ETV Bharat / international

লাদেনের মৃত্যু, নেপালের সংবিধান, রোহিঙ্গা সংকট; এক দশকে দক্ষিণ এশিয়ার রাজনীতির পটবদল - কী ঘটেছে 2019-এ

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক দশকে জল গড়িয়েছে অনেক দূর ৷ আঞ্চলিক রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে দক্ষিণ-পূর্বের মায়ানমার ৷ এর কারণ অবশ্যই রোহিঙ্গা সংকট ৷ দক্ষিণ এশিয়ার দেশগুলি অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এবং অবশ্যই ভারত ৷

এক দশকে দক্ষিণ এশিয়া
এক দশকে দক্ষিণ এশিয়া
author img

By

Published : Dec 30, 2019, 3:27 PM IST

গত 10 বছরে সারা বিশ্বের রাজনীতির ক্ষেত্রে অন্যতম আলোচ্য বস্তু হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশগুলি অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এবং অবশ্যই ভারত ৷ এছাড়াও আঞ্চলিক রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে দক্ষিণ-পূর্বের মায়ানমার ৷ এর কারণ অবশ্যই রোহিঙ্গা সংকট ৷

একদিকে তালিবান নিয়ে পাকিস্তানের নীতির বদলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি শান্তি প্রক্রিয়ায় অগ্রসর হতে পারছেন না ৷ সেখানেই বড় বাধা তৈরি করছে পাকিস্তান| বেশ কিছু রিপোর্ট বলছে হাক্কানি ও তালিবানদের বাড়বাড়ন্তের অন্যতম কারণ পাকিস্তানই ৷ ফারা প্রদেশে তালিবান অধ্যুষিত হওয়ার বিষয়টিও স্বীকার করেছে তারা | কিন্তু কূটনৈতিকভাবে অভিযোগের আঙুল ঘুরিয়ে দিয়েছে ইরান ও রাশিয়ার দিকে |

ভারত ও পাকিস্তানের জ্বলন্ত সম্পর্ক SAARC-কে কার্যত শেষ করে দিয়েছে । অন্যদিকে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে ৷ ফলে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংক্ষিপ্তভাবে BIMSTEC (বিমস্টেক) গুরুত্ব বেড়েছে আঞ্চলিক রাজনীতিতে । এ সংস্থা বঙ্গোপসাগরের আশপাশে সাতটি রাষ্ট্রকে একসূত্রে গেঁথেছে । দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড । চিন-মার্কিন বাণিজ্য-যুদ্ধের পরিস্থিতিতে অভিন্ন অর্থনৈতিক ব্লক হিসেবে সাফল্য পেতে পারে বিমস্টেক ৷ সবমিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক দশকে জল গড়িয়েছে অনেক দূর ৷

বাংলাদেশ

2016 সালের জুলাইয়ে ঢাকার হোলি আর্টিসান ক্যাফেতে জঙ্গি হামলায় মৃত্যু হয় নয় জনের ৷ যদিও জামাত-উল-মুজ়াহিদিন এই হামলার জন্য দায়ি, তা অস্বীকার করেছিল সরকার ৷

South Asian Politics
হোলি আর্টিসান ক্যাফেতে জঙ্গি হামলা
দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে সন্ত্রাস সবচেয়ে বড় সমস্যা হিসেবে মাথা চাড়া দিয়েছে বারবার ৷ ঢাকার গুলশনে জামাত-উল-মুজ়াহিদিন গোষ্ঠীর হামলায় 8 জন আসামির 7 জনকেই প্রাণদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ সন্ত্রাস-বিরোধী আদালত । এক জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে | পুলিশ হেপাজতে থাকা জঙ্গিদের অন্তত দু’জনকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন IS-এর লোগো দেওয়া টুপি পরে আদালতে দেখা যায় | এর পরে প্রশ্ন ওঠে ‘নব্য JMB’-কি হামলার জন্য দায়ি, নাকি প্রশাসন ভুল করছে ৷ বাংলাদেশে IS-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরপরই ৷

2017 সালে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়ায় সরকারি হিসেবে 10 লাখের কাছাকাছি ৷ চলতি বছরে 28 নভেম্বর রাষ্ট্র সংঘের তরফে প্রায় 1,00,000 রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে, এমন একটি দ্বীপে ব্যবস্থাপনার জন্য প্রযুক্তিগত সাহায্যের প্রস্তাব দেয় বাংলাদেশের কাছে ।

