ঢাকা, 2 জুলাই : করোনায় সর্বাধিক দৈনিক মৃত্যুর সাক্ষী হল বাংলাদেশ (Corona Bangladesh) ৷ বৃহস্পতিবার ওপার বাংলায় করোনার বলি হয়েছেন 143 জন ৷ মেডিক্যাল বুলেটিনে ডিরেক্টোরেট জেনারেল অফ হেল্থ সার্ভিস জানিয়েছে, গত 24 ঘণ্টায় বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়েছেন 8 হাজার 301 জন এবং মৃত্যু হয়েছে 143 জনের ৷ এর ফলে সে দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হল 14 হাজার 646 জন ৷
এর আগে ওপার বাংলায় করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছিল গত 27 জুন ৷ সে দিন মারা যান 119 জন ৷ তারপর থেকে দৈনিক সংক্রমণ রোজই 100 ছাড়িয়েছে ৷ করোনায় মোট মৃতের 47 শতাংশ চলতি বছরের প্রথম 6 মাসেই হয়েছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন ৷
বাংলাদেশে চলতি বছর 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত করোনায় প্রাণ গিয়েছে 6 হাজার 944 জনের ৷ আর তার আগের 10 মাসে সেখানে করোনায় মারা গিয়েছেন 7 হাজার 702 জন ৷ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস ধরা পড়েছিল 2020 সালের 8 মার্চ ৷ এপ্রিলে সর্বাধিক মৃত্যু হয়, 2 হাজার 404 জনের ৷
আরও পড়ুন: উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের
আগামী কয়েক সপ্তাহে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের প্রশাসন ৷ এ জন্য জারি করা হয়েছে লকডাউন ৷ সরকারি বিবৃতি দিয়ে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ রোজকার সড়ক, রেল ও জল পরিবহণ ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে ৷ বিধিনিষেধ জারি করা হয়েছে শপিং মল, পর্যটন স্থল, কমিউনিটি সেন্টার, সামাজিক ও ধর্মীয় স্থানগুলিতেও ৷
আরও পড়ুন: বাসে বাদুড়ঝোলা ভিড়ে উধাও করোনা বিধি, মুখ্যমন্ত্রী শুনছেন...
লকডাউন যাতে মেনে চলা হয়, স্থানীয় প্রশাসনের পাশাপাশি তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকেও ৷ 17 জুলাই পর্যন্ত আপাতত লকডাউন চলবে বলে জানানো হয়েছে ৷ প্রয়োজনে তা আরও বাড়ানো হবে ৷ ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই নতুন করে করোনার প্রকোপ বেড়েছে বলে মনে করছেন আধিকারিকরা ৷ পরিস্থিতি উদ্বেগজনক ঢাকা, খুলনা, রাজশাহী ও অন্যান্য বেশকয়েকটি জেলায় ৷