ETV Bharat / international

চিনের নতুন ক্ষেপণাস্ত্র 30 মিনিটে অ্যামেরিকায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম - Xi Jinping

সাধারণ মানুষের সামনে হাজির করা হয় DF-41 ক্ষেপণাস্ত্রটি । চিনের দাবি, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে 30 মিনিটেই অ্যামেরিকায় হামলা চালানো সম্ভব । DF-41 ক্ষেপণাস্ত্রটি 15 হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ।

চিনের নতুন ক্ষেপণাস্ত্র 30 মিনিটে অ্যামেরিকায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম
author img

By

Published : Oct 1, 2019, 1:55 PM IST

বেজিং, ১ অক্টোবর : জাতীয় দিবস উদযাপনের প্যারেডে নতুন ক্ষেপণাস্ত্র হাজির করল চিন । চিনে কমিউনিস্ট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে 1 অক্টোবর জাতীয় দিবস পালনের অনুষ্ঠান হয় । সেই অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে হাজির করা হয় DF-41 ক্ষেপণাস্ত্রটি । চিনের দাবি, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে 30 মিনিটেই অ্যামেরিকায় হামলা চালানো সম্ভব । DF-41 ক্ষেপণাস্ত্রটি 15 হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ।

আজ চিনের 70তম জাতীয় দিবস পালিত হয় । প্রতিবছরের মতো এবারও জাতীয় দিবসের প্যারেডে চিন তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে । যার মধ্যে অন্যতম ছিল DF-41 ক্ষেপণাস্ত্রটি । এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একসঙ্গে 10টি পরমাণু অস্ত্র (নিউক্লিয়ার ওয়ারহেড) বহন করার ক্ষমতা রয়েছে এবং সেগুলি 10টি আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । DF-41 ছাড়াও অনুষ্ঠানে ছিল অত্যাধুনিক DR-8 ড্রোন । এই ড্রোন শব্দের থেকে পাঁচগুণ গতিতে যেতে পারে ।

প্রেসিডেন্ট হিসেবে জ়ি জিনপিংয়ের এটি চতুর্থ জাতীয় দিবস । আজ বেজ়িংয়ের চ্যাং অ্যাভিনিউতে জাতীয় দিবস প্যারেডে 1 লাখ সৈন্য হেঁটেছে । তা ছাড়া 160টি যুদ্ধবিমান ও 580টি যুদ্ধসরঞ্জাম সবার সামনে হাজির করা হয় ।

বেজিং, ১ অক্টোবর : জাতীয় দিবস উদযাপনের প্যারেডে নতুন ক্ষেপণাস্ত্র হাজির করল চিন । চিনে কমিউনিস্ট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে 1 অক্টোবর জাতীয় দিবস পালনের অনুষ্ঠান হয় । সেই অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে হাজির করা হয় DF-41 ক্ষেপণাস্ত্রটি । চিনের দাবি, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে 30 মিনিটেই অ্যামেরিকায় হামলা চালানো সম্ভব । DF-41 ক্ষেপণাস্ত্রটি 15 হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম ।

আজ চিনের 70তম জাতীয় দিবস পালিত হয় । প্রতিবছরের মতো এবারও জাতীয় দিবসের প্যারেডে চিন তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে । যার মধ্যে অন্যতম ছিল DF-41 ক্ষেপণাস্ত্রটি । এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একসঙ্গে 10টি পরমাণু অস্ত্র (নিউক্লিয়ার ওয়ারহেড) বহন করার ক্ষমতা রয়েছে এবং সেগুলি 10টি আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । DF-41 ছাড়াও অনুষ্ঠানে ছিল অত্যাধুনিক DR-8 ড্রোন । এই ড্রোন শব্দের থেকে পাঁচগুণ গতিতে যেতে পারে ।

প্রেসিডেন্ট হিসেবে জ়ি জিনপিংয়ের এটি চতুর্থ জাতীয় দিবস । আজ বেজ়িংয়ের চ্যাং অ্যাভিনিউতে জাতীয় দিবস প্যারেডে 1 লাখ সৈন্য হেঁটেছে । তা ছাড়া 160টি যুদ্ধবিমান ও 580টি যুদ্ধসরঞ্জাম সবার সামনে হাজির করা হয় ।

New Delhi, Oct 01 (ANI): Cricketer-turned-politician and Lok Sabha MP from East Delhi, Gautam Gambhir has termed Pakistan's invitation to former prime minister Manmohan Singh for the inauguration of Kartarpur Corridor a "political move", adding that it was up to the Congress party whether to send Singh to Pakistan or not. Gambhir recalled Congress leader Navjot Singh Sidhu's visit to Pakistan for foundation laying ceremony of Kartarpur Corridor, pointing to the hug between Sidhu and Pakistani Army Chief General Qamar Bajwa. Gambhir added that it was only Punjab Chief Minister Amarinder Singh who had criticised Sidhu for hugging the Pakistani Army Chief.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.