South Asian Politics
দুর্নীতির অভিযোগে জেল হেপাজত খালেদা জিয়ার

মায়ানমার ছেড়ে আসা প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশের বিভিন্ন শিবিরে রয়েছেন । ভারতেও এসেছেন কয়েক হাজার রোহিঙ্গা । মায়ানমার প্রশাসন এদের ফিরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেনি | নেপাল, ভুটান, শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশেও চিনা বিনিয়োগ ক্রমশই বাড়ছে | কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতেও প্রায় 40 হাজার রোহিঙ্গা অবৈধ ভাবে বসবাস করছেন । সব চেয়ে বেশি রোহিঙ্গা রয়েছেন জম্মু ও কাশ্মীরে । দ্বিতীয় স্থানে তেলাঙ্গানা । তাই এই সমস্যা সমাধানে দিল্লিকে বারবার পাশে চেয়েছে ঢাকা |

2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির অভিয়োগে 5 বছরের জেল হেপাজত দেওয়া হয় নির্বাচনে স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি , জয়ী হয় আওয়ামি লিগ |

মালদ্বীপ

আর্থিক প্রতারণার অভিযোগে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেনকে পাঁচ বছরের হাজতবাসের সাজা দেয় সে দেশের আদালত

2016 সালে কমনওয়েলথ ছেড়ে বেরিয়ে আসে মালদ্বীপ | দেশের অবমাননা আইন নতুন করে তৈরি করা হয়|

2018 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক সংকট চরমে ওঠে | যাদের বন্দীদশা বাতিল হয়েছিল তাদের মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশকে সরকার অস্বীকার করে।

পাকিস্তান

2010 সালের 8 এপ্রিলে সেমি-প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সম্পূর্ণ সংসদীয় পদ্ধতিতে স্থানান্তরিত হয় পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ৷ আসিফ আলি জ়ারদারির হাত ধরেই এই বদল ৷

2011 সালের 1 মে রাতে উত্তর-পূর্ব পাকিস্তানের অ্যাবটাবাদে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের গোপন ডেরায় অভিযান চালায় মার্কিন নৌসেনার বিশেষ কম্যান্ডো বাহিনী ‘সিল টিম-6’। সেই অভিযানেই মৃত্যু হয় আল কায়দা প্রধানের ।

2012 সালের অক্টোবরে তালিবানদের গুলিতে গুরুতর জখম হয় মালালা ইউসুফজ়াই নামের এক কিশোরী | মেয়েটি ধর্মীয় সম্প্রীতির প্রচার করছে , এই ছিল 'অপরাধ' ! 2014 সালে এই মালালাই নারী শিক্ষার প্রচারের মুখ হয়ে ওঠেন ৷ সর্বকনিষ্ঠ নোবেল প্রাপকও তিনি ৷ সম্মানিত হন শান্তি পুরস্কারে|

South Asian Politics
প্রতিবাদের মুখ মালালা

2014 সালের ডিসেম্বরে পেশাওয়ারের স্কুলে জঙ্গি হামলায় 150 জনেরও বেশি স্কুল পড়ুয়ার মৃত্যু হয় | সন্ত্রাসদমন নিয়ে পাকিস্তানের নীতিকে ফের প্রশ্নের মুখে পড়তে হয় ৷

2018 সালের 14 জুলাই, নওয়াজ় শরিফ ও মেয়ে মরিয়াম নওয়াজ়কে গ্রেপ্তার করা হয় ৷

2018 সালের 18 অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান ৷

South Asian Politics
2018 সালের 18 অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে চর সন্দেহে পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পরে 2017 সালের এপ্রিলে তাঁর ফাঁসির সাজা শুনিয়েছে সেখানকার সামরিক আদালত । 2019 সালে পাকিস্তানে ভারতের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত কুলভূষণ যাদবের মামলায় বড় জয় পায় ভারত । পাক সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দেয় দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত ।

South Asian Politics
2019 সালে পাকিস্তানে ভারতের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত কুলভূষণ যাদবের মামলায় বড় জয় পায় ভারত

