ETV Bharat / international

তিনিই প্রথম সতর্ক করেছিলেন, কোরোনা প্রাণ কাড়ল সেই চিকিৎসকের - মেসেজের স্ক্রিনশট

কোরোনা ভাইরাসের কথা দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন তিনি ও বাকি 7 চিকিৎসক ৷ এদিকে সংবাদ সংস্থা PTI -এর খবর, বৃহস্পতিবার কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  636-এ, আক্রান্তের সংখ্যা 31 হাজার ৷

doctor Li Wenliang
চিকিৎসক লি ওয়েনলিয়াং
author img

By

Published : Feb 7, 2020, 10:13 AM IST

Updated : Feb 7, 2020, 1:55 PM IST

বেজিং, 7 ফেব্রুয়ারি : ট্র্যাজেডি! তিনিই প্রথম কোরানা ভাইরাস সম্পর্কে সতর্ক করেছিলেন ৷ আর সেই চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের প্রাণ কেড়ে নিল কোরোনা ভাইরাসই ৷

কোরোনা ভাইরাসের কথা দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন তিনি ও বাকি 7 চিকিৎসক ৷ ইউহানের বাসিন্দা ওয়েনলিয়াং গত বছর ডিসেম্বর মাসেই বলেছিলেন রোগের লক্ষণ দেখে মনে হচ্ছে এটি কোরোনা ভাইরাস ৷ মহামারীর হাত থেকে রক্ষার জন্য সবাইকে সতর্ক করার চেষ্টাও করেছিলেন, তার বদলে পুলিশের হাতে অপদস্থ হতে হয় গুজব ছড়ানোর অভিযোগে ৷

34 বছর বয়সী লি ওয়েনলিয়াং গত বছর ডিসেম্বর মাসে চিনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ (WeChat)-এ প্রাক্তনীদের গ্রুপে একটি মেসেজ করেন যেখানে লেখা ছিল, ‘‘হাসপাতালে 7 জন রোগী ভরতি হয়েছেন সার্স রোগের উপসর্গ নিয়ে, তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষ বাকি রোগীদের থেকে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে ৷ সকলে স্থানীয় সি-ফুড মার্কেটে কাজ করতেন ’’৷ তিনি বলেন, রোগীদের পরীক্ষার রিপোর্ট দেখে মনে হচ্ছে যে এটি কোরোনা ভাইরাস, এর উপসর্গের সঙ্গে সার্স (severe acute respiratory syndrome)-এর মিল আছে যা 2003 সালে চিনে ও পরে বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং 800 জন চিনে মারা যান ৷

লি তাঁর বন্ধুদের বলেন, তারা যেন নিজের পরিজনদের ব্যক্তিগতভাবে সতর্ক করে দেয় এবং বাইরের কাউকে এই বিষয়ে না জানায় ৷ কিন্তু ওই মেসেজের স্ক্রিনশট কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ৷ কিছুদিনের মধ্যেই ইউহান পুলিশ গুজব ছড়ানোর অভিযোগ আনে এবং বাকি চিকিৎসকদের মতোই তাঁকেও পুলিশি হেনস্থার শিকার হতে হয় ৷ 8 জন চিকিৎসক যারা প্রথম কোরোনা ভাইরাসকে চিহ্নিত করতে পেরেছিলেন, তাদের মধ্যে লি ওয়েনলিয়াংঅন্যতম ৷

এদিকে সংবাদ সংস্থা PTI -এর খবর, বৃহস্পতিবার কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 636-এ, আক্রান্তের সংখ্যা 31 হাজার ৷ অন্যদিকে জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজে খোঁজ মিলল আরও 41 জনের, যাঁরা কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ এই নিয়ে কেবল ওই জাহাজেই কোরোনা আক্রান্তের সংখ্যা পৌছাল 61-তে ৷ জাপানে 25জন কোরোনা আক্রান্তের সঙ্গে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে কোরোনা আক্রান্তের সংখ্যা মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে 86-তে, যা চিনের পর সর্বোচ্চ কোরোনা আক্রান্তের সংখ্যা ৷

