নয়াদিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার দু’দিনের বাংলাদেশ সফরে গেলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla Visit Bangladesh) ৷ এই সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং সেই সঙ্গে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সরকারকে পরামর্শ দেবেন বিদেশ সচিব ৷ সেই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি নিয়েও আলোচনা হবে বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷
বাংলাদেশ পৌঁছে সেদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা ৷ সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিনের সঙ্গেও বৈঠক করার কথা ভারতের বিদেশ সচিবের ৷ বিদেশমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরিবহণমন্ত্রী এবং ওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের বিদেশ সচিব ৷
আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির
বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘প্রতিবেশী প্রথম’ নীতির অন্যতম শক্ত স্তম্ভ ৷ এই বিশেষ বছরে ভারত এবং বাংলাদেশ তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উদযাপন করছে ৷ আর মৈত্রী দিবসের (50 Years of Maitri Diwas) একদিন পরেই বিদেশ সচিব বাংলাদেশ সফরে গিয়েছেন ৷ যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে নতুন পথ দেখাবে ৷’’
1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে ভারতীয় তরফে স্বীকৃতি দেওয়ায় দিনটিকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করা হয় ৷ আর সেই উপলক্ষ্যে সোমবার বিদেশমন্ত্রকের তরফে ঘোষণা করা হয় 15 থেকে 17 ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফরে যাবেন ৷ সেখানে বাংলাদেশের 16 ডিসেম্বর বিজয় দিবসের 50 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি ৷ সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষ উদযাপন করা হবে ৷