কাবুল, 27 অক্টোবর : আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা । আজ পূর্ব আফগানিস্তানে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা । নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে চার জঙ্গির মৃত্যু হয় ।
তিন সাধারণ বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর । আহতদের স্থানীয় খোস্ত হাসপাতলে ভরতি করা হয়েছে । হাসপাতালের প্রধান বলেন, “তিজনের মৃত্যু হয়েছে । 33 জন আহত । এদের মধ্যে সেনা জওয়ান ও সাধারণ নাগরিক রয়েছেন ।”
আজ পূর্ব আফগানিস্তানের খোস্ত এলাকায় পরপর দু'টি আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা । সম্প্রতি আফগান সরকার ঘোষণা করে, তালিবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলবে । এদিকে রাষ্ট্রসংঘের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে । সেই রিপোর্টে বলা হয়েছে, গত বছরের তুলনায় আফগানিস্তানে জঙ্গি হামলায় সাধারণ মানুষের মৃত্যু অনেক কমেছে । কোনও জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি ।