ETV Bharat / international

ভারতে থাকা নাগরিকদের দেশে ফেরাতে চায় চিন - lockdown update

ভারতে থাকা নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তাব দিল চিন । এই মর্মে চিনের দূতাবাসের তরফে সুরক্ষা বিষয়ক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে । যাঁরা ফিরবেন তাঁদের ওই নির্দেশিকা মানতে হবে ।

china
china
author img

By

Published : May 26, 2020, 9:59 AM IST

দিল্লি, 26 মে : ভারতে থাকা নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তাব দিল চিন । ভারতের চিনা দূতাবাসের ওয়েবসাইট ম্যান্ডারিন-এ তারা একটি নির্দেশিকা প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে, চিনের যে নাগরিকরা ভারতে রয়েছেন তাঁরা দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন । বিশেষ বিমানের টিকিট নিজেদের বুক করে দেশে ফিরতে হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনেক পর্যটক, ছাত্র ভারতে লকডাউনে আটকে রয়েছেন । আটকে পড়েছেন ব্যবসায়ীরাও, যাঁরা সাময়িককালের জন্য বাণিজ্যসূত্রে ভারতে গিয়েছিলেন । এঁদের মধ্যে যাঁরা সমস্যায় রয়েছেন বা যাঁদের দ্রুত ফিরতে হবে তাঁরা বিমানে চিন ফিরতে পারেন । চিনের বিদেশমন্ত্রক এবং অন্যান্য বিভাগ ভারতের সঙ্গে কথা বলে তাঁদের ফেরাতে পূর্ণ সহায়তা করবে ।”

এই মর্মে চিনের দূতাবাসের তরফে কোরোনা সুরক্ষা বিষয়ক নির্দেশিকাও দেওয়া হয় । যাঁরা ফিরবেন তাঁদের ওই নির্দেশিকা মানতে হবে । যাঁদের কোরোনা উপসর্গ নেই এবং যাঁরা কোরোনায় আক্রান্ত হননি, শুধুমাত্র তাঁদেরই ফেরার অনুমোদন দেওয়া হবে । যাঁরা ফিরতে পারবেন তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে ।

ভারতে কোরোনার সংক্রমণ বাড়ছে । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গতকাল 6,977জন নতুন করে কোরোনায় আক্রান্ত হন । এবং গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1.38 লাখ । বিশ্বে কোরোনা আক্রান্ত দেশের তালিকায় প্রথম 10টি দেশের মধ্যে ভারতও রয়েছে । সংক্রমণের হার বাড়ার পরই চিনের তরফে দেশের নাগরিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

দিল্লি, 26 মে : ভারতে থাকা নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তাব দিল চিন । ভারতের চিনা দূতাবাসের ওয়েবসাইট ম্যান্ডারিন-এ তারা একটি নির্দেশিকা প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে, চিনের যে নাগরিকরা ভারতে রয়েছেন তাঁরা দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন । বিশেষ বিমানের টিকিট নিজেদের বুক করে দেশে ফিরতে হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনেক পর্যটক, ছাত্র ভারতে লকডাউনে আটকে রয়েছেন । আটকে পড়েছেন ব্যবসায়ীরাও, যাঁরা সাময়িককালের জন্য বাণিজ্যসূত্রে ভারতে গিয়েছিলেন । এঁদের মধ্যে যাঁরা সমস্যায় রয়েছেন বা যাঁদের দ্রুত ফিরতে হবে তাঁরা বিমানে চিন ফিরতে পারেন । চিনের বিদেশমন্ত্রক এবং অন্যান্য বিভাগ ভারতের সঙ্গে কথা বলে তাঁদের ফেরাতে পূর্ণ সহায়তা করবে ।”

এই মর্মে চিনের দূতাবাসের তরফে কোরোনা সুরক্ষা বিষয়ক নির্দেশিকাও দেওয়া হয় । যাঁরা ফিরবেন তাঁদের ওই নির্দেশিকা মানতে হবে । যাঁদের কোরোনা উপসর্গ নেই এবং যাঁরা কোরোনায় আক্রান্ত হননি, শুধুমাত্র তাঁদেরই ফেরার অনুমোদন দেওয়া হবে । যাঁরা ফিরতে পারবেন তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে ।

ভারতে কোরোনার সংক্রমণ বাড়ছে । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গতকাল 6,977জন নতুন করে কোরোনায় আক্রান্ত হন । এবং গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1.38 লাখ । বিশ্বে কোরোনা আক্রান্ত দেশের তালিকায় প্রথম 10টি দেশের মধ্যে ভারতও রয়েছে । সংক্রমণের হার বাড়ার পরই চিনের তরফে দেশের নাগরিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.