ETV Bharat / international

মায়ানমারে চলছে সাধারণ নির্বাচন - মায়ানমারে বহুদলীয় সাধারণ নির্বাচন

সকাল ছ'টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে । বিকেল চারটের পর প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা ।

multi party general election in mayanmar ২০২০
মায়ানমারে বহুদলীয় সাধারণ নির্বাচন
author img

By

Published : Nov 8, 2020, 11:38 AM IST

ইয়াঙ্গন, 8 নভেম্বর : মায়নমারে আজ সাধারণ নির্বাচন । 37 মিলিয়ন ভোটার নির্বাচনে অংশ নিয়েছেন । 42 হাজার 47টি ভোটকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সকাল ছ'টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ।

87টি রাজনৈতিক দলের 5 হাজার 639 জন এবং 260 জন নির্দল প্রার্থী নির্বাচনে লড়াই করছেন । 1 হাজার 117টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে সকাল থেকে । হাউজ় অফ রিপ্রেজ়েনটেটিভসের জন্য 1 হাজার 565 জন, হাউজ় অফ ন্যাশনালিটিসের জন্য 779 জন, আঞ্চলিক সংসদের জন্য 3 হাজার 112 জন এবং সংখ্যালঘু আসনের জন্য 183 জন প্রার্থী লড়াই করছেন । মায়ানমারের শাসকদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি 1 হাজার 106 জন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছে । ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 1 হাজার 89জন প্রার্থীকে দাঁড় করিয়েছে । প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর অং সান সু কি লড়ছেন হাউজ় অফ রিপ্রেজ়েনটেটিভসের জন্য । হাউজ় অফ ন্যাশনালিটিসের জন্য লড়ছেন ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও । তিনি শিন স্টেটের কেন্দ্র থেকে লড়াই করছেন ।

মায়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে দেশের 15টি শহর এবং 665টি গ্রামে ভোটগ্রহণ হচ্ছে । ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে গণনা শুরু হবে । রবিবার স্থানীয় সময় চারটের পর গণনা শুরু হওয়ার কথা ।

ইয়াঙ্গন, 8 নভেম্বর : মায়নমারে আজ সাধারণ নির্বাচন । 37 মিলিয়ন ভোটার নির্বাচনে অংশ নিয়েছেন । 42 হাজার 47টি ভোটকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সকাল ছ'টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ।

87টি রাজনৈতিক দলের 5 হাজার 639 জন এবং 260 জন নির্দল প্রার্থী নির্বাচনে লড়াই করছেন । 1 হাজার 117টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে সকাল থেকে । হাউজ় অফ রিপ্রেজ়েনটেটিভসের জন্য 1 হাজার 565 জন, হাউজ় অফ ন্যাশনালিটিসের জন্য 779 জন, আঞ্চলিক সংসদের জন্য 3 হাজার 112 জন এবং সংখ্যালঘু আসনের জন্য 183 জন প্রার্থী লড়াই করছেন । মায়ানমারের শাসকদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি 1 হাজার 106 জন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছে । ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 1 হাজার 89জন প্রার্থীকে দাঁড় করিয়েছে । প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর অং সান সু কি লড়ছেন হাউজ় অফ রিপ্রেজ়েনটেটিভসের জন্য । হাউজ় অফ ন্যাশনালিটিসের জন্য লড়ছেন ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও । তিনি শিন স্টেটের কেন্দ্র থেকে লড়াই করছেন ।

মায়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে দেশের 15টি শহর এবং 665টি গ্রামে ভোটগ্রহণ হচ্ছে । ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে গণনা শুরু হবে । রবিবার স্থানীয় সময় চারটের পর গণনা শুরু হওয়ার কথা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.