আফগানিস্তান

অ্যামেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা 2010 সালে 33 হাজার সেনা পাঠিয়েছিলেন আফগানিস্তানে ৷ সবমিলিয়ে আন্তর্জাতিক বাহিনী ছিল 1 লাখ 50 হাজার ৷

লাদেনের মৃত্যুর পরবর্তী সময়ে আফগানিস্তানের অসংখ্য আধিকারিককে প্রাণদণ্ড দেওয়া হয় ৷

আফগানিস্তানে অ্যামেরিকার সেনা মোতায়েন নিয়ে বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ দেশের সম্পর্কের তিক্ততা গত দশকে আরও বেড়েছে ৷

South Asian Politics
আফগানিস্তানে অ্যামেরিকার সেনা মোতায়েন

নেপাল

2010 সালের মে মাস ৷ সংবিধানের খসড়ার জন্য নেপালে ভোট হয় ৷ নেপালে দুটি গণপরিষদ দীর্ঘ সময় নিয়ে নতুন সংবিধান দেয় ৷ 2015 সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয় যুগান্তকারী সংবিধান, অবসান হয় রাজতন্ত্রের ৷ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয় ৷ এই প্রক্রিয়ায় বিক্ষোভের জেরে 40 জন প্রাণ হারান | 2015 সালের অক্টোবরে নতুন সংবিধান প্রণয়নের পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে পি প্রসাদ ৷

South Asian Politics
2015 সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয় যুগান্তকারী সংবিধান

2017 সালের এপ্রিলে তিন প্রাক্তন সেনাকর্মী 15 বছরের একটি মেয়েকে গৃহযুদ্ধের সময় হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়, প্রথম বার সেনা কর্মী হিসেবে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় ৷ একই বছরে প্রথম বার চিনের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় নেপাল ৷

আউং সান সু কির উত্থান ও রোহিঙ্গা (মায়ানমার)

2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী । তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে সু কি’র দল । ফলে, ওই ঘটনা নিয়ে দেশে, বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েন সু কি । তাঁর বিরুদ্ধে দ্য হেগ-এ আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ গাম্বিয়া ।

সেনাবাহিনীর যে অফিসাররা এক সময় সু কিকে গৃহবন্দি করে রেখেছিলেন, রোহিঙ্গা গণহত্যাকাণ্ডে তাঁদেরই পক্ষ নেওয়ায় সু কি’র সমালোচনায় সরব হন তাঁর এক সময়ের কাছের মানুষজনরাও ৷

2012 সালে সুকি মায়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ,2012 সালের মে মাসে 1987 সালের পর প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে সফরে যান মনমোহন |

South Asian Politics
অভিযোগ, 2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী

2015 সালে সরকার ও 16টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়| 2015 সালেরই মে মাসে বাংলাদেশে প্রবেশ শুরু করেন রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা | রাষ্ট্রসংঘে তীব্র সমালোচনার মুখে পড়ে ৷ আন্তর্জাতিক অপরাধী আদালতে ছয় জেনারেলকে বিচারপ্রক্রিয়ার মধ্যে পড়তে হয়

2012 সালে গণমাধ্যমের উপর থেকে প্রাক-প্রকাশনা সেনসরশিপ উঠে গেছিল, সেই মায়ানমারে সুকির আমলে 2018 সালের সেপ্টেম্বরে রয়টার্স সংবাদ সংস্থার দুই সাংবাদিককে রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অপরাধে সাত বছরের জেলের সাজা দেওয়া হয় ৷ সামরিক বাহিনীর রোহিঙ্গা অত্যাচারের খবর প্রকাশই রাগের কারণ, পাল্টা জানান সাংবাদিকরা |

শ্রীলঙ্কা

2012 সালের মার্চে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন তামিল টাইগারদের সঙ্গে (LTTE) সংঘাতের কারণে যুদ্ধাপরাধীদের বিষয়ে ভেবে দেখতে বলে ও তদন্তের অনুরোধ জানায় শ্রীলঙ্কা সরকারকে

2018, অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট সিরিসেনা | রাজাপক্ষ আসেন ক্ষমতায় ৷ সাংবিধানিক টানাপোড়েনের মুখে পড়ে দেশ ৷

ভুটান

2012 সালের মার্চে সড়ক নির্মাণ নিয়ে চিনের সঙ্গে সংঘাত বাধে ভুটানের ৷

2015 জানুয়ারি, জন কেরি প্রথম স্টেট সচিব, যাঁর সঙ্গে মন্ত্রিসভা পর্যায়ের বৈঠক হয় ভুটানের প্রতিনিধির সঙ্গে ৷ ভারতেই হয় বৈঠক ৷

