ETV Bharat / international

কোরোনাকে দূরে সরিয়ে ইউহান সফরে জিনপিং

কোরোনা ভাইরাসের হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিনের ইউহান প্রদেশ ৷ কোরোনা ভাইরাস উৎপত্তির পর চার মাস কেটে গিয়েছে, মারা গিয়েছেন 3136 জন ৷ অবশেষে চিনের ইউহান প্রদেশে এলাকা পরিদর্শনে আজ যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং ৷

Chinese President Xi Jinping
জিনপিং
author img

By

Published : Mar 10, 2020, 9:58 AM IST

ইউহান, 10 মার্চ: কোরোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে অবশেষে ইউহানে গেলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ কোরোনার প্রাদুর্ভাবের পর কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হওয়া ইউহানে প্রথম সফর জিনপিংয়ের ৷

গত বছর ডিসেম্বর মাসে ইউহান প্রদেশে মাছ-মাংসের বাজার থেকে ছড়িয়ে পড়ে কোরোনা ভাইরাস, যা এক মাসের মধ্যেই মহামারীর রূপ নেয় ৷ বিগত চার মাসে চিনে কোরোনা ভাইরাস হানায় মারা গিয়েছেন 3136 জন ৷ এরমধ্যে অধিকাংশই ইউহান প্রদেশের বাসিন্দা ৷ সংক্রমণ ছড়ানো রুখতে বাকি দেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ বাসিন্দা গৃহবন্দী রয়েছেন ৷

এই পরিস্থিতিতে ইউহান তথা সমগ্র দেশের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি সামাল দিতে অবশেষে মাঠে নামলেন প্রেসিডেন্ট ৷ আজ ইউহানে গেলেন শি জিনপিং ৷ তবে তিনি নিজে এই সফর নিয়ে কোনও কিছু জানাননি, চিনের একটি সংবাদমাধ্যম তার এই ইউহান সফরের বিষয়টি সামনে এনেছে ৷

চিনের সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্টের এলাকা পরিদর্শন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তবে জিনপিং পরিস্থিতি তদারকি করতে গিয়ে কী কর্মসূচি গ্রহণ করবেন, তা জানা যায়নি এখনও ৷

ইউহান, 10 মার্চ: কোরোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে অবশেষে ইউহানে গেলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ কোরোনার প্রাদুর্ভাবের পর কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হওয়া ইউহানে প্রথম সফর জিনপিংয়ের ৷

গত বছর ডিসেম্বর মাসে ইউহান প্রদেশে মাছ-মাংসের বাজার থেকে ছড়িয়ে পড়ে কোরোনা ভাইরাস, যা এক মাসের মধ্যেই মহামারীর রূপ নেয় ৷ বিগত চার মাসে চিনে কোরোনা ভাইরাস হানায় মারা গিয়েছেন 3136 জন ৷ এরমধ্যে অধিকাংশই ইউহান প্রদেশের বাসিন্দা ৷ সংক্রমণ ছড়ানো রুখতে বাকি দেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ বাসিন্দা গৃহবন্দী রয়েছেন ৷

এই পরিস্থিতিতে ইউহান তথা সমগ্র দেশের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি সামাল দিতে অবশেষে মাঠে নামলেন প্রেসিডেন্ট ৷ আজ ইউহানে গেলেন শি জিনপিং ৷ তবে তিনি নিজে এই সফর নিয়ে কোনও কিছু জানাননি, চিনের একটি সংবাদমাধ্যম তার এই ইউহান সফরের বিষয়টি সামনে এনেছে ৷

চিনের সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্টের এলাকা পরিদর্শন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তবে জিনপিং পরিস্থিতি তদারকি করতে গিয়ে কী কর্মসূচি গ্রহণ করবেন, তা জানা যায়নি এখনও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.