দিল্লি, ১৯ মার্চ : জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারকে জঙ্গি হিসাবে ঘোষণা করার জন্য উদ্যোগ নিল ইউরোপীয় ইউনিয়ন ( EU)। আজ সংবাদমাধ্যমকে একথা জানান জার্মান দূতাবাসের এক আধিকারিক। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে এই বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে কিছু সময় লাগবে বলে জানান তিনি।
গত সপ্তাহে UN-এর নিরাপত্তা পরিষদে মাসুদ আজ়াহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব আনা হয়েছিল। এতে জার্মানি মুখ্য ভূমিকা নিয়েছিল। কিন্তু চিনের বাধায় সেই প্রস্তাব আটকে যায়।
১৫ মার্চ জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ় করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স সরকার। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি করে জারি করে একথা জানানো হয়। ফ্রান্স সরকারের তরফে জানানো হয়, তাদের তরফে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশগুলির কাছেও মাসুদ আজ়হারের বিষয়টি তুলে ধরা হবে এবং জঙ্গিদের একটি তালিকাও তৈরি করা হবে।