ETV Bharat / international

চিনে পাখিদের সংক্রামক ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি

H10N3 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি ৷ যদিও তিনি এখন সুস্থ ৷ আর তাঁর সংস্পর্শে থাকা কারওর মধ্যে এই ভাইরাস ছড়ায়নি ৷ ঘটনাটি চিনের ৷

চিনে বার্ড ফ্লুতে আক্রান্ত এক ব্যক্তি
চিনে বার্ড ফ্লুতে আক্রান্ত এক ব্যক্তি
author img

By

Published : Jun 1, 2021, 3:55 PM IST

চিন, 1 জুন : পাখিদের মধ্যে সংক্রামিত H10N3 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি ৷ 41 বছর বয়সী ওই ব্যক্তি চিনের জিয়াংশু অঞ্চলের বাসিন্দা ৷ আজ এই বিষয়টি জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন ৷

একটি বিবৃতিতে এনএইচসি জানিয়েছে, জ্বর-সহ অন্যান্য লক্ষণ দেখা দিলে ওই ব্যক্তিকে 28 এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় ৷

28 মে জানা যায় তিনি H10N3 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৷ তবে কী ভাবে, তিনি এই ভাইরাস তাঁর শরীরে ঢুকল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

বর্তমানে ওই ব্যক্তি সুস্থ ৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ কিন্তু নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি ৷

চিনের পোলট্রিগুলিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বহু ধরনের স্ট্রেনের অস্তিত্ব রয়েছে ৷ এর মধ্যে বেশ কিছু স্ট্রেনের খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে ৷

2016-17 সালে বার্ড ফ্লুতে H7N9 স্ট্রেন-এর প্রকোপে প্রায় 300 জন মানুষ মারা গিয়েছিল ৷ তারপর এই H10N3 বার্ড ফ্লুতে সংক্রমণের খবর পাওয়া গেল ৷

চিন, 1 জুন : পাখিদের মধ্যে সংক্রামিত H10N3 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি ৷ 41 বছর বয়সী ওই ব্যক্তি চিনের জিয়াংশু অঞ্চলের বাসিন্দা ৷ আজ এই বিষয়টি জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন ৷

একটি বিবৃতিতে এনএইচসি জানিয়েছে, জ্বর-সহ অন্যান্য লক্ষণ দেখা দিলে ওই ব্যক্তিকে 28 এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় ৷

28 মে জানা যায় তিনি H10N3 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৷ তবে কী ভাবে, তিনি এই ভাইরাস তাঁর শরীরে ঢুকল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

বর্তমানে ওই ব্যক্তি সুস্থ ৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ কিন্তু নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি ৷

চিনের পোলট্রিগুলিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বহু ধরনের স্ট্রেনের অস্তিত্ব রয়েছে ৷ এর মধ্যে বেশ কিছু স্ট্রেনের খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে ৷

2016-17 সালে বার্ড ফ্লুতে H7N9 স্ট্রেন-এর প্রকোপে প্রায় 300 জন মানুষ মারা গিয়েছিল ৷ তারপর এই H10N3 বার্ড ফ্লুতে সংক্রমণের খবর পাওয়া গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.