বেজিং, ১ অক্টোবর : জাতীয় দিবস উদযাপনের প্যারেডে নতুন ক্ষেপণাস্ত্র হাজির করল চিন । চিনে কমিউনিস্ট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে 1 অক্টোবর জাতীয় দিবস পালনের অনুষ্ঠান হয় । সেই অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে হাজির করা হয় DF-41 ক্ষেপণাস্ত্রটি । চিনের দাবি, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে 30 মিনিটেই অ্যামেরিকায় হামলা চালানো সম্ভব । DF-41 ক্ষেপণাস্ত্রটি 15 হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ।
আজ চিনের 70তম জাতীয় দিবস পালিত হয় । প্রতিবছরের মতো এবারও জাতীয় দিবসের প্যারেডে চিন তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে । যার মধ্যে অন্যতম ছিল DF-41 ক্ষেপণাস্ত্রটি । এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একসঙ্গে 10টি পরমাণু অস্ত্র (নিউক্লিয়ার ওয়ারহেড) বহন করার ক্ষমতা রয়েছে এবং সেগুলি 10টি আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । DF-41 ছাড়াও অনুষ্ঠানে ছিল অত্যাধুনিক DR-8 ড্রোন । এই ড্রোন শব্দের থেকে পাঁচগুণ গতিতে যেতে পারে ।
প্রেসিডেন্ট হিসেবে জ়ি জিনপিংয়ের এটি চতুর্থ জাতীয় দিবস । আজ বেজ়িংয়ের চ্যাং অ্যাভিনিউতে জাতীয় দিবস প্যারেডে 1 লাখ সৈন্য হেঁটেছে । তা ছাড়া 160টি যুদ্ধবিমান ও 580টি যুদ্ধসরঞ্জাম সবার সামনে হাজির করা হয় ।