ETV Bharat / international

মা মাটি চাপা দিয়েছিল, সদ্যোজাতর প্রাণ বাঁচাল কুকুর

সদ্যোজাতকে মাটি চাপা দিয়েছিল বছর পনেরোর কিশোরী । শেষমেশ এক পোষ্য কুকুরের তৎপরতায় প্রাণ ফিরে পেল শিশুটি । ঘটনাটি থাইল্যান্ডের বান নং খাম গ্রামের ।

ফাইল ফোটো
author img

By

Published : May 18, 2019, 8:04 PM IST

ব্যাংকক, 18 মে : পরিবারের কাছ থেকে লুকোতে সদ্যোজাতকে মাটি চাপা দিয়েছিল বছর পনেরোর কিশোরী । সন্তানকে খুন করে নিজের 'মান' বাঁচাতে চেয়েছিল সে । কিন্তু, তার উদ্দেশ্য পূরণ হল না । পোষ্য কুকুরের তৎপরতায় প্রাণ ফিরে পেল শিশুটি । শ্রীঘরে ঠাঁই হল কিশোরীর । ঘটনাটি থাইল্যান্ডের বান নং খাম গ্রামের ।

মাত্র 15 বছর বয়সে গর্ভবতী হয় বান নং খাম গ্রামের ওই কিশোরী । সন্তানের জন্মও দেয় সে । কিন্তু লোকলজ্জার ভয়ে সদ্যোজাতর কথা কাউকে জানাতে পারেনি । মা বাবার থেকেও লুকিয়ে রাখে সে কথা । লোক জানাজানি হওয়ার ভয়ে সুযোগ বুঝে একটি ফাঁকা জায়গায় সন্তানকে মাটি চাপা দেয় । লোকজন না দেখলেও পুরো ঘটনার সাক্ষী থাকে পিং পং নামে একটি কুকুর । এরপরই বদলে যায় গোটা ঘটনা । সদ্যোজাতকে মাটি চাপা দেওয়ার দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেনি সেই সারমেয় । চিৎকার করে ওঠে সে । পায়ে আঁচড় কেটে মাটি খুঁড়তে থাকে । সেই চিৎকার শুনে জড়ো হয় স্থানীয়রা । তারাই মাটি খুঁড়ে উদ্ধার করে সদ্যোজাতকে । হাসপাতালেও নিয়ে যায় । সেখানে সেই শিশুর প্রাথমিক চিকিৎসা হয় । সুখবর দেন চিকিৎসকরা । জানান, এখন পুরোপুরি সুস্থ সেই শিশু ।

ওই কুকুরের মালিক বলেন, "গাড়ির সঙ্গে ধাক্কায় এক পা হারিয়েছে পিংপং । তবুও মাঠের কাজকর্মে আমাকে সাহায্য করে । পুরো গ্রাম ওকে খুব ভালোবাসে ।" এদিকে সন্তানকে খুনের অভিযোগে কিশোরীকে আটক করে পুলিশ । সদ্যোজাতকে লালন-পালনের দ্বায়িত্ব নিয়েছে কিশোরীর পরিবার ।

ব্যাংকক, 18 মে : পরিবারের কাছ থেকে লুকোতে সদ্যোজাতকে মাটি চাপা দিয়েছিল বছর পনেরোর কিশোরী । সন্তানকে খুন করে নিজের 'মান' বাঁচাতে চেয়েছিল সে । কিন্তু, তার উদ্দেশ্য পূরণ হল না । পোষ্য কুকুরের তৎপরতায় প্রাণ ফিরে পেল শিশুটি । শ্রীঘরে ঠাঁই হল কিশোরীর । ঘটনাটি থাইল্যান্ডের বান নং খাম গ্রামের ।

মাত্র 15 বছর বয়সে গর্ভবতী হয় বান নং খাম গ্রামের ওই কিশোরী । সন্তানের জন্মও দেয় সে । কিন্তু লোকলজ্জার ভয়ে সদ্যোজাতর কথা কাউকে জানাতে পারেনি । মা বাবার থেকেও লুকিয়ে রাখে সে কথা । লোক জানাজানি হওয়ার ভয়ে সুযোগ বুঝে একটি ফাঁকা জায়গায় সন্তানকে মাটি চাপা দেয় । লোকজন না দেখলেও পুরো ঘটনার সাক্ষী থাকে পিং পং নামে একটি কুকুর । এরপরই বদলে যায় গোটা ঘটনা । সদ্যোজাতকে মাটি চাপা দেওয়ার দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেনি সেই সারমেয় । চিৎকার করে ওঠে সে । পায়ে আঁচড় কেটে মাটি খুঁড়তে থাকে । সেই চিৎকার শুনে জড়ো হয় স্থানীয়রা । তারাই মাটি খুঁড়ে উদ্ধার করে সদ্যোজাতকে । হাসপাতালেও নিয়ে যায় । সেখানে সেই শিশুর প্রাথমিক চিকিৎসা হয় । সুখবর দেন চিকিৎসকরা । জানান, এখন পুরোপুরি সুস্থ সেই শিশু ।

ওই কুকুরের মালিক বলেন, "গাড়ির সঙ্গে ধাক্কায় এক পা হারিয়েছে পিংপং । তবুও মাঠের কাজকর্মে আমাকে সাহায্য করে । পুরো গ্রাম ওকে খুব ভালোবাসে ।" এদিকে সন্তানকে খুনের অভিযোগে কিশোরীকে আটক করে পুলিশ । সদ্যোজাতকে লালন-পালনের দ্বায়িত্ব নিয়েছে কিশোরীর পরিবার ।

Varanasi (Uttar Pradesh), May 14 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath met the family members of Padma Shri awardee late Hiralal Yadav in Varanasi today. Hiralal Yadav passed away on May 12. Hiralal Yadav was famous Birha singer from UP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.