ETV Bharat / international

দিল্লি হামলায় দায়ি সোলেইমানি, দাবি ট্রাম্পের - Iran-USA relationship

দিল্লি ও লন্ডনের হামলার জন্য কাসেম সোলেইমানিকে দায়ি করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

image
সুলেইমানি ও ট্রাম্প
author img

By

Published : Jan 4, 2020, 9:22 AM IST

Updated : Jan 4, 2020, 12:21 PM IST

লস অ্যাঞ্জেলেস, 4 জানুয়ারি : অ্যামেরিকার বিমান হানায় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যু হয়েছে ৷ সোলেইমানিকে এবার দিল্লি হামলার জন্য দায়ি বলে দাবি করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর কথায়, পশ্চিম এশিয়ায় গত 20 বছর ধরে সন্ত্রাস চালাচ্ছিল সোলেইমানি ৷

ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, সোলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি ৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে'ই ৷ সোলেইমানিকে হত্যার জন্য মিজ়াইল হানার আদেশ দেন ট্রাম্প ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ''সোলেইমানির হাতে মৃত নিরীহ মানুষগুলোর কথা মনে করার দিন আজ ৷ সন্ত্রাসের অবসান হল ৷''

দিল্লিতে কোন হামলার কথা ট্রাম্প উল্লেখ করেছেন, সে কথা তাঁর বক্তৃতায় তা স্পষ্ট করেননি, তবে রাজনৈতিক মহলের ধারণা, 2012 সালে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রীর গাড়িতে হামলার কথা উল্লেখ করেছেন তিনি ৷ ওই হামলায় তাল ইয়েহোশুয়া কোরেন আহত হন ৷ অস্ত্রোপচার করতে হয় তাঁদের ৷ তাঁর চালক ও পথচারীরাও আহত হন ৷

ট্রাম্পের কথায়, ''যে অভিযান কাল হয়েছে, তা আরও আগে করা উচিত ছিল ৷ তাহলে আরও কিছু প্রাণ বাঁচত ৷ ইরানে সম্প্রতি হাজারেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন শুধুমাত্র সোলেইমানির জন্য ৷ '' ট্রাম্পের কথায়, যুদ্ধ থামাতেই বিমান হানার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ যুদ্ধ শুরু করতে নয় ৷ ইরানের নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তাঁর ৷ এই প্রসঙ্গে ইরানের ঐতিহ্যের কথা উল্লেখ করে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ আসলে ইরানেরই ৷ শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতা চান যাঁরা, তাঁদেরই জন্য ইরান ৷ রক্তক্ষয়ী যুদ্ধ বাধিয়েছে যে সব সন্ত্রাসবাদীরা, ইরান তাদের জন্য নয় ৷

ট্রাম্প বলেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে তাঁর নির্দেশেই ৷ প্রতিরক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, সোলেইমানি অ্যামেরিকার কূটনীতিক ও অন্যদের উপর হামলার ছক কষছিল ৷ সে ও তার বাহিনী অ্যামেরিকার নাগরিকদের মৃত্যুর জন্য দায়ি ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ''2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ সেই প্রেক্ষিতেই ইরানকে 'পাল্টা জবাব' দিল অ্যামেরিকা ৷ ''

লস অ্যাঞ্জেলেস, 4 জানুয়ারি : অ্যামেরিকার বিমান হানায় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যু হয়েছে ৷ সোলেইমানিকে এবার দিল্লি হামলার জন্য দায়ি বলে দাবি করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর কথায়, পশ্চিম এশিয়ায় গত 20 বছর ধরে সন্ত্রাস চালাচ্ছিল সোলেইমানি ৷

ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, সোলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি ৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে'ই ৷ সোলেইমানিকে হত্যার জন্য মিজ়াইল হানার আদেশ দেন ট্রাম্প ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ''সোলেইমানির হাতে মৃত নিরীহ মানুষগুলোর কথা মনে করার দিন আজ ৷ সন্ত্রাসের অবসান হল ৷''

দিল্লিতে কোন হামলার কথা ট্রাম্প উল্লেখ করেছেন, সে কথা তাঁর বক্তৃতায় তা স্পষ্ট করেননি, তবে রাজনৈতিক মহলের ধারণা, 2012 সালে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রীর গাড়িতে হামলার কথা উল্লেখ করেছেন তিনি ৷ ওই হামলায় তাল ইয়েহোশুয়া কোরেন আহত হন ৷ অস্ত্রোপচার করতে হয় তাঁদের ৷ তাঁর চালক ও পথচারীরাও আহত হন ৷

ট্রাম্পের কথায়, ''যে অভিযান কাল হয়েছে, তা আরও আগে করা উচিত ছিল ৷ তাহলে আরও কিছু প্রাণ বাঁচত ৷ ইরানে সম্প্রতি হাজারেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন শুধুমাত্র সোলেইমানির জন্য ৷ '' ট্রাম্পের কথায়, যুদ্ধ থামাতেই বিমান হানার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ যুদ্ধ শুরু করতে নয় ৷ ইরানের নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তাঁর ৷ এই প্রসঙ্গে ইরানের ঐতিহ্যের কথা উল্লেখ করে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ আসলে ইরানেরই ৷ শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতা চান যাঁরা, তাঁদেরই জন্য ইরান ৷ রক্তক্ষয়ী যুদ্ধ বাধিয়েছে যে সব সন্ত্রাসবাদীরা, ইরান তাদের জন্য নয় ৷

ট্রাম্প বলেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে তাঁর নির্দেশেই ৷ প্রতিরক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, সোলেইমানি অ্যামেরিকার কূটনীতিক ও অন্যদের উপর হামলার ছক কষছিল ৷ সে ও তার বাহিনী অ্যামেরিকার নাগরিকদের মৃত্যুর জন্য দায়ি ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ''2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ সেই প্রেক্ষিতেই ইরানকে 'পাল্টা জবাব' দিল অ্যামেরিকা ৷ ''

Mumbai, Jan 03 (ANI): Moviemakers of 'Chhapaak' released the title track 'Nok Jhok' in Mumbai. Song is sung by Shankar Ehsaan Loy. Directed by Meghna Gulzar, the movie is slated to hit the theatres on January 10, 2020. Co-stars, Vikrant Massey and Deepika Padukone were present during the launch event. Director Meghna Gulzar with Lakshmi Agarwal were also in attendance.

Last Updated : Jan 4, 2020, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.