কাবুল , 24 অক্টোবর : কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে মৃত 18 ৷ আহত কমপক্ষে 57 জন ৷ আজ আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে দস্ত-ই-বারছিতে একটি জনবহুল এলাকায় একটি শিক্ষাকেন্দ্রের পাশে বিস্ফোরণটি ঘটে ৷
স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আক্রমণকারী ওই ব্যক্তি শিক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে চেষ্টা করেন ৷ কিন্তু, বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেয় ৷ বিস্ফোরণে আহত ও মৃতের সংখ্যা বাড়তেও পারে ৷ তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায়িত্ব নেয়নি ৷ যদিও পুলিশের এক মুখপাত্র জানায়, তালিবানরাই এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ৷
2018 সালে একইরকমভাবে একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে 34 জন মারা যায় ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তালিবানদের সঙ্গে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে অ্যামেরিকা ৷