গত 10 বছরে সারা বিশ্বের রাজনীতির ক্ষেত্রে অন্যতম আলোচ্য বস্তু হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশগুলি অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এবং অবশ্যই ভারত ৷ এছাড়াও আঞ্চলিক রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে দক্ষিণ-পূর্বের মায়ানমার ৷ এর কারণ অবশ্যই রোহিঙ্গা সংকট ৷

একদিকে তালিবান নিয়ে পাকিস্তানের নীতির বদলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি শান্তি প্রক্রিয়ায় অগ্রসর হতে পারছেন না ৷ সেখানেই বড় বাধা তৈরি করছে পাকিস্তান| বেশ কিছু রিপোর্ট বলছে হাক্কানি ও তালিবানদের বাড়বাড়ন্তের অন্যতম কারণ পাকিস্তানই ৷ ফারা প্রদেশে তালিবান অধ্যুষিত হওয়ার বিষয়টিও স্বীকার করেছে তারা | কিন্তু কূটনৈতিকভাবে অভিযোগের আঙুল ঘুরিয়ে দিয়েছে ইরান ও রাশিয়ার দিকে |

ভারত ও পাকিস্তানের জ্বলন্ত সম্পর্ক SAARC-কে কার্যত শেষ করে দিয়েছে । অন্যদিকে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে ৷ ফলে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংক্ষিপ্তভাবে BIMSTEC (বিমস্টেক) গুরুত্ব বেড়েছে আঞ্চলিক রাজনীতিতে । এ সংস্থা বঙ্গোপসাগরের আশপাশে সাতটি রাষ্ট্রকে একসূত্রে গেঁথেছে । দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড । চিন-মার্কিন বাণিজ্য-যুদ্ধের পরিস্থিতিতে অভিন্ন অর্থনৈতিক ব্লক হিসেবে সাফল্য পেতে পারে বিমস্টেক ৷ সবমিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক দশকে জল গড়িয়েছে অনেক দূর ৷

বাংলাদেশ

2016 সালের জুলাইয়ে ঢাকার হোলি আর্টিসান ক্যাফেতে জঙ্গি হামলায় মৃত্যু হয় নয় জনের ৷ যদিও জামাত-উল-মুজ়াহিদিন এই হামলার জন্য দায়ি, তা অস্বীকার করেছিল সরকার ৷

South Asian Politics
হোলি আর্টিসান ক্যাফেতে জঙ্গি হামলা
দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে সন্ত্রাস সবচেয়ে বড় সমস্যা হিসেবে মাথা চাড়া দিয়েছে বারবার ৷ ঢাকার গুলশনে জামাত-উল-মুজ়াহিদিন গোষ্ঠীর হামলায় 8 জন আসামির 7 জনকেই প্রাণদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ সন্ত্রাস-বিরোধী আদালত । এক জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে | পুলিশ হেপাজতে থাকা জঙ্গিদের অন্তত দু’জনকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন IS-এর লোগো দেওয়া টুপি পরে আদালতে দেখা যায় | এর পরে প্রশ্ন ওঠে ‘নব্য JMB’-কি হামলার জন্য দায়ি, নাকি প্রশাসন ভুল করছে ৷ বাংলাদেশে IS-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরপরই ৷

2017 সালে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়ায় সরকারি হিসেবে 10 লাখের কাছাকাছি ৷ চলতি বছরে 28 নভেম্বর রাষ্ট্র সংঘের তরফে প্রায় 1,00,000 রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে, এমন একটি দ্বীপে ব্যবস্থাপনার জন্য প্রযুক্তিগত সাহায্যের প্রস্তাব দেয় বাংলাদেশের কাছে ।

