ইসলামাবাদ, 8 এপ্রিল : পাকিস্তানে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 হাজার । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 58 জনের । এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রত্যেক শীর্ষ আধিকারিক সরকারের সঙ্গে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনেরাল কোমার জাভেদ বাজওয়া ।
আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় পাকিস্তানে 208 জন নতুন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এর জেরে মোট আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে 4076 । এদের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক । এখনও পর্যন্ত মোট 58 জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন 467 জন ।
কোরোনার উপসর্গ মেলায় এখনও পর্যন্ত এখানে মোট 42 হাজার 159 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে গত 24 ঘণ্টাতেই শুধু তিন হাজার মানুষের নমুনা পরীক্ষা হয়েছে ।
প্রদেশ বা এলাকা ভিত্তিতে সরকারের ওয়েবসাইটে কোনও তথ্য না পাওয়া গেলেও পাকিস্তানের কিছু সংবাদ মাধ্য়মের থেকে জানা গেছে, পঞ্জাবে আক্রান্তের সংখ্যা 2030, সিন্ধে 986, খাইবার- পাখতুনখোওয়ায় 527, গিলগিট- বাল্টিস্তানে 212, বালচিস্তানে 206, ইসলামাবাদে 83, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 28 জন । মূলত পাকিস্তানের এই প্রদেশগুলিতেই বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন । এর মধ্যে পঞ্জাবে 50 জন বন্দী ও লাহোরে 20 জন বন্দীর দেহে কোরোনা ধরা পড়েছে ।
কোরোনা মোকাবিলায় লড়ছে পাকিস্তানও । ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইমরান খান এক সরকারি নির্দেশিকা জারি করে সকলকে জানিয়ে দিয়েছেন, যদি সেলফ আইসোলেশন ও সামাজিক দূরত্ব মেনে না চলা হয় তাহলে সংক্রমণ আরও বাড়বে । ফলে আগামীদিন সুখের হবে না ।