ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যু

author img

By

Published : Mar 18, 2020, 6:28 PM IST

কোরোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হল বাংলাদেশে ৷

image
বাংলাদেশে প্রথম মৃত্যু

ঢাকা, 18 মার্চ : কোরোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্য়ু হল এক বৃদ্ধের ৷ বয়স 70 বছর ৷ তিনি হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবেটিস ও হাইপারটেনশনেও ভুগছিলেন ৷

সম্প্রতি এক ব্যক্তি বিদেশ থেকে ফিরেছিলেন । তিনি কোরোনায় আক্রান্ত হন । আর তাঁর সংস্পর্শে এসেই ওই বৃদ্ধও এই ভাইরাসে আক্রান্ত হন বলে জানা গেছে ৷ ইনস্টিটিউট অফ এপিডিমোলোজি, ডিজ়িজ কন্ট্রোল এবং রিসার্চের ডিরেক্টর মীরজাদা সাবরিনা ফ্লোরা বলে, ‘‘ গত 24 ঘণ্টায় বাংলাদেশে আরও চারজনের দেহে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 14 ৷ এদের মধ্যে 3 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ আরও 16 জনকে আইসোলেশনে রাখা হয়েছে ৷

ডাঃ ফ্লোরা আরও বলেন, ‘‘গত 24 ঘণ্টায় 42 জনকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে এবং 49 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷৷’’

বিমান বাংলাদেশের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীন 6টি বিমান ও এবং একটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে ৷ যদিও আগে আরও বিমান বাতিল করা হয়েছিল ৷

ঢাকা, 18 মার্চ : কোরোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্য়ু হল এক বৃদ্ধের ৷ বয়স 70 বছর ৷ তিনি হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবেটিস ও হাইপারটেনশনেও ভুগছিলেন ৷

সম্প্রতি এক ব্যক্তি বিদেশ থেকে ফিরেছিলেন । তিনি কোরোনায় আক্রান্ত হন । আর তাঁর সংস্পর্শে এসেই ওই বৃদ্ধও এই ভাইরাসে আক্রান্ত হন বলে জানা গেছে ৷ ইনস্টিটিউট অফ এপিডিমোলোজি, ডিজ়িজ কন্ট্রোল এবং রিসার্চের ডিরেক্টর মীরজাদা সাবরিনা ফ্লোরা বলে, ‘‘ গত 24 ঘণ্টায় বাংলাদেশে আরও চারজনের দেহে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 14 ৷ এদের মধ্যে 3 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ আরও 16 জনকে আইসোলেশনে রাখা হয়েছে ৷

ডাঃ ফ্লোরা আরও বলেন, ‘‘গত 24 ঘণ্টায় 42 জনকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে এবং 49 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷৷’’

বিমান বাংলাদেশের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীন 6টি বিমান ও এবং একটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে ৷ যদিও আগে আরও বিমান বাতিল করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.