South Asian Politics
দুর্নীতির অভিযোগে জেল হেপাজত খালেদা জিয়ার

মায়ানমার ছেড়ে আসা প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশের বিভিন্ন শিবিরে রয়েছেন । ভারতেও এসেছেন কয়েক হাজার রোহিঙ্গা । মায়ানমার প্রশাসন এদের ফিরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেনি | নেপাল, ভুটান, শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশেও চিনা বিনিয়োগ ক্রমশই বাড়ছে | কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতেও প্রায় 40 হাজার রোহিঙ্গা অবৈধ ভাবে বসবাস করছেন । সব চেয়ে বেশি রোহিঙ্গা রয়েছেন জম্মু ও কাশ্মীরে । দ্বিতীয় স্থানে তেলাঙ্গানা । তাই এই সমস্যা সমাধানে দিল্লিকে বারবার পাশে চেয়েছে ঢাকা |

2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির অভিয়োগে 5 বছরের জেল হেপাজত দেওয়া হয় নির্বাচনে স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি , জয়ী হয় আওয়ামি লিগ |

মালদ্বীপ

আর্থিক প্রতারণার অভিযোগে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেনকে পাঁচ বছরের হাজতবাসের সাজা দেয় সে দেশের আদালত

2016 সালে কমনওয়েলথ ছেড়ে বেরিয়ে আসে মালদ্বীপ | দেশের অবমাননা আইন নতুন করে তৈরি করা হয়|

2018 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক সংকট চরমে ওঠে | যাদের বন্দীদশা বাতিল হয়েছিল তাদের মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশকে সরকার অস্বীকার করে।

পাকিস্তান

2010 সালের 8 এপ্রিলে সেমি-প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সম্পূর্ণ সংসদীয় পদ্ধতিতে স্থানান্তরিত হয় পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ৷ আসিফ আলি জ়ারদারির হাত ধরেই এই বদল ৷

2011 সালের 1 মে রাতে উত্তর-পূর্ব পাকিস্তানের অ্যাবটাবাদে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের গোপন ডেরায় অভিযান চালায় মার্কিন নৌসেনার বিশেষ কম্যান্ডো বাহিনী ‘সিল টিম-6’। সেই অভিযানেই মৃত্যু হয় আল কায়দা প্রধানের ।

2012 সালের অক্টোবরে তালিবানদের গুলিতে গুরুতর জখম হয় মালালা ইউসুফজ়াই নামের এক কিশোরী | মেয়েটি ধর্মীয় সম্প্রীতির প্রচার করছে , এই ছিল 'অপরাধ' ! 2014 সালে এই মালালাই নারী শিক্ষার প্রচারের মুখ হয়ে ওঠেন ৷ সর্বকনিষ্ঠ নোবেল প্রাপকও তিনি ৷ সম্মানিত হন শান্তি পুরস্কারে|

South Asian Politics
প্রতিবাদের মুখ মালালা

2014 সালের ডিসেম্বরে পেশাওয়ারের স্কুলে জঙ্গি হামলায় 150 জনেরও বেশি স্কুল পড়ুয়ার মৃত্যু হয় | সন্ত্রাসদমন নিয়ে পাকিস্তানের নীতিকে ফের প্রশ্নের মুখে পড়তে হয় ৷

2018 সালের 14 জুলাই, নওয়াজ় শরিফ ও মেয়ে মরিয়াম নওয়াজ়কে গ্রেপ্তার করা হয় ৷

2018 সালের 18 অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান ৷

South Asian Politics
2018 সালের 18 অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে চর সন্দেহে পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পরে 2017 সালের এপ্রিলে তাঁর ফাঁসির সাজা শুনিয়েছে সেখানকার সামরিক আদালত । 2019 সালে পাকিস্তানে ভারতের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত কুলভূষণ যাদবের মামলায় বড় জয় পায় ভারত । পাক সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দেয় দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত ।

South Asian Politics
2019 সালে পাকিস্তানে ভারতের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত কুলভূষণ যাদবের মামলায় বড় জয় পায় ভারত

আফগানিস্তান

অ্যামেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা 2010 সালে 33 হাজার সেনা পাঠিয়েছিলেন আফগানিস্তানে ৷ সবমিলিয়ে আন্তর্জাতিক বাহিনী ছিল 1 লাখ 50 হাজার ৷

লাদেনের মৃত্যুর পরবর্তী সময়ে আফগানিস্তানের অসংখ্য আধিকারিককে প্রাণদণ্ড দেওয়া হয় ৷

আফগানিস্তানে অ্যামেরিকার সেনা মোতায়েন নিয়ে বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ দেশের সম্পর্কের তিক্ততা গত দশকে আরও বেড়েছে ৷

