ETV Bharat / international

জল বাঁচাতে 10 হাজার উট মারার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার - 10 হাজার উট মারার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

এলাকার সমস্ত জলের ভাঁড়ার একের পর এক খালি করে এবার ঘরে ঢুকছে উট । তাই জল বাঁচাতে 10,000 উট মারার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া প্রশাসন।

ছবি
ছবি
author img

By

Published : Jan 8, 2020, 6:43 PM IST

সিডনি, 8 জানুয়ারি : একে দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া । তার উপর খরার কবলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল । এই মুহূর্তে স্থানীয়দের শত্রু হয়ে দাঁড়িয়েছে উট । এলাকার সমস্ত জলের ভাঁড়ার একের পর এক খালি করে দিচ্ছে উটগুলি । এমনকী জলের সন্ধানে ঘরেও ঢুকে পড়ছে । তাই জল বাঁচাতে এবার উট নিধনের সিদ্ধান্ত প্রশাসনের ।

নভেম্বর থেকে দাবানলের কবলে অস্ট্রেলিয়া । 47 কোটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে ৷ ১৪০০-র বেশি বাড়ি পুড়ে গেছে ৷ এর মাঝেই উটের উপদ্রব । স্থানীয়দের তরফে জানা গেছে, এলাকার জলাশয় ছেড়ে এবার বেড়া ভেঙে ঘরের মধ্যে হানা দিচ্ছে উটগুলি । এমনকী ঘাড় বাড়িয়ে AC-র জল পর্যন্ত খাওয়ার চেষ্টা করছে । এছাড়াও বছরে প্রায় একটন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ মিথেন গ্যাস নির্গমন করে উট । যা উষ্ণায়নের পরিমাণ বাড়াচ্ছে ।

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের স্থানীয় সরকার কর্তৃপক্ষ আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা (APY)-র সদস্য মেরিতা বাকের জানান, প্রচণ্ড গরমে স্থানীয়দের অস্বস্তিতে বেড়েছে । এর মধ্যে উটগুলি নতুন করে চিন্তা বাড়াচ্ছে ।

উট মারতে আজ থেকেই পাঁচদিনের অভিযান শুরু হয়েছে । হেলিকপ্টার পাঠিয়ে মোট 10,000 উটকে মারা হবে ।

সিডনি, 8 জানুয়ারি : একে দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া । তার উপর খরার কবলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল । এই মুহূর্তে স্থানীয়দের শত্রু হয়ে দাঁড়িয়েছে উট । এলাকার সমস্ত জলের ভাঁড়ার একের পর এক খালি করে দিচ্ছে উটগুলি । এমনকী জলের সন্ধানে ঘরেও ঢুকে পড়ছে । তাই জল বাঁচাতে এবার উট নিধনের সিদ্ধান্ত প্রশাসনের ।

নভেম্বর থেকে দাবানলের কবলে অস্ট্রেলিয়া । 47 কোটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে ৷ ১৪০০-র বেশি বাড়ি পুড়ে গেছে ৷ এর মাঝেই উটের উপদ্রব । স্থানীয়দের তরফে জানা গেছে, এলাকার জলাশয় ছেড়ে এবার বেড়া ভেঙে ঘরের মধ্যে হানা দিচ্ছে উটগুলি । এমনকী ঘাড় বাড়িয়ে AC-র জল পর্যন্ত খাওয়ার চেষ্টা করছে । এছাড়াও বছরে প্রায় একটন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ মিথেন গ্যাস নির্গমন করে উট । যা উষ্ণায়নের পরিমাণ বাড়াচ্ছে ।

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের স্থানীয় সরকার কর্তৃপক্ষ আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা (APY)-র সদস্য মেরিতা বাকের জানান, প্রচণ্ড গরমে স্থানীয়দের অস্বস্তিতে বেড়েছে । এর মধ্যে উটগুলি নতুন করে চিন্তা বাড়াচ্ছে ।

উট মারতে আজ থেকেই পাঁচদিনের অভিযান শুরু হয়েছে । হেলিকপ্টার পাঠিয়ে মোট 10,000 উটকে মারা হবে ।

Shimla (Himachal Pradesh), Nov 08 (ANI): 10 trade unions have called for 'Bharat Bandh' on January 08 to protest against the "anti-worker" policies of the central government. Despite continuous snowfall in Shimla, Centre of Indian Trade Unions (CITU) came out on streets to show their support for 'Bharat Bandh' in the hilly region. Demonstrators held red flags to mark the protest. 'Bharat Bandh' has been called against the "anti-worker policies of BJP government".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.