ETV Bharat / international

পাকিস্তানে তেজ়গাম এক্সপ্রেসে আগুন, মৃত 65

আজ ভোররাতে করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজ়গাম এক্সপ্রেসে আগুন লাগে ৷ এপর্যন্ত 65 জনের মৃত্যু হয়েছে ৷

author img

By

Published : Oct 31, 2019, 11:42 AM IST

Updated : Oct 31, 2019, 11:55 AM IST

ছবি

করাচি, 31 অক্টোবর : পাকিস্তানের করাচি-রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে আগুন ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত একাধিক ৷

আজ ভোররাতে করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল ট্রেনটি ৷ সেই সময় লিয়াকতপুরের কাছে ট্রেনে আগুন লেগে যায় ৷ ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ রেলসূত্রে খবর, ট্রেনে খাবার বানানোর সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে ৷ এর মধ্যে অনেকে আগুনের ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে গিয়েও প্রাণ হারান ৷ এখনও জারি উদ্ধারকার্য ৷

রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে ৷ ঘটনাস্থানে উদ্ধারকারী দল রয়েছে ৷

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

করাচি, 31 অক্টোবর : পাকিস্তানের করাচি-রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে আগুন ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত একাধিক ৷

আজ ভোররাতে করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল ট্রেনটি ৷ সেই সময় লিয়াকতপুরের কাছে ট্রেনে আগুন লেগে যায় ৷ ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ রেলসূত্রে খবর, ট্রেনে খাবার বানানোর সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে ৷ এর মধ্যে অনেকে আগুনের ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে গিয়েও প্রাণ হারান ৷ এখনও জারি উদ্ধারকার্য ৷

রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে ৷ ঘটনাস্থানে উদ্ধারকারী দল রয়েছে ৷

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

Mumbai, Oct 31(ANI): Maharashtra Governor Bhagat Singh Koshyari and Chief Minister Devendra Fadnavis flagged off 'Run for Unity' to mark 144th birth anniversary of Sardar Vallabhbhai Patel on October 31. 'Run For Unity' is organised by the Centre across the country to mark birth anniversary of Sardar Vallabhbhai Patel. Also known as the 'Iron Man of India', Sardar Patel united 562 princely states in the country. The country observes his birth anniversary, October 31, as Rashtriya Ekta Diwas.
Last Updated : Oct 31, 2019, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.