ETV Bharat / international

পাকিস্তানে বিয়ের পিঁড়ি থেকে অপহৃত হিন্দু যুবতি - পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বী

হিন্দু যুবতিকে অপহরণ করে জোর করে ধর্ম বদলে মুসলিম পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ পাকিস্তানের সিন্ধু প্রদেশে ৷ স্থানীয় পুলিশের মদতে বছর 24-এর ভারতী বাইকে বিয়ের আসর থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের৷

Hindu woman abducted, Pakistan
পাকিস্তানে অপহৃত
author img

By

Published : Jan 27, 2020, 11:27 AM IST

পাকিস্তান, 27 জানুয়ারি: পাকিস্তানে হিন্দু যুবতিকে অপহরণ করে ধর্ম বদলে মুসলিম পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দাবি পরিবারের ৷ এই ঘটনা ঘটেছে করাচি থেকে 215 কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের মাতিয়ারি জেলার হালা শহরে ৷ রবিবার প্রকাশ্যে আসে ঘটনা ৷

এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশে ৷ স্থানীয় পুলিশের মদতে বছর 24-এর ওই যুবতিকে বিয়ের আসর থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ যুবতির নাম ভারতী বাই ৷ ভারতীকে যখন অপহরণ করা হয় ততক্ষণে এক স্থানীয় হিন্দু যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে ৷ ভারতীর বাবা কিশোর দাসের অভিযোগ, বিয়ের আসরের মাঝপথে হামলা হয় ৷ তাঁর দাবি, শাহরুখ গুল, তার দলবল প্রকাশ্যেই তাঁর মেয়েকে অপহরণ করে ৷ সাহায্য করেছে পুলিশ ৷

পরে ভারতীর ছবি, তাঁর ইসলাম ধর্মান্তকরণের প্রমাণপত্র ও শাহরুখ গুলের সঙ্গে নতুন করে বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ বিয়ের শংসাপত্র অনুযায়ী 1লা ডিসেম্বর, 2019-এ ভারতীর ধর্মান্তকরণ হয় ৷ তাঁর নতুন নাম হয় ভারতী আকা 'বুশরা' ৷ শংসাপত্রটি করাচির আল্লামা মহম্মদ ইউসুফ বানুরি শহরতলীর ধর্মসভা জামাত-উল-উলুম-ইসলামিয়ার ৷

যদিও শাহরুখ গুলের সঙ্গে কবে, কখন ভারতীর বিয়ে হয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷ এদিকে শংসাপত্র অনুযায়ী শাহরুখ গুলও হালার বাসিন্দা ৷ নিসার আহমেদের ছেলে শাহরুখের বয়সও 24 বছর৷

যদিও ভারতীর পরিবার মেয়ের 'বিয়ে' হলেও তাকে ফিরে পেতে চায় ৷ অন্য একটি তথ্য বলছে, অপহরণের ঘটনার মাসখানেক আগেই বলপূর্বক ধর্মান্তকরণ ও শাহরুখের সঙ্গেই বিয়ে দেওয়া হয় ভারতীর ৷ এরপর কোনওভাবে সে ঘরে ফিরলে পরিবার তাঁকে হিন্দু ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ৷ শাহরুখ গুল পুলিশে অভিযোগ করে, তাঁর স্ত্রী ভারতী আকা বুশরাকে বেআইনিভাবে তার মা-বাবা ফের বিয়ে দেওয়ার চেষ্টা করছে; এই মর্মে ৷

পাকিস্তান, 27 জানুয়ারি: পাকিস্তানে হিন্দু যুবতিকে অপহরণ করে ধর্ম বদলে মুসলিম পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দাবি পরিবারের ৷ এই ঘটনা ঘটেছে করাচি থেকে 215 কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের মাতিয়ারি জেলার হালা শহরে ৷ রবিবার প্রকাশ্যে আসে ঘটনা ৷

এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশে ৷ স্থানীয় পুলিশের মদতে বছর 24-এর ওই যুবতিকে বিয়ের আসর থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ যুবতির নাম ভারতী বাই ৷ ভারতীকে যখন অপহরণ করা হয় ততক্ষণে এক স্থানীয় হিন্দু যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে ৷ ভারতীর বাবা কিশোর দাসের অভিযোগ, বিয়ের আসরের মাঝপথে হামলা হয় ৷ তাঁর দাবি, শাহরুখ গুল, তার দলবল প্রকাশ্যেই তাঁর মেয়েকে অপহরণ করে ৷ সাহায্য করেছে পুলিশ ৷

পরে ভারতীর ছবি, তাঁর ইসলাম ধর্মান্তকরণের প্রমাণপত্র ও শাহরুখ গুলের সঙ্গে নতুন করে বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ বিয়ের শংসাপত্র অনুযায়ী 1লা ডিসেম্বর, 2019-এ ভারতীর ধর্মান্তকরণ হয় ৷ তাঁর নতুন নাম হয় ভারতী আকা 'বুশরা' ৷ শংসাপত্রটি করাচির আল্লামা মহম্মদ ইউসুফ বানুরি শহরতলীর ধর্মসভা জামাত-উল-উলুম-ইসলামিয়ার ৷

যদিও শাহরুখ গুলের সঙ্গে কবে, কখন ভারতীর বিয়ে হয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷ এদিকে শংসাপত্র অনুযায়ী শাহরুখ গুলও হালার বাসিন্দা ৷ নিসার আহমেদের ছেলে শাহরুখের বয়সও 24 বছর৷

যদিও ভারতীর পরিবার মেয়ের 'বিয়ে' হলেও তাকে ফিরে পেতে চায় ৷ অন্য একটি তথ্য বলছে, অপহরণের ঘটনার মাসখানেক আগেই বলপূর্বক ধর্মান্তকরণ ও শাহরুখের সঙ্গেই বিয়ে দেওয়া হয় ভারতীর ৷ এরপর কোনওভাবে সে ঘরে ফিরলে পরিবার তাঁকে হিন্দু ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ৷ শাহরুখ গুল পুলিশে অভিযোগ করে, তাঁর স্ত্রী ভারতী আকা বুশরাকে বেআইনিভাবে তার মা-বাবা ফের বিয়ে দেওয়ার চেষ্টা করছে; এই মর্মে ৷

Mumbai, Jan 27 (ANI): Bollywood actor Ayushmann Khurrana was spotted shooting for the first episode of 'Break A Leg 2' in Mumbai on January 26. Ayushmann's wife Tahira Kashyap was also spotted shooting for the show. Ayushmann looked cool in funky eyewear and he will be next seen in 'Shubh Mangal Zyada Saavdhan' which will hit theatres on February 21. 'Break A Leg 2' is an epic dance comedy show.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.