তিনি ৷ গিলানিকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী ব্য়াখ্য়া করে শোকজ্ঞাপন করেন পাক প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, ভারতীয় আধিকারিকরা তাঁর উপর অত্যাচার চালিয়েছিল বলেও অভিযোগ করেন ইমরান ৷

ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক টুইট করে ইমরান লেখেন, "কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী সৈয়দ আলি গিলানির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত ৷ গিলানি সারাজীবন লড়াই করে গিয়েছেন ৷ তাঁর উপর ভারত অত্যাচার করেছে ৷'

  • We in Pakistan salute his courageous struggle & remember his words: "Hum Pakistani hain aur Pakistan Humara hai". The Pakistan flag will fly at half mast and we will observe a day of official mourning.

    — Imran Khan (@ImranKhanPTI) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গিলানির কথা ধরে ইমরান বলেন, "হাম পাকিস্তানি হ্যায়, অর পাকিস্তান হামরা হ্যায় ৷" একথা উল্লেখ করে ফের কাশ্মীর নিয়ে বিতর্ক উসকে দিলেন ইমরান ৷ তিনি আরও বলেন, "পাকিস্তানি হিসাবে আমরা ওঁর সংগ্রামী জীবন ও সেসব কথা স্মরণ করি ৷"

আরও পড়ুন : United Nations : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্বে একাধিক প্রস্তাব পাশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.