ETV Bharat / international

উঠল নিষেধাজ্ঞা, ভারত থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাল বিমান - arrivals will quarantine

শুক্রবার রাতে ভারতে বিমান যাতায়াতের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় অস্ট্রেলিয়ার মরিসন সরকার ৷ নিউ দিল্লি থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের নিয়ে শনিবার সকালেই দেশে পৌঁছাল বিমান ৷ তবে বাদ পড়েছেন 72 জন ৷

স্কট মরিসন
স্কট মরিসন
author img

By

Published : May 15, 2021, 12:38 PM IST

নিউ দিল্লি, 15 মে : অবশেষে ভারত থেকে 70 জন অস্ট্রেলিয়াবাসীকে নিয়ে দেশের উত্তরে ডারউইনে নামল অস্ট্রেলিয়ার বিমান ৷ ভারতে বিমান যাতায়াত নিষিদ্ধ করার পর আজ সকালে প্রথম নিউ দিল্লি থেকে বিমান গেল অস্ট্রেলিয়ায় ৷

তবে, অস্ট্রেলিয়াগামী যাত্রীদের তালিকা থেকে বাদ পড়েছেন 72 জন ৷ এঁদের মধ্যে 48 জনের করোনা পজিটিভ ধরা পড়ে, আর বাকিরা সংক্রামিতদের সংস্পর্শে থাকায় তাঁরাও ওই বিমানে জায়গা পাননি ৷

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির স্বাস্থ্য মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক ভাবে 150 জন যাত্রীকে নিয়ে আসার পরিকল্পনা ছিল ৷ আবারো করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত সংক্রামিত আর তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের আপাতত ভারতেই থাকতে হবে ৷ দেশে ফেরার পরেও অন্ততপক্ষে দু'সপ্তাহের জন্য যাত্রীদের হাওয়ার্ড স্প্রিংয়ের কোয়ারানটিন কেন্দ্রে থাকতে হবে ৷

আরো পড়ুন : চার হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

এই মাসের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা নিষিদ্ধ করা নিয়ে দেশের ভেতরে এবং ভারতে থাকা অস্ট্রেলিয়াবাসীদের প্রবল সমালোচনার মুখে পড়ে মরিসন সরকার ৷ শুক্রবার রাতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন ৷

অনুমান ভারতে 9000 অস্ট্রেলিয়াবাসী রয়েছেন ৷ গত বছরের মার্চ থেকেই বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ট্রেলিয়াবাসীদের দেশের বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করেছে প্রশাসন ৷ এখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর ঘটনা না ঘটলেও, হোটেল কোয়ারান্টিন কেন্দ্রে বহু জায়গায় অনেকেই সংক্রামিত হয়েছেন, যার জেরে লকডাউন জারি করতে হয়েছিল সরকারকে ৷

নিউ দিল্লি, 15 মে : অবশেষে ভারত থেকে 70 জন অস্ট্রেলিয়াবাসীকে নিয়ে দেশের উত্তরে ডারউইনে নামল অস্ট্রেলিয়ার বিমান ৷ ভারতে বিমান যাতায়াত নিষিদ্ধ করার পর আজ সকালে প্রথম নিউ দিল্লি থেকে বিমান গেল অস্ট্রেলিয়ায় ৷

তবে, অস্ট্রেলিয়াগামী যাত্রীদের তালিকা থেকে বাদ পড়েছেন 72 জন ৷ এঁদের মধ্যে 48 জনের করোনা পজিটিভ ধরা পড়ে, আর বাকিরা সংক্রামিতদের সংস্পর্শে থাকায় তাঁরাও ওই বিমানে জায়গা পাননি ৷

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির স্বাস্থ্য মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক ভাবে 150 জন যাত্রীকে নিয়ে আসার পরিকল্পনা ছিল ৷ আবারো করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত সংক্রামিত আর তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের আপাতত ভারতেই থাকতে হবে ৷ দেশে ফেরার পরেও অন্ততপক্ষে দু'সপ্তাহের জন্য যাত্রীদের হাওয়ার্ড স্প্রিংয়ের কোয়ারানটিন কেন্দ্রে থাকতে হবে ৷

আরো পড়ুন : চার হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

এই মাসের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা নিষিদ্ধ করা নিয়ে দেশের ভেতরে এবং ভারতে থাকা অস্ট্রেলিয়াবাসীদের প্রবল সমালোচনার মুখে পড়ে মরিসন সরকার ৷ শুক্রবার রাতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন ৷

অনুমান ভারতে 9000 অস্ট্রেলিয়াবাসী রয়েছেন ৷ গত বছরের মার্চ থেকেই বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ট্রেলিয়াবাসীদের দেশের বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করেছে প্রশাসন ৷ এখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর ঘটনা না ঘটলেও, হোটেল কোয়ারান্টিন কেন্দ্রে বহু জায়গায় অনেকেই সংক্রামিত হয়েছেন, যার জেরে লকডাউন জারি করতে হয়েছিল সরকারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.