ঢাকা, 15 সেপ্টেম্বর : স্বাধীনতার পর কেটে গেছে 48 বছর ৷ তা সত্ত্বেও ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক পিলারে লেখা ছিল পাকিস্তান ৷ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেগুলি মুছে দেওয়া হল ৷ লেখা হল বাংলাদেশ ৷
1947 সালে ভারত ভেঙে গঠিত হয় দু'টি দেশ ৷ ভারত ও পাকিস্তান ৷ বর্তমান বাংলাদেশ সেই সময় পরিচিত ছিল পূর্ব পাকিস্তান হিসেবে ৷ সেখানের শাসনব্যবস্থা পরিচালিত হত তৎকালীন পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) থেকে ৷ তখন ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমান্তে প্রায় আট হাজার পিলার বসানো হয়েছিল ৷ পিলারে লেখা ছিল "ভারত-পাকিস্তান" ৷ পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে স্বাধীনতা লাভ করে পূর্ব পাকিস্তান ৷ নতুন নাম হয় বাংলাদেশ ৷ কিন্তু, তারপরও ভারত-বাংলাদেশ সীমান্তে বসানো একাধিক পিলারে লেখা ছিল পাকিস্তান ৷ মূলত বাংলাদেশের সাতক্ষীরা, যশোহর, ছৌডাঙা, রাজশাহী, ময়মনসিং, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে ছিল এই পিলারগুলি ৷
সম্প্রতি পিলার থেকে পাকিস্তানের নাম মুছে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা ৷ এরপরই উদ্যোগী হয় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী (BGB) ৷ চিহ্নিত করা হয় পাকিস্তান লেখা পিলারগুলি ৷ কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের নাম মুছে পিলারগুলিতে লেখা হয় বাংলাদেশ ৷ সেজন্য নিজস্ব তহবিল থেকেই অর্থ খরচ করেছে BGB৷ পরে BGB-র তরফে জানানো হয়, বাংলাদেশ সীমান্তের সব পিলারগুলিতে নাম পালটে পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ করা হয়েছে ৷