বেজিং, 21 মে: চায়না পপুলেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (CPWF) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর যৌথ উদ্যোগে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে । কোরোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গতকাল এই ত্রাণ তহবিল গঠন করা হয় ।
প্রোগামটির নাম দেওয়া হয়েছে, COVID-19 সলিডারিটি রেসপন্স ফান্ড ফর WHO-অ্যাকশন অফ চায়না । 20টি ইন্টারনেট বেসড চায়না অনুদান সংগ্রহকারী সংস্থার মাধ্যমে ত্রাণের অর্থ সংগ্রহ করা হবে । এগুলির মধ্যে রয়েছে আলিবাবা ফাউন্ডেশন, আলিপে ফাউন্ডেশন, জ়িনহুয়ার মতো সংস্থা । WHO-এর ডিরেক্টর জেনেরাল এই পদক্ষেপকে সমর্থন করেছেন । তিনি জানিয়েছেন, এই ত্রাণ কোরোনা পরিস্থিতির মোকাবিলায় গঠন করা হল । WHO-এর এই পদক্ষেপ সবাইকে এগিয়ে আসতে অনুপ্রেরণা জোগাবে । অনুদানের টাকা বিভিন্ন দেশে কোরোনা পরিস্থিতি মোকাবিলায়, আক্রান্তদের চিকিৎসা খাতে ব্যয় করা হবে ।
13 মার্চ টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস এই ফান্ড গঠনেরা কথা ঘোষণা করেছিলেন । এই ত্রাণ তহবিল গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল । WHO-এর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে CPWF । বিশ্বব্যাপী কোরোনা পরিস্থিতি মোকাবিলায় চিনে ত্রাণ তহবিল গঠন করা হয় । CPWF-এর তরফে জানানো হয়েছে অনুদানের টাকা ধাপে ধাপে WHO-এর অ্যাকাউন্টে পাঠানো হবে । WHO ও CPWF-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য সামনে আনা হয়েছে । তহবিল গঠনের অনুষ্ঠানে চিন ও UN অফিসের পক্ষ থেকে 50জন সদস্য উপস্থিত ছিলেন ।