গত 10 বছরে সারা বিশ্বের রাজনীতির ক্ষেত্রে অন্যতম আলোচ্য বস্তু হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশগুলি অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এবং অবশ্যই ভারত ৷ এছাড়াও আঞ্চলিক রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে দক্ষিণ-পূর্বের মায়ানমার ৷ এর কারণ অবশ্যই রোহিঙ্গা সংকট ৷
একদিকে তালিবান নিয়ে পাকিস্তানের নীতির বদলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি শান্তি প্রক্রিয়ায় অগ্রসর হতে পারছেন না ৷ সেখানেই বড় বাধা তৈরি করছে পাকিস্তান| বেশ কিছু রিপোর্ট বলছে হাক্কানি ও তালিবানদের বাড়বাড়ন্তের অন্যতম কারণ পাকিস্তানই ৷ ফারা প্রদেশে তালিবান অধ্যুষিত হওয়ার বিষয়টিও স্বীকার করেছে তারা | কিন্তু কূটনৈতিকভাবে অভিযোগের আঙুল ঘুরিয়ে দিয়েছে ইরান ও রাশিয়ার দিকে |
ভারত ও পাকিস্তানের জ্বলন্ত সম্পর্ক SAARC-কে কার্যত শেষ করে দিয়েছে । অন্যদিকে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে ৷ ফলে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংক্ষিপ্তভাবে BIMSTEC (বিমস্টেক) গুরুত্ব বেড়েছে আঞ্চলিক রাজনীতিতে । এ সংস্থা বঙ্গোপসাগরের আশপাশে সাতটি রাষ্ট্রকে একসূত্রে গেঁথেছে । দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড । চিন-মার্কিন বাণিজ্য-যুদ্ধের পরিস্থিতিতে অভিন্ন অর্থনৈতিক ব্লক হিসেবে সাফল্য পেতে পারে বিমস্টেক ৷ সবমিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক দশকে জল গড়িয়েছে অনেক দূর ৷
বাংলাদেশ
2016 সালের জুলাইয়ে ঢাকার হোলি আর্টিসান ক্যাফেতে জঙ্গি হামলায় মৃত্যু হয় নয় জনের ৷ যদিও জামাত-উল-মুজ়াহিদিন এই হামলার জন্য দায়ি, তা অস্বীকার করেছিল সরকার ৷
2017 সালে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়ায় সরকারি হিসেবে 10 লাখের কাছাকাছি ৷ চলতি বছরে 28 নভেম্বর রাষ্ট্র সংঘের তরফে প্রায় 1,00,000 রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে, এমন একটি দ্বীপে ব্যবস্থাপনার জন্য প্রযুক্তিগত সাহায্যের প্রস্তাব দেয় বাংলাদেশের কাছে ।
মায়ানমার ছেড়ে আসা প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশের বিভিন্ন শিবিরে রয়েছেন । ভারতেও এসেছেন কয়েক হাজার রোহিঙ্গা । মায়ানমার প্রশাসন এদের ফিরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেনি | নেপাল, ভুটান, শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশেও চিনা বিনিয়োগ ক্রমশই বাড়ছে | কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতেও প্রায় 40 হাজার রোহিঙ্গা অবৈধ ভাবে বসবাস করছেন । সব চেয়ে বেশি রোহিঙ্গা রয়েছেন জম্মু ও কাশ্মীরে । দ্বিতীয় স্থানে তেলাঙ্গানা । তাই এই সমস্যা সমাধানে দিল্লিকে বারবার পাশে চেয়েছে ঢাকা |
2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির অভিয়োগে 5 বছরের জেল হেপাজত দেওয়া হয় । নির্বাচনে স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি , জয়ী হয় আওয়ামি লিগ |
মালদ্বীপ
আর্থিক প্রতারণার অভিযোগে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেনকে পাঁচ বছরের হাজতবাসের সাজা দেয় সে দেশের আদালত ।
2016 সালে কমনওয়েলথ ছেড়ে বেরিয়ে আসে মালদ্বীপ | দেশের অবমাননা আইন নতুন করে তৈরি করা হয়|
2018 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক সংকট চরমে ওঠে | যাদের বন্দীদশা বাতিল হয়েছিল তাদের মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশকে সরকার অস্বীকার করে।
পাকিস্তান
2010 সালের 8 এপ্রিলে সেমি-প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সম্পূর্ণ সংসদীয় পদ্ধতিতে স্থানান্তরিত হয় পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ৷ আসিফ আলি জ়ারদারির হাত ধরেই এই বদল ৷
2011 সালের 1 মে রাতে উত্তর-পূর্ব পাকিস্তানের অ্যাবটাবাদে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের গোপন ডেরায় অভিযান চালায় মার্কিন নৌসেনার বিশেষ কম্যান্ডো বাহিনী ‘সিল টিম-6’। সেই অভিযানেই মৃত্যু হয় আল কায়দা প্রধানের ।
2012 সালের অক্টোবরে তালিবানদের গুলিতে গুরুতর জখম হয় মালালা ইউসুফজ়াই নামের এক কিশোরী | মেয়েটি ধর্মীয় সম্প্রীতির প্রচার করছে , এই ছিল 'অপরাধ' ! 2014 সালে এই মালালাই নারী শিক্ষার প্রচারের মুখ হয়ে ওঠেন ৷ সর্বকনিষ্ঠ নোবেল প্রাপকও তিনি ৷ সম্মানিত হন শান্তি পুরস্কারে|
