ETV Bharat / international

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ চিন প্রেসিডেন্টের - Chinese President Xi Jinping asks military to scale-up battle preparedness

শি জ়িনপিং তাঁদের সেনাবাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করতে বলেছেন । পাশাপাশি, প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতিকেও আরও বাড়িয়ে তোলার নির্দেশ দিয়েছেন ।

শি জ়িনপিং
শি জ়িনপিং
author img

By

Published : May 26, 2020, 11:48 PM IST

বেজিং, 26 মে : আজ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জ়িনপিং । সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সার্বভৌমত্বকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে বলেছেন তিনি । আজ একটি সভায় অংশ নেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি ।

শি জ়িনপিং তাঁদের সেনাবাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করতে বলেছেন । পাশাপাশি, প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতিকেও আরও বাড়িয়ে তোলার নির্দেশ দিয়েছেন । তৎক্ষণাৎ ও কার্যকরভাবে সকলপ্রকার জটিল পরিস্থিতি মোকাবিলা করার ও জাতীয় সার্বভৌমত্ব, সুরক্ষা ও উন্নয়নের স্বার্থকে দৃঢ়তার সঙ্গে রক্ষার জন্য আদেশ দেন ।

নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখ ও উত্তর সিকিমের কাছে একাধিক জায়গায় মুখোমুখি ভারত-চিন । 5 মে থেকেই লাদাখে ভারত-চিন সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে । 9 মে সিকিমের নাকু লা'য় মুখোমুখি সংঘর্ষ হয় দুই দেশের সেনার মধ্যে ।

বেজিং দুই-আড়াই হাজার সেনা মোতায়েন করেছে লাদাখে । সূত্রের খবর, বাঙ্কার তৈরিরও চেষ্টা চালাচ্ছে বেজিং । পালটা বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও ।

বেজিং, 26 মে : আজ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জ়িনপিং । সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সার্বভৌমত্বকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে বলেছেন তিনি । আজ একটি সভায় অংশ নেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি ।

শি জ়িনপিং তাঁদের সেনাবাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করতে বলেছেন । পাশাপাশি, প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতিকেও আরও বাড়িয়ে তোলার নির্দেশ দিয়েছেন । তৎক্ষণাৎ ও কার্যকরভাবে সকলপ্রকার জটিল পরিস্থিতি মোকাবিলা করার ও জাতীয় সার্বভৌমত্ব, সুরক্ষা ও উন্নয়নের স্বার্থকে দৃঢ়তার সঙ্গে রক্ষার জন্য আদেশ দেন ।

নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখ ও উত্তর সিকিমের কাছে একাধিক জায়গায় মুখোমুখি ভারত-চিন । 5 মে থেকেই লাদাখে ভারত-চিন সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে । 9 মে সিকিমের নাকু লা'য় মুখোমুখি সংঘর্ষ হয় দুই দেশের সেনার মধ্যে ।

বেজিং দুই-আড়াই হাজার সেনা মোতায়েন করেছে লাদাখে । সূত্রের খবর, বাঙ্কার তৈরিরও চেষ্টা চালাচ্ছে বেজিং । পালটা বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.