ETV Bharat / international

কোরোনায় মৃত্যু বাংলাদেশের প্রতিরক্ষা সচিবের - Bangladesh defence secretary

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরির । আজ সকালে মারা যান তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 29, 2020, 2:26 PM IST

ঢাকা, 29 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরির । আজ সকালে মারা যান তিনি । সরকারি তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব সেলিনা হক জানিয়েছেন, ঢাকার মিলিটারি হাসপাতালে ভরতি ছিলেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরি । সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । আজ সকাল 9:30 নাগাদ তাঁর মৃত্যু হয় ।

অন্য এক প্রশাসনিক কর্তা জানান, আবদুল্লাহ আল মহসিন চৌধুরির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর 29 মে তিনি হাসপাতালে ভরতি হন । 6 জুন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । তখন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় । পুনরায় অবস্থার অবনতি হওয়ায় 18 জুন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । এরপর আজ সকালে তাঁর মৃত্যু হয়।

তিনি জানুয়ারিতে বাংলাদেশের প্রতিরক্ষা সচিব হন । 14 জুন তাঁকে প্রতিরক্ষা মন্ত্রকের সিনিয়র সচিব পদে উন্নতি করা হয় ।

আজ অবধি বাংলাদেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 37 হাজার 787 । মৃত্যু হয়েছে 1 হাজার 738 জনের ।

ঢাকা, 29 জুন : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরির । আজ সকালে মারা যান তিনি । সরকারি তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব সেলিনা হক জানিয়েছেন, ঢাকার মিলিটারি হাসপাতালে ভরতি ছিলেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরি । সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । আজ সকাল 9:30 নাগাদ তাঁর মৃত্যু হয় ।

অন্য এক প্রশাসনিক কর্তা জানান, আবদুল্লাহ আল মহসিন চৌধুরির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর 29 মে তিনি হাসপাতালে ভরতি হন । 6 জুন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । তখন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় । পুনরায় অবস্থার অবনতি হওয়ায় 18 জুন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । এরপর আজ সকালে তাঁর মৃত্যু হয়।

তিনি জানুয়ারিতে বাংলাদেশের প্রতিরক্ষা সচিব হন । 14 জুন তাঁকে প্রতিরক্ষা মন্ত্রকের সিনিয়র সচিব পদে উন্নতি করা হয় ।

আজ অবধি বাংলাদেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 37 হাজার 787 । মৃত্যু হয়েছে 1 হাজার 738 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.