থিম্পু, 6 মার্চ : ভুটানে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক অ্যামেরিকান পর্যটক ৷ এরপরই পর্যটকদের প্রবেশ আগামী 2 সপ্তাহের জন্য বন্ধ করেছে ভুটান সরকার ৷
ভুটানে ঘুরতে আসা এক অ্যামেরিকান পর্যটকের কোরোনা ভাইরাসের পরীক্ষার ফল পজ়িটিভ হওয়ায় ভুটানে ছড়াল কোরোনার আতঙ্ক ৷ মারণ ভাইরাস যাতে দেশজুড়ে না ছড়ায়, তার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে ভুটান সরকার ৷ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রথম ভুটানে কারও শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ তাই পর্যটকদের প্রবেশের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ আগামী দু'সপ্তাহের জন্য পর্যটকরা ভুটানে প্রবেশ করতে পারবেন না ৷
ভুটান অভিবাসন দপ্তরের তরফ বিমানসংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 2 সপ্তাহের জন্য কোনও পর্যটককে যেন দেশে আনা না হয় ৷
কাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভুটানেও খোঁজ মিলেছে কোরোনা ভাইরাসের ৷ আজ ভুটান স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি প্রেস বিবৃতির মাধ্যমে এই ঘটনাকে মান্যতা দেওয়া হয় ৷ প্রেস বিবৃতিতে বলা হয়, এক অ্যামেরিকান পর্যটককে COVID-19 টেস্ট করা হলে তার ফল পজ়িটিভ আসায় ভুটানে প্রথম কোরোনা রোগীকে চিহ্নিত করা হল ৷ দেশে কোরোনা সংক্রমণ রুখতে তারা কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি সরকারের তরফ থেকে ৷