ETV Bharat / international

সন্ত্রাসবাদী হামলায় মুসলিমদের দুষে ডিম 'হামলার' মুখে অস্ট্রেলিয়ার সেনেটর - Terrorist Attack

ক্রাইস্টচার্চের সন্ত্রাসবাদী হামলার কারণ মুসলিম অভিবাসন বলে ডিম হামলার মুখে অস্ট্রেলিয়ার সেনেটর

মাথায় ডিম ফাটানোর দৃশ্য
author img

By

Published : Mar 17, 2019, 12:52 PM IST

মেলবোর্ন, ১৭ মার্চ : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলার জন্য মুসলিম অভিবাসীদের দায়ি করেছিলেন অস্ট্রেলিয়ার সেনেটর ফ্রেজ়ার অ্যানিং। তারপর তাঁর মাথায় ডিম ফাটায় এক যুবক। ডিম ফাটানোর দৃশ্যর ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন মারা যান। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু'জনকে পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্ট।

সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে একটি বিবৃতিতে কুইনসল্যান্ডের সেনেটর বলেন, "নিউজ়িল্যান্ডের রাস্তায় রক্তপাতের কারণ হল সেদেশের অভিবাসন নীতি। যা মুসলিমদের নিউজ়িল্যান্ডে যাওয়ার অনুমতি দেয়।" তিনি আরও বলেন, "(মুসলিমরা) আজ নিজেরা আক্রান্ত হয়েছে। কিন্তু, সাধারণত তারাই দোষী হয়।" তাঁর মন্তব্যের পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। তারপর তাঁর মাথায় কাঁচা ডিম ফাটায় ওই যুবক। পালটা যুবককে ঘুষি মারেন অ্যানি। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা দু'জনকে সরিয়ে দেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুবককে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

মেলবোর্ন, ১৭ মার্চ : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলার জন্য মুসলিম অভিবাসীদের দায়ি করেছিলেন অস্ট্রেলিয়ার সেনেটর ফ্রেজ়ার অ্যানিং। তারপর তাঁর মাথায় ডিম ফাটায় এক যুবক। ডিম ফাটানোর দৃশ্যর ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন মারা যান। ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু'জনকে পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্ট।

সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে একটি বিবৃতিতে কুইনসল্যান্ডের সেনেটর বলেন, "নিউজ়িল্যান্ডের রাস্তায় রক্তপাতের কারণ হল সেদেশের অভিবাসন নীতি। যা মুসলিমদের নিউজ়িল্যান্ডে যাওয়ার অনুমতি দেয়।" তিনি আরও বলেন, "(মুসলিমরা) আজ নিজেরা আক্রান্ত হয়েছে। কিন্তু, সাধারণত তারাই দোষী হয়।" তাঁর মন্তব্যের পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। তারপর তাঁর মাথায় কাঁচা ডিম ফাটায় ওই যুবক। পালটা যুবককে ঘুষি মারেন অ্যানি। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা দু'জনকে সরিয়ে দেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুবককে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।


Toronto (Canada), Mar 17 (ANI): An anti-Pakistan protest was held by the members of Pashtun, Mohajir, Sindhi and Kashmiri groups against human rights violations by Pakistan in Toronto on Saturday. They also held a seminar on this issue. All the groups gathered together to show their agitation on this matter.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.