ETV Bharat / international

বুলবুলের প্রভাবে ক্ষয়ক্ষতি বাংলাদেশেও - বাংলাদেশ সরকার 5558টি ত্রাণশিবির খুলেছিল

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বুলবুলের ধ্বংসলীলা চলে ৷ মৃত্যু হয়েছে দুজনের ৷

dd
author img

By

Published : Nov 10, 2019, 10:34 PM IST

ঢাকা , 10 নভেম্বর : আশঙ্কার অবসান ৷ কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশে অনেক বাড়ি ৷ বুলবুলের জেরে মৃত্যু হয়েছে দুজনের ৷ আহত অনেকেই ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বুলবুলের ধ্বংসলীলা চলে ৷ তবে এখন ভয় কেটে গেছে জানিয়েছে বাংলাদেশ সরকার ৷

মায়ানমারের কয়েক হাজার উদ্বাস্তু বাংলাদেশের দক্ষিণ প্রান্তে একটি উদ্বাস্তু শিবিরে থাকেন ৷ সেখানে বড় কোনও ক্ষতি হয়নি ৷ এখনও পর্যন্ত দুজনের খবর পাওয়া গেছে ৷ তাঁদের মধ্যে একজন মৎস্যজীবী ৷ বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয় ৷ অন্য এক ঘটনায় মৃত্যু হয় এক মহিলার ৷ তিনি ত্রাণ শিবির থেকে গতরাতে বাড়ি ফিরেছিলেন ৷ বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয় ৷


বাংলাদেশের 13টি উপকূলবর্তী জেলা থেকে প্রায় 2 কোটি মানুষকে শনিবার রাতে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ বাংলাদেশ সরকার 5558টি ত্রাণশিবির খুলেছিল ৷ বুলবুল যখন বাংলাদেশে ঢোকে তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার ৷ সমুদ্রে জলোচ্ছ্বাসের জেরে উপকূলের নিচু এলাকাগুলি জলমগ্ন হয় ৷ বাংলাদেশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফের তরফে রাষ্ট্রমন্ত্রী এনামুর রহমান জানান, প্রায় 1200 জন স্থানীয় পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়েছিলেন ৷ সবাইকে উদ্ধার করা হয়েছে ৷

ঢাকা , 10 নভেম্বর : আশঙ্কার অবসান ৷ কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশে অনেক বাড়ি ৷ বুলবুলের জেরে মৃত্যু হয়েছে দুজনের ৷ আহত অনেকেই ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বুলবুলের ধ্বংসলীলা চলে ৷ তবে এখন ভয় কেটে গেছে জানিয়েছে বাংলাদেশ সরকার ৷

মায়ানমারের কয়েক হাজার উদ্বাস্তু বাংলাদেশের দক্ষিণ প্রান্তে একটি উদ্বাস্তু শিবিরে থাকেন ৷ সেখানে বড় কোনও ক্ষতি হয়নি ৷ এখনও পর্যন্ত দুজনের খবর পাওয়া গেছে ৷ তাঁদের মধ্যে একজন মৎস্যজীবী ৷ বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয় ৷ অন্য এক ঘটনায় মৃত্যু হয় এক মহিলার ৷ তিনি ত্রাণ শিবির থেকে গতরাতে বাড়ি ফিরেছিলেন ৷ বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয় ৷


বাংলাদেশের 13টি উপকূলবর্তী জেলা থেকে প্রায় 2 কোটি মানুষকে শনিবার রাতে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ বাংলাদেশ সরকার 5558টি ত্রাণশিবির খুলেছিল ৷ বুলবুল যখন বাংলাদেশে ঢোকে তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার ৷ সমুদ্রে জলোচ্ছ্বাসের জেরে উপকূলের নিচু এলাকাগুলি জলমগ্ন হয় ৷ বাংলাদেশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফের তরফে রাষ্ট্রমন্ত্রী এনামুর রহমান জানান, প্রায় 1200 জন স্থানীয় পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়েছিলেন ৷ সবাইকে উদ্ধার করা হয়েছে ৷

Bhadrak (Odisha), Nov 09 (ANI): Cyclone Bulbul made a landfall in Odisha's Bhadrak today (Nov 9). Rainfall along with strong wind wreaked havoc in the district. Several trees were uprooted. Cyclone will weaken gradually, predicts India Meteorological Department.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.