2014 সালের ডিসেম্বরে পেশাওয়ারের স্কুলে জঙ্গি হামলায় 150 জনেরও বেশি স্কুল পড়ুয়ার মৃত্যু হয় | সন্ত্রাসদমন নিয়ে পাকিস্তানের নীতিকে ফের প্রশ্নের মুখে পড়তে হয় ৷
2018 সালের 14 জুলাই, নওয়াজ় শরিফ ও মেয়ে মরিয়াম নওয়াজ়কে গ্রেপ্তার করা হয় ৷
2018 সালের 18 অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান ৷
ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে চর সন্দেহে পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পরে 2017 সালের এপ্রিলে তাঁর ফাঁসির সাজা শুনিয়েছে সেখানকার সামরিক আদালত । 2019 সালে পাকিস্তানে ভারতের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত কুলভূষণ যাদবের মামলায় বড় জয় পায় ভারত । পাক সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দেয় দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত ।
আফগানিস্তান
অ্যামেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা 2010 সালে 33 হাজার সেনা পাঠিয়েছিলেন আফগানিস্তানে ৷ সবমিলিয়ে আন্তর্জাতিক বাহিনী ছিল 1 লাখ 50 হাজার ৷
লাদেনের মৃত্যুর পরবর্তী সময়ে আফগানিস্তানের অসংখ্য আধিকারিককে প্রাণদণ্ড দেওয়া হয় ৷
আফগানিস্তানে অ্যামেরিকার সেনা মোতায়েন নিয়ে বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ দেশের সম্পর্কের তিক্ততা গত দশকে আরও বেড়েছে ৷
নেপাল
2010 সালের মে মাস ৷ সংবিধানের খসড়ার জন্য নেপালে ভোট হয় ৷ নেপালে দুটি গণপরিষদ দীর্ঘ সময় নিয়ে নতুন সংবিধান দেয় ৷ 2015 সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয় যুগান্তকারী সংবিধান, অবসান হয় রাজতন্ত্রের ৷ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয় ৷ এই প্রক্রিয়ায় বিক্ষোভের জেরে 40 জন প্রাণ হারান | 2015 সালের অক্টোবরে নতুন সংবিধান প্রণয়নের পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে পি প্রসাদ ৷
2017 সালের এপ্রিলে তিন প্রাক্তন সেনাকর্মী 15 বছরের একটি মেয়েকে গৃহযুদ্ধের সময় হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়, প্রথম বার সেনা কর্মী হিসেবে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় ৷ একই বছরে প্রথম বার চিনের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় নেপাল ৷
আউং সান সু কির উত্থান ও রোহিঙ্গা (মায়ানমার)
2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী । তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে সু কি’র দল । ফলে, ওই ঘটনা নিয়ে দেশে, বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েন সু কি । তাঁর বিরুদ্ধে দ্য হেগ-এ আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ গাম্বিয়া ।
সেনাবাহিনীর যে অফিসাররা এক সময় সু কিকে গৃহবন্দি করে রেখেছিলেন, রোহিঙ্গা গণহত্যাকাণ্ডে তাঁদেরই পক্ষ নেওয়ায় সু কি’র সমালোচনায় সরব হন তাঁর এক সময়ের কাছের মানুষজনরাও ৷
2012 সালে সুকি মায়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ,2012 সালের মে মাসে 1987 সালের পর প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে সফরে যান মনমোহন |
2015 সালে সরকার ও 16টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়| 2015 সালেরই মে মাসে বাংলাদেশে প্রবেশ শুরু করেন রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা | রাষ্ট্রসংঘে তীব্র সমালোচনার মুখে পড়ে ৷ আন্তর্জাতিক অপরাধী আদালতে ছয় জেনারেলকে বিচারপ্রক্রিয়ার মধ্যে পড়তে হয় ৷
2012 সালে গণমাধ্যমের উপর থেকে প্রাক-প্রকাশনা সেনসরশিপ উঠে গেছিল, সেই মায়ানমারে সুকির আমলে 2018 সালের সেপ্টেম্বরে রয়টার্স সংবাদ সংস্থার দুই সাংবাদিককে রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অপরাধে সাত বছরের জেলের সাজা দেওয়া হয় ৷ সামরিক বাহিনীর রোহিঙ্গা অত্যাচারের খবর প্রকাশই রাগের কারণ, পাল্টা জানান সাংবাদিকরা |
শ্রীলঙ্কা
2012 সালের মার্চে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন তামিল টাইগারদের সঙ্গে (LTTE) সংঘাতের কারণে যুদ্ধাপরাধীদের বিষয়ে ভেবে দেখতে বলে ও তদন্তের অনুরোধ জানায় শ্রীলঙ্কা সরকারকে ৷
2018, অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট সিরিসেনা | রাজাপক্ষ আসেন ক্ষমতায় ৷ সাংবিধানিক টানাপোড়েনের মুখে পড়ে দেশ ৷
ভুটান
2012 সালের মার্চে সড়ক নির্মাণ নিয়ে চিনের সঙ্গে সংঘাত বাধে ভুটানের ৷
2015 জানুয়ারি, জন কেরি প্রথম স্টেট সচিব, যাঁর সঙ্গে মন্ত্রিসভা পর্যায়ের বৈঠক হয় ভুটানের প্রতিনিধির সঙ্গে ৷ ভারতেই হয় বৈঠক ৷