South Asian Politics
আফগানিস্তানে অ্যামেরিকার সেনা মোতায়েন

নেপাল

2010 সালের মে মাস ৷ সংবিধানের খসড়ার জন্য নেপালে ভোট হয় ৷ নেপালে দুটি গণপরিষদ দীর্ঘ সময় নিয়ে নতুন সংবিধান দেয় ৷ 2015 সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয় যুগান্তকারী সংবিধান, অবসান হয় রাজতন্ত্রের ৷ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয় ৷ এই প্রক্রিয়ায় বিক্ষোভের জেরে 40 জন প্রাণ হারান | 2015 সালের অক্টোবরে নতুন সংবিধান প্রণয়নের পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে পি প্রসাদ ৷

South Asian Politics
2015 সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয় যুগান্তকারী সংবিধান

2017 সালের এপ্রিলে তিন প্রাক্তন সেনাকর্মী 15 বছরের একটি মেয়েকে গৃহযুদ্ধের সময় হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়, প্রথম বার সেনা কর্মী হিসেবে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় ৷ একই বছরে প্রথম বার চিনের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় নেপাল ৷

আউং সান সু কির উত্থান ও রোহিঙ্গা (মায়ানমার)

2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী । তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে সু কি’র দল । ফলে, ওই ঘটনা নিয়ে দেশে, বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েন সু কি । তাঁর বিরুদ্ধে দ্য হেগ-এ আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ গাম্বিয়া ।

সেনাবাহিনীর যে অফিসাররা এক সময় সু কিকে গৃহবন্দি করে রেখেছিলেন, রোহিঙ্গা গণহত্যাকাণ্ডে তাঁদেরই পক্ষ নেওয়ায় সু কি’র সমালোচনায় সরব হন তাঁর এক সময়ের কাছের মানুষজনরাও ৷

2012 সালে সুকি মায়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ,2012 সালের মে মাসে 1987 সালের পর প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে সফরে যান মনমোহন |

South Asian Politics
অভিযোগ, 2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী

2015 সালে সরকার ও 16টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়| 2015 সালেরই মে মাসে বাংলাদেশে প্রবেশ শুরু করেন রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা | রাষ্ট্রসংঘে তীব্র সমালোচনার মুখে পড়ে ৷ আন্তর্জাতিক অপরাধী আদালতে ছয় জেনারেলকে বিচারপ্রক্রিয়ার মধ্যে পড়তে হয়

2012 সালে গণমাধ্যমের উপর থেকে প্রাক-প্রকাশনা সেনসরশিপ উঠে গেছিল, সেই মায়ানমারে সুকির আমলে 2018 সালের সেপ্টেম্বরে রয়টার্স সংবাদ সংস্থার দুই সাংবাদিককে রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অপরাধে সাত বছরের জেলের সাজা দেওয়া হয় ৷ সামরিক বাহিনীর রোহিঙ্গা অত্যাচারের খবর প্রকাশই রাগের কারণ, পাল্টা জানান সাংবাদিকরা |

শ্রীলঙ্কা

2012 সালের মার্চে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন তামিল টাইগারদের সঙ্গে (LTTE) সংঘাতের কারণে যুদ্ধাপরাধীদের বিষয়ে ভেবে দেখতে বলে ও তদন্তের অনুরোধ জানায় শ্রীলঙ্কা সরকারকে

2018, অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট সিরিসেনা | রাজাপক্ষ আসেন ক্ষমতায় ৷ সাংবিধানিক টানাপোড়েনের মুখে পড়ে দেশ ৷

ভুটান

2012 সালের মার্চে সড়ক নির্মাণ নিয়ে চিনের সঙ্গে সংঘাত বাধে ভুটানের ৷

2015 জানুয়ারি, জন কেরি প্রথম স্টেট সচিব, যাঁর সঙ্গে মন্ত্রিসভা পর্যায়ের বৈঠক হয় ভুটানের প্রতিনিধির সঙ্গে ৷ ভারতেই হয় বৈঠক ৷

New Delhi, Dec 30 (ANI): As Temperature in Delhi remained on the lower levels for the past two weeks, homeless people took refuge at night shelter near Anand Vihar Inter State Bus Terminal (ISBT). Minimum temperature was recorded at 2.5 degrees Celsius in the national capital, on Dec 29. Cold waves intensified while fog canopied parts of Delhi.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.