ব্রিটেন, জার্মানি ও ইতালিতে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মিলিয়ে ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা 31-এ পৌছালো ৷ কানাডার তরফ থেকে কাল প্রথম বিমান 176 জনকে চিন থেকে দেশে ফেরানো হল ৷ সারা বিশ্বেই ধীরে ধীরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ৷

বেজিং, 7 ফেব্রুয়ারি : ট্র্যাজেডি! তিনিই প্রথম কোরানা ভাইরাস সম্পর্কে সতর্ক করেছিলেন ৷ আর সেই চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের প্রাণ কেড়ে নিল কোরোনা ভাইরাসই ৷

কোরোনা ভাইরাসের কথা দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন তিনি ও বাকি 7 চিকিৎসক ৷ ইউহানের বাসিন্দা ওয়েনলিয়াং গত বছর ডিসেম্বর মাসেই বলেছিলেন রোগের লক্ষণ দেখে মনে হচ্ছে এটি কোরোনা ভাইরাস ৷ মহামারীর হাত থেকে রক্ষার জন্য সবাইকে সতর্ক করার চেষ্টাও করেছিলেন, তার বদলে পুলিশের হাতে অপদস্থ হতে হয় গুজব ছড়ানোর অভিযোগে ৷

34 বছর বয়সী লি ওয়েনলিয়াং গত বছর ডিসেম্বর মাসে চিনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ (WeChat)-এ প্রাক্তনীদের গ্রুপে একটি মেসেজ করেন যেখানে লেখা ছিল, ‘‘হাসপাতালে 7 জন রোগী ভরতি হয়েছেন সার্স রোগের উপসর্গ নিয়ে, তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষ বাকি রোগীদের থেকে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে ৷ সকলে স্থানীয় সি-ফুড মার্কেটে কাজ করতেন ’’৷ তিনি বলেন, রোগীদের পরীক্ষার রিপোর্ট দেখে মনে হচ্ছে যে এটি কোরোনা ভাইরাস, এর উপসর্গের সঙ্গে সার্স (severe acute respiratory syndrome)-এর মিল আছে যা 2003 সালে চিনে ও পরে বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং 800 জন চিনে মারা যান ৷

লি তাঁর বন্ধুদের বলেন, তারা যেন নিজের পরিজনদের ব্যক্তিগতভাবে সতর্ক করে দেয় এবং বাইরের কাউকে এই বিষয়ে না জানায় ৷ কিন্তু ওই মেসেজের স্ক্রিনশট কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ৷ কিছুদিনের মধ্যেই ইউহান পুলিশ গুজব ছড়ানোর অভিযোগ আনে এবং বাকি চিকিৎসকদের মতোই তাঁকেও পুলিশি হেনস্থার শিকার হতে হয় ৷ 8 জন চিকিৎসক যারা প্রথম কোরোনা ভাইরাসকে চিহ্নিত করতে পেরেছিলেন, তাদের মধ্যে লি ওয়েনলিয়াংঅন্যতম ৷

এদিকে সংবাদ সংস্থা PTI -এর খবর, বৃহস্পতিবার কোরোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 636-এ, আক্রান্তের সংখ্যা 31 হাজার ৷ অন্যদিকে জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজে খোঁজ মিলল আরও 41 জনের, যাঁরা কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ এই নিয়ে কেবল ওই জাহাজেই কোরোনা আক্রান্তের সংখ্যা পৌছাল 61-তে ৷ জাপানে 25জন কোরোনা আক্রান্তের সঙ্গে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে কোরোনা আক্রান্তের সংখ্যা মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে 86-তে, যা চিনের পর সর্বোচ্চ কোরোনা আক্রান্তের সংখ্যা ৷

ব্রিটেন, জার্মানি ও ইতালিতে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মিলিয়ে ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা 31-এ পৌছালো ৷ কানাডার তরফ থেকে কাল প্রথম বিমান 176 জনকে চিন থেকে দেশে ফেরানো হল ৷ সারা বিশ্বেই ধীরে ধীরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ৷


Auckland (New Zealand), Feb 07 (ANI): Ahead of second ODI match with New Zealand cricket team, Fielding Coach of the Indian cricket team Ramakrishnan Sridhar addressed media on February 07. While talking about the team's strategy, Sridhar praised Skipper Virat Kohli.
Last Updated : Feb 7, 2020, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.