করাচি, 31 অক্টোবর : পাকিস্তানের করাচি-রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে আগুন ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত একাধিক ৷
আজ ভোররাতে করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল ট্রেনটি ৷ সেই সময় লিয়াকতপুরের কাছে ট্রেনে আগুন লেগে যায় ৷ ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ রেলসূত্রে খবর, ট্রেনে খাবার বানানোর সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে ৷ এর মধ্যে অনেকে আগুনের ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে গিয়েও প্রাণ হারান ৷ এখনও জারি উদ্ধারকার্য ৷
রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে ৷ ঘটনাস্থানে উদ্ধারকারী দল রয়েছে ৷
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