ETV Bharat / international

পাকিস্তানের হস্টেলে সংখ্যালঘু ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ দাদার

পাকিস্তানের লারকানার মেডিকেল কলেজের হস্টেল থেকে এক সংখ্যালঘু ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল । মৃত ছাত্রীর নাম নম্রিতা চন্দ্রানি ।

পাকিস্তানের হস্টেলে সংখ্যালঘু ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ দাদার
author img

By

Published : Sep 17, 2019, 1:19 PM IST

করাচি, 17 সেপ্টেম্বর : পাকিস্তানের লারকানার মেডিকেল কলেজের হস্টেল থেকে এক সংখ্যালঘু ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল । মৃত ছাত্রীর নাম নম্রিতা চন্দ্রানি । সে লারকানার বিবি আসিফা ডেন্টাল মেডিকেল কলেজের অন্তিম বর্ষের ছাত্রী ছিলেন । নম্রিতা পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি তালুকের বাসিন্দা ছিলেন । গতকাল হস্টেলের রুম দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সহপাঠীদের সন্দেহ হয় । দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা নম্রিতার দেহ দেখতে পায় । তার গলায় দড়ি জড়ানো ছিল ।

উল্লেখ্য, এই ঘটনার দুই দিন আগেই ঘোটকিতেই একটি মন্দির ভাঙা হয় । পাশাাপশি সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুল ও দোকানেও ভাঙচুর চালানো হয়েছে । এ প্রসঙ্গে স্থানীয় ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তথা পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমার ভাঙ্কওয়ানি বলেন, "স্কুলশিক্ষক নোটোন দাসের বিরুদ্ধে স্থানীয় এক নাবালক অভিযোগ আনে যে ওই শিক্ষক এক ইসলামি ধর্ম প্রচারকের নামে বাজে কথা বলছেন । এরপরই এলাকায় এই কথা ছড়ানো হয় মাইকের মাধ্যমে । এর জেরে উত্তেজিত হয়ে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হয় ।" রমেশ কুমার ভাঙ্কওয়ানি পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তানি তেহরিক-ই ইনসাফের সদস্য ।

মৃত ছাত্রীর দাদা বিশাল সুন্দর এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন । বিশাল নিজে একজন চিকিৎসক । তাঁর অভিযোগ, "নম্রিতার মৃত্যু অস্বাভাবিক । দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চলছে । আমাদের সাহায্য করুক কেউ ।"

এদিকে স্থানীয় পুলিশের বক্তব্য, নম্রিতার মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয় । তবে কলেজের ভাইস চ্যান্সেলর অনিলা আতাউর রহমান নম্রিতার মৃত্যুকে আত্মহত্যা বলে আখ্যা দিয়েছেন । তিনি অবশ্য বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন ।

এর আগে চলতি বছরের অগাস্টে এক শিখ যুবতিকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে নিকাহ করার অভিযোগ ওঠে পাকিস্তানে ৷ ওই যুবতির নাম জগজিৎ কৌর (19) ৷ লাহোরের গুরুদুয়ারার গ্রন্থি তম্বু সাহিবের মেয়ে জগজিৎ ৷ পরিবারের তরফে অভিযোগ, জগজিৎকে কয়েকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৷ তারপর বন্দুক দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করে জোর করে এক মুসলিম যুবকের সঙ্গে নিকাহ্ দেওয়া হয় ৷

পাকিস্তানে হিন্দু ও শিখদের সঙ্গে ক্রমাগত এই ধরনের ঘটনায় আশঙ্কায় রয়েছে সেই দেশের সংখ্যালঘুরা । কয়েকদিন আগে ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়েছিলেন বলদেব কুমার নামে ইমরান খানের দলের এক নেতা । পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে রাজনৈতিক আশ্রয় চেয়ে বলদেব ভারত সরকারের দ্বারস্থ হয়েছিলেন । বর্তমানে বলদেব স্বপরিবারে ভারতের পঞ্জাব প্রদেশের খান্না শহরে রয়েছেন ।

