ETV Bharat / international

হংকংয়ে নতুন করে কোরোনায় আক্রান্ত 48

সেদেশের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের প্রধান ডঃ ছুয়াং শুক-কোয়ান জানিয়েছেন, " আক্রান্তদের কয়েকজন সংক্রমণের কয়েকদিন আগেই ভ্রমণ থেকে ফিরেছেন ৷ বেশিরভাগ বাসিন্দাই বাইরে থেকে ফিরে এসেছেন হংকং - এ ৷ সেকারণে হয়ত আগামী কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে ৷ "

Hong Kong reports 48 new cases of coronavirus
হংকং - এ কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 256
author img

By

Published : Mar 21, 2020, 10:40 AM IST

হংকং, 20 মার্চ : হংকংয়ে নতুন করে আরও 48 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ এমনটাই জানাল সাউথ চিন মর্নিং পোস্ট ৷ এনিয়ে হংকংয়ে কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 256 ৷

হংকংয়ের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের প্রধান ডঃ ছুয়াং শুক-কোয়ান জানিয়েছেন, "আক্রান্তদের কয়েকজন সংক্রমণের কয়েকদিন আগে ভ্রমণ করে ফিরেছেন ৷ বেশিরভাগ বাসিন্দাই বাইরে থেকে ফিরে এসেছেন হংকংয়ে ৷ সেই কারণে হয়ত আগামী কয়েকদিন আক্রান্তের সংখ্যা বাড়তে পারে ৷ "

বর্তমানে কোরোনা আক্রান্ত হয়ে বিশ্বে সবথেকে বেশি মানুষ মারা গেছেন ইট্যালিতে ৷ সংখ্যাটা 4 হাজার 32 ৷ চিনে মৃতের সংখ্যা 3 হাজার 255 ৷ গতকাল নতুন করে ইট্যালিতে মারা গেছেন 627 জন ৷ কোরোনা সংক্রমণ হয়ে একদিনে বিশ্বে এত মৃতের সংখ্যা এই প্রথম ৷

হংকং, 20 মার্চ : হংকংয়ে নতুন করে আরও 48 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ এমনটাই জানাল সাউথ চিন মর্নিং পোস্ট ৷ এনিয়ে হংকংয়ে কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 256 ৷

হংকংয়ের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের প্রধান ডঃ ছুয়াং শুক-কোয়ান জানিয়েছেন, "আক্রান্তদের কয়েকজন সংক্রমণের কয়েকদিন আগে ভ্রমণ করে ফিরেছেন ৷ বেশিরভাগ বাসিন্দাই বাইরে থেকে ফিরে এসেছেন হংকংয়ে ৷ সেই কারণে হয়ত আগামী কয়েকদিন আক্রান্তের সংখ্যা বাড়তে পারে ৷ "

বর্তমানে কোরোনা আক্রান্ত হয়ে বিশ্বে সবথেকে বেশি মানুষ মারা গেছেন ইট্যালিতে ৷ সংখ্যাটা 4 হাজার 32 ৷ চিনে মৃতের সংখ্যা 3 হাজার 255 ৷ গতকাল নতুন করে ইট্যালিতে মারা গেছেন 627 জন ৷ কোরোনা সংক্রমণ হয়ে একদিনে বিশ্বে এত মৃতের সংখ্যা এই প্রথম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.