ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ গিলানি

author img

By

Published : Jun 14, 2020, 12:52 PM IST

গতকালই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । গতকাল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ়ের প্রধান শেহবাজ় শরিফও কোরোনায় আক্রান্ত হন । এবার আক্রান্ত হলেন ইউসুফ গিলানি ।

ইউসুফ গিলানি
ইউসুফ গিলানি

ইসলামাবাদ, 14 জুন : কোরোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজ়া গিলানি । দুর্নীতি বিষয়ক একটি মামলার শুনানিতে কয়েকদিন আগে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বিওরোতে গেছিলেন তিনি । তারপরই অসুস্থবোধ করেন । গতকাল তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

গতকালই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । নিজেই টুইটারে একথা জানান তিনি । গতকাল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ়ের প্রধান শেহবাজ় শরিফও কোরোনায় আক্রান্ত হন ।

ইউসুফ রাজ়া গিলানি কোরোনায় আক্রান্ত হওয়ার কথা টুইটারে জানান তাঁর ছেলে কাশিম গিলানি । ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বিওরো থেকে ফেরার পর কোরোনা পজ়িটিভ আসায় বর্তমান সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, " ইমরান খান সরকার ও ন্যাশলান অ্যাকাউন্টিবিলিটি বিওরোকে ধন্যবাদ । আপনারা সাফল্যের সঙ্গে আমার বাবার জীবন বিপদে ফেলেছেন ।"

পাকিস্তানে ক্রমেই বাড়ছে সংক্রমণ । বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 850 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 হাজার 472 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2 হাজার 551 জনের ।

ইসলামাবাদ, 14 জুন : কোরোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজ়া গিলানি । দুর্নীতি বিষয়ক একটি মামলার শুনানিতে কয়েকদিন আগে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বিওরোতে গেছিলেন তিনি । তারপরই অসুস্থবোধ করেন । গতকাল তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

গতকালই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । নিজেই টুইটারে একথা জানান তিনি । গতকাল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ়ের প্রধান শেহবাজ় শরিফও কোরোনায় আক্রান্ত হন ।

ইউসুফ রাজ়া গিলানি কোরোনায় আক্রান্ত হওয়ার কথা টুইটারে জানান তাঁর ছেলে কাশিম গিলানি । ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বিওরো থেকে ফেরার পর কোরোনা পজ়িটিভ আসায় বর্তমান সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, " ইমরান খান সরকার ও ন্যাশলান অ্যাকাউন্টিবিলিটি বিওরোকে ধন্যবাদ । আপনারা সাফল্যের সঙ্গে আমার বাবার জীবন বিপদে ফেলেছেন ।"

পাকিস্তানে ক্রমেই বাড়ছে সংক্রমণ । বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 850 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 হাজার 472 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2 হাজার 551 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.