করাচি, 17 সেপ্টেম্বর : পাকিস্তানের লারকানার মেডিকেল কলেজের হস্টেল থেকে এক সংখ্যালঘু ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল । মৃত ছাত্রীর নাম নম্রিতা চন্দ্রানি । সে লারকানার বিবি আসিফা ডেন্টাল মেডিকেল কলেজের অন্তিম বর্ষের ছাত্রী ছিলেন । নম্রিতা পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি তালুকের বাসিন্দা ছিলেন । গতকাল হস্টেলের রুম দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সহপাঠীদের সন্দেহ হয় । দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা নম্রিতার দেহ দেখতে পায় । তার গলায় দড়ি জড়ানো ছিল ।

উল্লেখ্য, এই ঘটনার দুই দিন আগেই ঘোটকিতেই একটি মন্দির ভাঙা হয় । পাশাাপশি সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুল ও দোকানেও ভাঙচুর চালানো হয়েছে । এ প্রসঙ্গে স্থানীয় ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তথা পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমার ভাঙ্কওয়ানি বলেন, "স্কুলশিক্ষক নোটোন দাসের বিরুদ্ধে স্থানীয় এক নাবালক অভিযোগ আনে যে ওই শিক্ষক এক ইসলামি ধর্ম প্রচারকের নামে বাজে কথা বলছেন । এরপরই এলাকায় এই কথা ছড়ানো হয় মাইকের মাধ্যমে । এর জেরে উত্তেজিত হয়ে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হয় ।" রমেশ কুমার ভাঙ্কওয়ানি পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তানি তেহরিক-ই ইনসাফের সদস্য ।

মৃত ছাত্রীর দাদা বিশাল সুন্দর এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন । বিশাল নিজে একজন চিকিৎসক । তাঁর অভিযোগ, "নম্রিতার মৃত্যু অস্বাভাবিক । দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চলছে । আমাদের সাহায্য করুক কেউ ।"

এদিকে স্থানীয় পুলিশের বক্তব্য, নম্রিতার মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয় । তবে কলেজের ভাইস চ্যান্সেলর অনিলা আতাউর রহমান নম্রিতার মৃত্যুকে আত্মহত্যা বলে আখ্যা দিয়েছেন । তিনি অবশ্য বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন ।

এর আগে চলতি বছরের অগাস্টে এক শিখ যুবতিকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে নিকাহ করার অভিযোগ ওঠে পাকিস্তানে ৷ ওই যুবতির নাম জগজিৎ কৌর (19) ৷ লাহোরের গুরুদুয়ারার গ্রন্থি তম্বু সাহিবের মেয়ে জগজিৎ ৷ পরিবারের তরফে অভিযোগ, জগজিৎকে কয়েকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৷ তারপর বন্দুক দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করে জোর করে এক মুসলিম যুবকের সঙ্গে নিকাহ্ দেওয়া হয় ৷

পাকিস্তানে হিন্দু ও শিখদের সঙ্গে ক্রমাগত এই ধরনের ঘটনায় আশঙ্কায় রয়েছে সেই দেশের সংখ্যালঘুরা । কয়েকদিন আগে ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়েছিলেন বলদেব কুমার নামে ইমরান খানের দলের এক নেতা । পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে রাজনৈতিক আশ্রয় চেয়ে বলদেব ভারত সরকারের দ্বারস্থ হয়েছিলেন । বর্তমানে বলদেব স্বপরিবারে ভারতের পঞ্জাব প্রদেশের খান্না শহরে রয়েছেন ।

Mumbai, Sep 17 (ANI): Actress Urvashi Rautela and singer Tony Kakkar launched new song 'Bijli Ki Taar' in Mumbai. Urvashi and Tony posed for camera on a bike. 'Bijli Ki Taar' is written, and composed by Tony Kakkar. Actress looked stunning in fitted blazer and straight fit trousers. While the singer opted for a casual look dressed in all black.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.