ETV Bharat / international

মাসুদকে জঙ্গি হিসাবে ঘোষণার জন্য উদ্যোগ নিল EU - MASOOD AZHAR

জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারকে জঙ্গি হিসাবে ঘোষণা করার জন্য উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন ( EU)।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 19, 2019, 11:34 PM IST

দিল্লি, ১৯ মার্চ : জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারকে জঙ্গি হিসাবে ঘোষণা করার জন্য উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন ( EU)। আজ সংবাদমাধ্যমকে একথা জানান জার্মান দূতাবাসের এক আধিকারিক। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে এই বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে কিছু সময় লাগবে বলে জানান তিনি।

গত সপ্তাহে UN-এর নিরাপত্তা পরিষদে মাসুদ আজ়াহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব আনা হয়েছিল। এতে জার্মানি মুখ্য ভূমিকা নিয়েছিল। কিন্তু চিনের বাধায় সেই প্রস্তাব আটকে যায়।

১৫ মার্চ জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ় করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স সরকার। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি করে জারি করে একথা জানানো হয়। ফ্রান্স সরকারের তরফে জানানো হয়, তাদের তরফে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশগুলির কাছেও মাসুদ আজ়হারের বিষয়টি তুলে ধরা হবে এবং জঙ্গিদের একটি তালিকাও তৈরি করা হবে।

দিল্লি, ১৯ মার্চ : জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারকে জঙ্গি হিসাবে ঘোষণা করার জন্য উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন ( EU)। আজ সংবাদমাধ্যমকে একথা জানান জার্মান দূতাবাসের এক আধিকারিক। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে এই বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে কিছু সময় লাগবে বলে জানান তিনি।

গত সপ্তাহে UN-এর নিরাপত্তা পরিষদে মাসুদ আজ়াহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব আনা হয়েছিল। এতে জার্মানি মুখ্য ভূমিকা নিয়েছিল। কিন্তু চিনের বাধায় সেই প্রস্তাব আটকে যায়।

১৫ মার্চ জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ় করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স সরকার। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি করে জারি করে একথা জানানো হয়। ফ্রান্স সরকারের তরফে জানানো হয়, তাদের তরফে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশগুলির কাছেও মাসুদ আজ়হারের বিষয়টি তুলে ধরা হবে এবং জঙ্গিদের একটি তালিকাও তৈরি করা হবে।

Mumbai, Mar 19 (ANI): Putting all speculations to rest, Alia Bhatt announced her next film, which is titled 'Inshallah'. The movie directed by Sanjay Leela Bhansali would see Alia Bhatt and Salman
Khan in lead role. This is the first time that the two actors would be seen together on screen.
Expressing excitement, Alia Bhatt tweeted, "Dream with your eyes wide open they say and I did. Sanjay Sir and Salman Khan are magical together and I can't wait to join them on this beautiful journey called "Inshallah" #Inshallah #SLB @BeingSalmanKhan @bhansali_produc @SKFilmsOfficial @prerna982." In another tweet she mentioned how nervous she was when she visited Bhansali's office at the age of 9 and how long she has waited to work with him. "I was 9 when I first walked into Sanjay Leela Bhansali's office, all nervous and hoping and praying that I would be in his next film. It's been a long wait." Salman Khan took to twitter, "It's been 20 years but I am glad Sanjay and I are finally back in his next film, Inshallah. Looking forward to work with Alia and inshallah we will all be blessed on this journey.#Inshallah #SLB @aliaa08 @bhansali_produc @SKFilmsOfficial" Salman Khan would be reuniting with Bhansali after a gap of 20 years. However, he did a cameo appearance in the 2007 release Saawariya, which Bhansali directed. The duo has done movies like Hum Dil De Chuke Sanam and Khamoshi: The Musical. Their last film as a team was 'Hum Dil De Chuke Sanam', which was released in 1999.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.