দিল্লি, 2 জুলাই: আক্রান্তের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও ৷ বিশ্বের 5 লাখেরও বেশি মানুষের প্রাণ কাড়ল কোরোনা ভাইরাস ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বে COVID-19 এ মৃতের সংখ্যা 5 লাখ 11 হাজার 139 জন ৷ আক্রান্ত 1 কোটি 4 লাখ 69 হাজার 281 জন ৷
মৃত 5 লাখের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অ্যামেরিকায় ৷ যুক্তরাষ্ট্রে কোরোনা প্রাণ কেড়েছে 1 লাখ 27 হাজার 410 জনের ৷ অ্যামেরিকার পর রয়েছে ব্রাজ়িল, ব্রিটেন, ভারত, পেরু ও রাশিয়া ৷ ব্রাজ়িলে মৃতের সংখ্যা 60 হাজার ছাড়িয়ে গেছে ৷ ভারতে মৃতের সংখ্যা 17 হাজার 400 ৷ ব্রিটেনে মৃতের সংখ্যাটা দাঁড়িয়েছে 43 হাজার 815 জনে ৷
গত 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজ়িলে মৃত্যু হয়েছে 1000 জনের ৷ এতে ওই দেশে মৃতের সংখ্যা 60 হাজার ছাড়িয়ে গেছে ৷ মৃতের সংখ্যা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না দেশটিতে ৷ রাজধানী রিও ডি জেনেইরোতে মৃতের সংখ্যা 10 হাজারেরও বেশি ৷ তবে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে জনপ্রিয় শহর সাউ পাওলো ৷ সংখ্যাটা 14 হাজার 700 ৷