ETV Bharat / international

থাইল্যান্ডের শপিং মলে হামলা, গুলিতে মৃত 21 - Thailand

এক জওয়ান কাঁধে বন্দুক নিয়ে শপিং মলে ঢুকে পড়ে ৷ তার আগে একটি বাড়িতেও গুলি চালায় সে ৷ তাকে ধরতে পুলিশ অভিযান চালালে ঘটনায় মৃত্যু হয় 21 জনের ৷ একজন পুলিশ কর্মীও ঘটনায় মারা যান ৷ তবে, কেন এই হামলা তা জানা যায়নি ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 9, 2020, 12:47 PM IST

নাখন রচেসিমা (থাইল্যান্ড), 9 ফেব্রুয়ারি : থাইল্যান্ডে জওয়ানের গুলি চালানোর ঘটনায় ২১ জনের মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন এক নিরাপত্তাকর্মী। জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। হামলাকারী জওয়ানের নাম জাকরাপন্থ থোম্মা। সে নাখন রচেসিমার কাছে একটি সেনা শিবিরে কাজ করত বলে থাইল্যান্ড সংবাদমাধ্যম সূত্রে খবর ৷

শনিবার বিকেল ৩টে নাগাদ শুরু হয় হামলা। ওই জওয়ান প্রথমে একটি বাড়িতে গুলি চালায় ৷ সেখান থেকে একটি সেনা শিবিরে যায় ৷ পরে নাখন রচেসিমার শপিং মল হামলা চালায় ৷ নিজের এই গতিবিধির কথা ফেসবুকে পোস্টও করতে থাকে সে। এদিকে খবর পেয়ে মলে অভিযান চালায় থাইল্যান্ড পুলিশ ৷ তখনই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ অভিযান চলাকালীন এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল৷ উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় মল থেকে অনেকগুলি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনায় কম করে 31 জন জখম হয়েছেন।

হামলা চালানোর আগে জাকরাপান্থ ফেসবুকে পোস্ট করে জানায়, সে বদলা নিতে বেরিয়েছে ৷ কিন্তু কেন এই হামলা তা খোলসা করেনি। থাইল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, "আমরা জানি না সে কেন এরকম করল ৷ তবে বোঝা যাচ্ছে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল ৷" পুলিশ ওই মলে অভিযান চালিয়ে শতাধিক মানুষকে নিরাপদে বের করে এনেছে ৷ তবে, কতজন দোকানদার বা কর্মী ওই শপিং মলে আটকে ছিলেন তা জানা যায়নি ৷

শপিং মলের ভিতরের CCTV ফুটেজ থেকে দেখা যাচ্ছে, হামলাকারী কালো জামা পরে রয়েছে ৷ সঙ্গে ছিল মাস্ক ৷ কাঁধে একটি বন্দুক ৷

শপিং মল থেকে বেঁচে বেরোতে পারলেও এখনও আতঙ্কিত 27 বছর বয়সি সুভনরত জিরাত্তানাসাকুল ৷ তিনি জানান, বারবার গুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম ৷ খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ পুলিশের আসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমরা ৷

নাখন রচেসিমা (থাইল্যান্ড), 9 ফেব্রুয়ারি : থাইল্যান্ডে জওয়ানের গুলি চালানোর ঘটনায় ২১ জনের মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন এক নিরাপত্তাকর্মী। জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। হামলাকারী জওয়ানের নাম জাকরাপন্থ থোম্মা। সে নাখন রচেসিমার কাছে একটি সেনা শিবিরে কাজ করত বলে থাইল্যান্ড সংবাদমাধ্যম সূত্রে খবর ৷

শনিবার বিকেল ৩টে নাগাদ শুরু হয় হামলা। ওই জওয়ান প্রথমে একটি বাড়িতে গুলি চালায় ৷ সেখান থেকে একটি সেনা শিবিরে যায় ৷ পরে নাখন রচেসিমার শপিং মল হামলা চালায় ৷ নিজের এই গতিবিধির কথা ফেসবুকে পোস্টও করতে থাকে সে। এদিকে খবর পেয়ে মলে অভিযান চালায় থাইল্যান্ড পুলিশ ৷ তখনই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ অভিযান চলাকালীন এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল৷ উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় মল থেকে অনেকগুলি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনায় কম করে 31 জন জখম হয়েছেন।

হামলা চালানোর আগে জাকরাপান্থ ফেসবুকে পোস্ট করে জানায়, সে বদলা নিতে বেরিয়েছে ৷ কিন্তু কেন এই হামলা তা খোলসা করেনি। থাইল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, "আমরা জানি না সে কেন এরকম করল ৷ তবে বোঝা যাচ্ছে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল ৷" পুলিশ ওই মলে অভিযান চালিয়ে শতাধিক মানুষকে নিরাপদে বের করে এনেছে ৷ তবে, কতজন দোকানদার বা কর্মী ওই শপিং মলে আটকে ছিলেন তা জানা যায়নি ৷

শপিং মলের ভিতরের CCTV ফুটেজ থেকে দেখা যাচ্ছে, হামলাকারী কালো জামা পরে রয়েছে ৷ সঙ্গে ছিল মাস্ক ৷ কাঁধে একটি বন্দুক ৷

শপিং মল থেকে বেঁচে বেরোতে পারলেও এখনও আতঙ্কিত 27 বছর বয়সি সুভনরত জিরাত্তানাসাকুল ৷ তিনি জানান, বারবার গুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম ৷ খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ পুলিশের আসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমরা ৷

Paris (France), Feb 09 (ANI): A large number of Pashtuns living in France and Europe gathered outside Pakistan embassy in Paris on February 08 to protest against the abduction of Manzoor Pashteen. Manzoor Pashteen is a human rights activist and founder of Pashtun Tahafuz Movement (PTM). Protestors chanted freedom slogans and blamed Pakistan Army for terror in the Pashtun dominated areas of Pakistan. Manzoor Pashteen was taken into custody in Peshawar along with nine others from his Pashtun Protection Movement on January 26. Pashteen has drawn tens of thousands to rallies in cities around Pakistan accusing the government and army of human rights abuses. Pashtuns living in Pakistan and across the world are protesting against the arrest of Manzoor Pashteen.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.