ETV Bharat / international

কোরোনায় মৃত 1523, আক্রান্তের হার কমলেও পরিস্থিতি স্বাভাবিক নয় চিনে - নিউইয়র্ক

আজ 143 জন কোরোনা আক্রান্তের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা পৌছালো 1523-এ ৷ চিন জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 67,535 ৷

corona update
চলছে কোরোনার চিকিৎসা
author img

By

Published : Feb 15, 2020, 9:43 AM IST

Updated : Feb 15, 2020, 11:54 AM IST

বেজিং, 15 ফেব্রুয়ারি: রোগীমৃত্যু জারি থাকলেও ধীরে ধীরে কমছে কোরোনার প্রভাব ৷ গতকাল 143 জন কোরোনা আক্রান্তের মৃত্যু ঘটেছে । মোট মৃতের সংখ্যা পৌছালো 1523-এ ৷ চিনজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 67,535 ৷

বাসিন্দারা কোরোনা আক্রান্ত কিনা, তা নির্ণয়ের জন্য ফুসফুসের একটি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ছবিতে স্পষ্ট ধরা পড়ছে রোগের লক্ষণ ৷ প্রথমদিন এই পদ্ধতিতে আক্রান্তের সংখ্যা বিপুল পরিমাণে ধরা পড়লেও বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে৷ কাল নতুন করে আক্রান্ত হয়েছেন 2641 জন ৷

বাকি দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোরোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ মৃতদের মধ্যে 139 জনই হুবেইয়ের বাসিন্দা ৷ 2420 জন বাসিন্দা আক্রান্ত হয়েছে মারণ ভাইরাসে ৷ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে 1716 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন কোরোনা ভাইরাসে, তাদের মধ্যে 6জন মৃত্যু পথযাত্রী ৷ অনেকে হুবেইতে আক্রান্তদের চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ পর্যাপ্ত মাস্ক ও পোষাক না থাকাতেই তারা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷

checking for corona infected
পথচলতি মানুষদের দেহের তাপমাত্রা পরীক্ষা চলছে চিনে ৷

গতকাল 849 জন কোরোনা আক্রান্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1373 জন ৷ এখনও 11,053 জন কোরোনা আক্রান্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ 8969 জন ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছে স্বাস্থ্য কমিশন ৷

অন্যদিকে চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং ডিজিটাল প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটার ইত্যাদি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যা মহামারী পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা করতে সাহায্য করবে ৷ ইতিমধ্যেই ইউহানের হাসপাতালগুলিতে রোবট পাঠানো হয়েছে, যা রোগীদের চিকিৎসায় সাহায্য করবে ৷ চিনের বাইরে 580 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

অ্যামেরিকায় কোরোনা প্রতিরোধে এবার থেকে ফ্লু আক্রান্ত ব্যক্তিদেরও কোরোনা ভাইরাসের পরীক্ষা করা হবে বলে ঘোষণা করা হল ৷ সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC -র ন্যান্সি মেসোনিয়ার বলেন, আপাতত 5টি পাবলিক হেলথ ল্যাবের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হবে, যারা ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা করবে অসুস্থ ব্যক্তিদের ৷

লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটল,শিকাগো এবং নিউইয়র্কে বিভিন্ন ল্যাবে এই পরীক্ষাগুলি করা হবে, পরে অন্যান্য জায়গাগুলিতেও ল্যাবে এই পরীক্ষা শুরু হবে ৷ ইতিমধ্যে অ্যামেরিকাতে 15জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, 600জনকে বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে ৷

বেজিং, 15 ফেব্রুয়ারি: রোগীমৃত্যু জারি থাকলেও ধীরে ধীরে কমছে কোরোনার প্রভাব ৷ গতকাল 143 জন কোরোনা আক্রান্তের মৃত্যু ঘটেছে । মোট মৃতের সংখ্যা পৌছালো 1523-এ ৷ চিনজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 67,535 ৷

বাসিন্দারা কোরোনা আক্রান্ত কিনা, তা নির্ণয়ের জন্য ফুসফুসের একটি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ছবিতে স্পষ্ট ধরা পড়ছে রোগের লক্ষণ ৷ প্রথমদিন এই পদ্ধতিতে আক্রান্তের সংখ্যা বিপুল পরিমাণে ধরা পড়লেও বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে৷ কাল নতুন করে আক্রান্ত হয়েছেন 2641 জন ৷

বাকি দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোরোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ মৃতদের মধ্যে 139 জনই হুবেইয়ের বাসিন্দা ৷ 2420 জন বাসিন্দা আক্রান্ত হয়েছে মারণ ভাইরাসে ৷ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে 1716 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন কোরোনা ভাইরাসে, তাদের মধ্যে 6জন মৃত্যু পথযাত্রী ৷ অনেকে হুবেইতে আক্রান্তদের চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ পর্যাপ্ত মাস্ক ও পোষাক না থাকাতেই তারা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷

checking for corona infected
পথচলতি মানুষদের দেহের তাপমাত্রা পরীক্ষা চলছে চিনে ৷

গতকাল 849 জন কোরোনা আক্রান্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1373 জন ৷ এখনও 11,053 জন কোরোনা আক্রান্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ 8969 জন ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছে স্বাস্থ্য কমিশন ৷

অন্যদিকে চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং ডিজিটাল প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটার ইত্যাদি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যা মহামারী পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা করতে সাহায্য করবে ৷ ইতিমধ্যেই ইউহানের হাসপাতালগুলিতে রোবট পাঠানো হয়েছে, যা রোগীদের চিকিৎসায় সাহায্য করবে ৷ চিনের বাইরে 580 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

অ্যামেরিকায় কোরোনা প্রতিরোধে এবার থেকে ফ্লু আক্রান্ত ব্যক্তিদেরও কোরোনা ভাইরাসের পরীক্ষা করা হবে বলে ঘোষণা করা হল ৷ সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC -র ন্যান্সি মেসোনিয়ার বলেন, আপাতত 5টি পাবলিক হেলথ ল্যাবের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হবে, যারা ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা করবে অসুস্থ ব্যক্তিদের ৷

লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটল,শিকাগো এবং নিউইয়র্কে বিভিন্ন ল্যাবে এই পরীক্ষাগুলি করা হবে, পরে অন্যান্য জায়গাগুলিতেও ল্যাবে এই পরীক্ষা শুরু হবে ৷ ইতিমধ্যে অ্যামেরিকাতে 15জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, 600জনকে বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে ৷

Last Updated : Feb 15, 2020, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.