ETV Bharat / international

ঢাকায় বহুতলে তীব্র বিস্ফোরণ; মৃত অন্তত 7, জখম 50

বাংলাদেশের রাজধানী ঢাকায় বহুতলে তীব্র বিস্ফোরণে (Bangladesh Blast) মৃত্যু হল অন্তত 7 জনের ৷ আহত হয়েছেন আরও 50 জন ৷ বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Bangladesh : 7 killed, 50 injured in building collapse after explosion in dhaka
ঢাকায় বহুতলে তীব্র বিস্ফোরণে মৃত অন্তত 7, জখম 50
author img

By

Published : Jun 28, 2021, 11:23 AM IST

ঢাকা, 28 জুন : বাংলাদেশে জোরালো বিস্ফোরণে (Bangladesh Blast) ভেঙে পড়ল বহুতল ৷ প্রাণ গেল অন্তত 7 জনের ৷ জখম হয়েছেন আরও 50 জন ৷ রবিবার ঢাকার (Dhaka) একটি বাণিজ্যিক বহুতলে তীব্র বিস্ফোরণ হয় ৷ তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷

ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁর কথায়, "আমরা জানতে পেরেছি যে, ওই ঘটনায় 50 জন আহত হয়েছেন ৷" তবে বিস্ফোরণের পেছনে অন্তর্ঘাতের কোনও সাক্ষ্য-প্রমাণ এখনও পুলিশের হাতে আসেনি বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনতলা বিল্ডিংয়ে বিস্ফোরণে তার আশপাশের বহুতল ও শপিং মলের কাচ ভেঙেছে, দেওয়াল ভেঙেছে ৷ বিস্ফোরণের তীব্রতা ছিল যথেষ্ট বেশি ৷ বিস্ফোরণের কারণে রাস্তার দুটি বাসও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আরও পড়ুন : Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

ঢাকা জোনের দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবাশিস বর্ধন জানিয়েছেন, ওই বহুতলে কেউ বোমা রেখেছিল কি না, অথবা সেখানে বা পার্শ্ববর্তী এলাকায় কেউ লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ কীভাবে এমন তীব্র বিস্ফোরণ ঘটল, তার তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷

ঢাকা, 28 জুন : বাংলাদেশে জোরালো বিস্ফোরণে (Bangladesh Blast) ভেঙে পড়ল বহুতল ৷ প্রাণ গেল অন্তত 7 জনের ৷ জখম হয়েছেন আরও 50 জন ৷ রবিবার ঢাকার (Dhaka) একটি বাণিজ্যিক বহুতলে তীব্র বিস্ফোরণ হয় ৷ তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷

ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁর কথায়, "আমরা জানতে পেরেছি যে, ওই ঘটনায় 50 জন আহত হয়েছেন ৷" তবে বিস্ফোরণের পেছনে অন্তর্ঘাতের কোনও সাক্ষ্য-প্রমাণ এখনও পুলিশের হাতে আসেনি বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনতলা বিল্ডিংয়ে বিস্ফোরণে তার আশপাশের বহুতল ও শপিং মলের কাচ ভেঙেছে, দেওয়াল ভেঙেছে ৷ বিস্ফোরণের তীব্রতা ছিল যথেষ্ট বেশি ৷ বিস্ফোরণের কারণে রাস্তার দুটি বাসও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আরও পড়ুন : Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

ঢাকা জোনের দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবাশিস বর্ধন জানিয়েছেন, ওই বহুতলে কেউ বোমা রেখেছিল কি না, অথবা সেখানে বা পার্শ্ববর্তী এলাকায় কেউ লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ কীভাবে এমন তীব্র বিস্ফোরণ ঘটল, তার তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.