ETV Bharat / international

আজ ভারতে বাংলাদেশের বিদেশমন্ত্রী, শনিবার সাক্ষাৎ জয়শংকরের সঙ্গে

author img

By

Published : Dec 12, 2019, 3:49 AM IST

দু'দিনের ভারত সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷

বাংলাদেশ বিদেশমন্ত্রী ভারত সফর
বাংলাদেশ বিদেশমন্ত্রী ভারত সফর

দিল্লি, 12 ডিসেম্বর : আজ ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ ঠিক তার পরেই বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এমনই মনে করছে রাজনৈতিক মহল ৷

দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন মোমেন ৷ শনিবার অর্থাৎ 14 ডিসেম্বর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷ সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে এসে জানিয়েছিলেন, NRC বা জাতীয় নাগরিকপঞ্জি ভারতের 'অভ্যন্তরীণ বিষয়' ৷ এ প্রসঙ্গে তাঁকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু দ্রুত ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল ( CAB) পাশের পর আসলে ঢাকার দুশ্চিন্তা বেড়েছে, তাই সে দেশের বিদেশমন্ত্রী ভারত সফরে আসছেন বলে মনে করা হচ্ছে ৷

বাংলাদেশের বিদেশমন্ত্রী যদিও সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, বাংলাদেশের অনেক জরুরি সিদ্ধান্তই নানা ধর্মের মানুষই নিয়েছেন ৷ CAB প্রসঙ্গে তিনি বলেন, ''ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের যে একটি নিজস্ব চরিত্র রয়েছে, তা দুর্বল হতে পারে এই বিলের ফলে ৷''

দ্বিপাক্ষিক চুক্তির স্বর্ণযুগ চলছে, এমনই বলেন মোমেন ৷ ভারতকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন তিনি৷ বাংলাদেশের মনে আশঙ্কা তৈরি হবে, এমন কিছু ভারত করতে পারেনা, এমনও মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের বিদেশমন্ত্রী ৷

একাংশ বলছে, ঢাকার চিন্তার বিষয় অসমে শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রীর তরফে বারবার বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে আশঙ্কার কোনও কারণ নেই ৷ কিন্তু শরণার্থী সমস্যায় জর্জরিত বাংলাদেশকে নিয়ে এমনিতেই চিন্তায় হাসিনা সরকার ৷ এর মধ্যে CAB-এর জেরে ফের বাংলাদেশে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকলে তা সে দেশের জাতীয় রাজনীতির পক্ষে যথেষ্ট চিন্তার ৷ এ ছাড়াও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগও রয়েছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে ৷ তাই সবমিলিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

দিল্লি, 12 ডিসেম্বর : আজ ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ ঠিক তার পরেই বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এমনই মনে করছে রাজনৈতিক মহল ৷

দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন মোমেন ৷ শনিবার অর্থাৎ 14 ডিসেম্বর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷ সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে এসে জানিয়েছিলেন, NRC বা জাতীয় নাগরিকপঞ্জি ভারতের 'অভ্যন্তরীণ বিষয়' ৷ এ প্রসঙ্গে তাঁকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু দ্রুত ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল ( CAB) পাশের পর আসলে ঢাকার দুশ্চিন্তা বেড়েছে, তাই সে দেশের বিদেশমন্ত্রী ভারত সফরে আসছেন বলে মনে করা হচ্ছে ৷

বাংলাদেশের বিদেশমন্ত্রী যদিও সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, বাংলাদেশের অনেক জরুরি সিদ্ধান্তই নানা ধর্মের মানুষই নিয়েছেন ৷ CAB প্রসঙ্গে তিনি বলেন, ''ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের যে একটি নিজস্ব চরিত্র রয়েছে, তা দুর্বল হতে পারে এই বিলের ফলে ৷''

দ্বিপাক্ষিক চুক্তির স্বর্ণযুগ চলছে, এমনই বলেন মোমেন ৷ ভারতকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন তিনি৷ বাংলাদেশের মনে আশঙ্কা তৈরি হবে, এমন কিছু ভারত করতে পারেনা, এমনও মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের বিদেশমন্ত্রী ৷

একাংশ বলছে, ঢাকার চিন্তার বিষয় অসমে শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রীর তরফে বারবার বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে আশঙ্কার কোনও কারণ নেই ৷ কিন্তু শরণার্থী সমস্যায় জর্জরিত বাংলাদেশকে নিয়ে এমনিতেই চিন্তায় হাসিনা সরকার ৷ এর মধ্যে CAB-এর জেরে ফের বাংলাদেশে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকলে তা সে দেশের জাতীয় রাজনীতির পক্ষে যথেষ্ট চিন্তার ৷ এ ছাড়াও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগও রয়েছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে ৷ তাই সবমিলিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

New Delhi, Dec 11 (ANI): Union Law and Justice Ravi Shankar Prasad in Rajya Sabha during discussion on Citizenship (Amendment) Bill 2019, said that all the bills of BJP Government are brought to the House only after they are vetted by the law and legislative department.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.