বেজিং, 21 জুন : করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টকে আটকাতে মরিয়া চিন ৷ মাত্র পাঁচ দিনে 10 কোটিরও বেশি করোনা টিকার ডোজ দিয়ে বিশ্বে নজির গড়ল শি চিনপিংয়ের দেশ ৷ সবমিলিয়ে 100 কোটির সীমানা অতিক্রম করল চিনে করোনার টিকাকরণ ৷
করোনা প্রথম ছড়ায় চিনের ইউহান প্রদেশে ৷ তারপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে ৷ করোনা মোকাবিলায় লকডাউন থেকে শুরু করে নানা পদক্ষেপ করে দেশগুলি ৷ করোনার টিকা তৈরিতে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন দেশ ৷ এরপর টিকা এলে শুরু হয় টিকাকরণ ৷ বাজারে ভ্য়াকসিন আসা মাত্রই, দেশের প্রত্যেকটি মানুষের টিকাকরণ নিয়ে পদক্ষেপ করে চিনও ৷
আরও পড়ুন : Corona in Bengal : বাংলায় অনেকটাই কমল সংক্রমণ ও মৃত্যু
রবিবার বিশ্বে নজির গড়ল চিন ৷ গত পাঁচ দিনে 10 কোটিরও বেশি কোভিড ডোজ দেওয়া হয়েছে সেখানকার মানুষদের ৷ এমনই দাবি করা হল চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে ৷ যদিও, তারা এখনও পর্যন্ত জানায়নি ভ্যাকসিনের পুরো কোর্স সম্পূর্ণ হয়েছে কতজনের ৷
চলতি মাসের শুরু থেকেই নড়েচড়ে বসেছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন ৷ করোনার নয়া ভ্যারিয়েন্টকে যেকোনও মূল্যে আটকাতে চায় চিন ৷ আর সেই জন্যেই যে টিকাকরণের এই তৎপরতা তা বলাই বাহুল্য ৷