ETV Bharat / international

পাকিস্তানে সেনা-পুলিশের গুলির লড়াই, গৃহযুদ্ধের পরিস্থিতি

author img

By

Published : Oct 22, 2020, 7:58 PM IST

পাকিস্তান সরকার ও তাদের সংবাদ মাধ্য়মগুলি গোটা বিষয়টিকে বিশ্বের কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ তবে, এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্য়াগের দাবিতে করাচিতে কয়েক হাজার মানুষ পথে নামে ৷

cops-killed-in-conflict-between-pak-army-karachi-police
পাকসেনা ও পুলিশের গুলির লড়াই, ‘গৃহযুদ্ধ’!

করাচি, 22 অক্টোবর : পাকিস্তানে এবার গৃহযুদ্ধের পরিস্থিতি ৷ যার এক তরফে পাকিস্তান পুলিশ ৷ অন্য়দিকে, পাকিস্তান সেনা ৷ এই ঘটনায় সিন্ধপ্রদেশের 10 পুলিশকর্মীর মৃত্যু হয়েছে ৷ এমনকী পাকিস্তান সেনার 5 জন রেঞ্জার্সেরও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ৷ এই ঘটনাটি ঘটেছে 18 ও 19 অক্টোবর করাচিতে ৷ আর এই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে ইন্টারন্যাশনাল হেরাল্ডে দাবি করা হয়েছে ৷ হেরাল্ডের তরফে এও বলা হয়েছে, পাকিস্তান সরকার ও তাদের সংবাদ মাধ্য়মগুলি গোটা বিষয়টিকে বিশ্বের কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ তবে, এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্য়াগের দাবিতে করাচিতে কয়েক হাজার মানুষ পথে নামে ৷ এই মিছিলের নেতৃত্ব দেয় নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ৷

সংবাদসংস্থার দেওয়া খবর অনুযায়ী, ঘটনার সূত্রপাত যখন সিন্ধপ্রদেশের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মহম্মদ আফতাব আনওয়ারকে পাকিস্তান সেনা নিজেদের হেপাজতে নিতে আসে ৷ সে সময় পাকিস্তান রেঞ্জারদের বাধা দিতে শুরু করে সিন্ধপ্রদেশের পুলিশ ৷ যার জেরে দু’তরফের হাতাহাতি থেকে গুলি চলতে শুরু করে ৷ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের তরফে অভিযোগ উঠেছে, পাকিস্তান রেঞ্জার্স জোর করে সিন্ধপ্রদেশের IGP মুস্তাক মেহরকে দিয়ে SP-র বিরুদ্ধে FIR দায়ের করাতে চায় ৷ তিনি তা করতে রাজি না হলে, IGP-কে রেঞ্জাররা অপহরণ করে ৷

এই ঘটনা সামনে আসতেই ইমরান খানের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ৷ যার নেতৃত্বে ছিলেন, নওয়াজ শরিফের মুখপাত্র মারিয়াম নওয়াজের শওহর সফদর আওয়ান ৷ অশান্তি সৃষ্টি করার অভিযোগে তাঁকে পাকিস্তান পুলিশ গ্রেপ্তার করেছে ৷ তবে, এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান পুলিশের উচ্চপদস্থ অফিসাররা ছুটিতে যাওয়ার আর্জি জানিয়েছেন ৷ যে তালিকায় তিন অ্যাডিশনাল IG, 25 জন DIG, 30 জন SSP এবং বহু SP, DSP পদমর্যাদার অফিসাররা রয়েছেন ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের আইন ব্য়বস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে ইন্টারন্যাশনাল হেরাল্ডের তরফে দাবি করা হয়েছে ৷

করাচি, 22 অক্টোবর : পাকিস্তানে এবার গৃহযুদ্ধের পরিস্থিতি ৷ যার এক তরফে পাকিস্তান পুলিশ ৷ অন্য়দিকে, পাকিস্তান সেনা ৷ এই ঘটনায় সিন্ধপ্রদেশের 10 পুলিশকর্মীর মৃত্যু হয়েছে ৷ এমনকী পাকিস্তান সেনার 5 জন রেঞ্জার্সেরও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ৷ এই ঘটনাটি ঘটেছে 18 ও 19 অক্টোবর করাচিতে ৷ আর এই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে ইন্টারন্যাশনাল হেরাল্ডে দাবি করা হয়েছে ৷ হেরাল্ডের তরফে এও বলা হয়েছে, পাকিস্তান সরকার ও তাদের সংবাদ মাধ্য়মগুলি গোটা বিষয়টিকে বিশ্বের কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ তবে, এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্য়াগের দাবিতে করাচিতে কয়েক হাজার মানুষ পথে নামে ৷ এই মিছিলের নেতৃত্ব দেয় নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ৷

সংবাদসংস্থার দেওয়া খবর অনুযায়ী, ঘটনার সূত্রপাত যখন সিন্ধপ্রদেশের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মহম্মদ আফতাব আনওয়ারকে পাকিস্তান সেনা নিজেদের হেপাজতে নিতে আসে ৷ সে সময় পাকিস্তান রেঞ্জারদের বাধা দিতে শুরু করে সিন্ধপ্রদেশের পুলিশ ৷ যার জেরে দু’তরফের হাতাহাতি থেকে গুলি চলতে শুরু করে ৷ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের তরফে অভিযোগ উঠেছে, পাকিস্তান রেঞ্জার্স জোর করে সিন্ধপ্রদেশের IGP মুস্তাক মেহরকে দিয়ে SP-র বিরুদ্ধে FIR দায়ের করাতে চায় ৷ তিনি তা করতে রাজি না হলে, IGP-কে রেঞ্জাররা অপহরণ করে ৷

এই ঘটনা সামনে আসতেই ইমরান খানের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ৷ যার নেতৃত্বে ছিলেন, নওয়াজ শরিফের মুখপাত্র মারিয়াম নওয়াজের শওহর সফদর আওয়ান ৷ অশান্তি সৃষ্টি করার অভিযোগে তাঁকে পাকিস্তান পুলিশ গ্রেপ্তার করেছে ৷ তবে, এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান পুলিশের উচ্চপদস্থ অফিসাররা ছুটিতে যাওয়ার আর্জি জানিয়েছেন ৷ যে তালিকায় তিন অ্যাডিশনাল IG, 25 জন DIG, 30 জন SSP এবং বহু SP, DSP পদমর্যাদার অফিসাররা রয়েছেন ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের আইন ব্য়বস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে ইন্টারন্যাশনাল হেরাল্ডের তরফে দাবি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.