ETV Bharat / international

সন্ত্রাসে আর্থিক মদত, হাফিজের 15 বছরের কারাদণ্ড - hafiz Saeed

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, মুম্বইয়ে 26/11 হামলার মূলচক্রী হাফিজ সইদ গত বছর থেকেই জেলে রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলার সাজা শোনা হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী আদালতে এখনও তার বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে।

hafiz-saeed-jailed-for-over-15-yrs-in-another-case
সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ায় হাফিজ সইদকে 15 বছরের বেশি কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত
author img

By

Published : Dec 25, 2020, 4:46 PM IST

ইসলামাবাদ, 25 ডিসেম্বর: 15 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড হল হাফিজ সইদের। শুক্রবার পাকিস্তানের একটি মিডিয়ার তরফে এমনই খবর সামনে আনা হয়েছে। নিষিদ্ধ হয়ে যাওয়া জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার এই নেতাকে পাকিস্তানের একটি সন্ত্রাসবাদ-বিরোধী আদালত এই সাজা শুনিয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, মুম্বইয়ে 26/11 হামলার মূলচক্রী হাফিজ সইদ গত বছর থেকেই জেলে রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলার সাজা শোনা হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী আদালতে এখনও তার বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে।

জানা গিয়েছে যে সন্ত্রাসবাদী বিরোধী আদালতের বিচারক ইজাজ আহমেদ বাট্টার আরও বেশ কয়েকজনকে সাজা দিয়েছেন। হাফিজ আব্দুল সালাম, জাফর ইকবাল, মুহাম্মদ আসরাফ ও ইয়াহা মুজাহিদকে সাড়ে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাফিজ আব্দুল রেহমান মাক্কিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড ছাড়াও সাজাপ্রাপ্তদের 2 লক্ষ পিকেআর জরিমানাও দিতে হবে।

আরও পড়ুন: মার্কিন মুলুকে গুলিবিদ্ধ হায়দরাবাদের ব্যক্তি

যে মামলায় হাফিজ সইদ ও আরও তিনজনের সাজা হল, তা সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার জন্য দায়ের হয়েছিল। পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত হাফিজদের গত 19 নভেম্বর দোষী সাব্যস্ত করেছিল। এবার সাজাও ঘোষণা হয়ে গেল।

ইসলামাবাদ, 25 ডিসেম্বর: 15 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড হল হাফিজ সইদের। শুক্রবার পাকিস্তানের একটি মিডিয়ার তরফে এমনই খবর সামনে আনা হয়েছে। নিষিদ্ধ হয়ে যাওয়া জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার এই নেতাকে পাকিস্তানের একটি সন্ত্রাসবাদ-বিরোধী আদালত এই সাজা শুনিয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, মুম্বইয়ে 26/11 হামলার মূলচক্রী হাফিজ সইদ গত বছর থেকেই জেলে রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলার সাজা শোনা হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী আদালতে এখনও তার বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে।

জানা গিয়েছে যে সন্ত্রাসবাদী বিরোধী আদালতের বিচারক ইজাজ আহমেদ বাট্টার আরও বেশ কয়েকজনকে সাজা দিয়েছেন। হাফিজ আব্দুল সালাম, জাফর ইকবাল, মুহাম্মদ আসরাফ ও ইয়াহা মুজাহিদকে সাড়ে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাফিজ আব্দুল রেহমান মাক্কিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড ছাড়াও সাজাপ্রাপ্তদের 2 লক্ষ পিকেআর জরিমানাও দিতে হবে।

আরও পড়ুন: মার্কিন মুলুকে গুলিবিদ্ধ হায়দরাবাদের ব্যক্তি

যে মামলায় হাফিজ সইদ ও আরও তিনজনের সাজা হল, তা সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার জন্য দায়ের হয়েছিল। পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত হাফিজদের গত 19 নভেম্বর দোষী সাব্যস্ত করেছিল। এবার সাজাও ঘোষণা হয়ে গেল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.