পাকিস্তান, 27 জানুয়ারি: পাকিস্তানে হিন্দু যুবতিকে অপহরণ করে ধর্ম বদলে মুসলিম পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দাবি পরিবারের ৷ এই ঘটনা ঘটেছে করাচি থেকে 215 কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের মাতিয়ারি জেলার হালা শহরে ৷ রবিবার প্রকাশ্যে আসে ঘটনা ৷
এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশে ৷ স্থানীয় পুলিশের মদতে বছর 24-এর ওই যুবতিকে বিয়ের আসর থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ যুবতির নাম ভারতী বাই ৷ ভারতীকে যখন অপহরণ করা হয় ততক্ষণে এক স্থানীয় হিন্দু যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে ৷ ভারতীর বাবা কিশোর দাসের অভিযোগ, বিয়ের আসরের মাঝপথে হামলা হয় ৷ তাঁর দাবি, শাহরুখ গুল, তার দলবল প্রকাশ্যেই তাঁর মেয়েকে অপহরণ করে ৷ সাহায্য করেছে পুলিশ ৷
পরে ভারতীর ছবি, তাঁর ইসলাম ধর্মান্তকরণের প্রমাণপত্র ও শাহরুখ গুলের সঙ্গে নতুন করে বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ বিয়ের শংসাপত্র অনুযায়ী 1লা ডিসেম্বর, 2019-এ ভারতীর ধর্মান্তকরণ হয় ৷ তাঁর নতুন নাম হয় ভারতী আকা 'বুশরা' ৷ শংসাপত্রটি করাচির আল্লামা মহম্মদ ইউসুফ বানুরি শহরতলীর ধর্মসভা জামাত-উল-উলুম-ইসলামিয়ার ৷
যদিও শাহরুখ গুলের সঙ্গে কবে, কখন ভারতীর বিয়ে হয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷ এদিকে শংসাপত্র অনুযায়ী শাহরুখ গুলও হালার বাসিন্দা ৷ নিসার আহমেদের ছেলে শাহরুখের বয়সও 24 বছর৷
যদিও ভারতীর পরিবার মেয়ের 'বিয়ে' হলেও তাকে ফিরে পেতে চায় ৷ অন্য একটি তথ্য বলছে, অপহরণের ঘটনার মাসখানেক আগেই বলপূর্বক ধর্মান্তকরণ ও শাহরুখের সঙ্গেই বিয়ে দেওয়া হয় ভারতীর ৷ এরপর কোনওভাবে সে ঘরে ফিরলে পরিবার তাঁকে হিন্দু ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ৷ শাহরুখ গুল পুলিশে অভিযোগ করে, তাঁর স্ত্রী ভারতী আকা বুশরাকে বেআইনিভাবে তার মা-বাবা ফের বিয়ে দেওয়ার চেষ্টা করছে; এই মর্মে ৷