ETV Bharat / international

করাচিতে বহুতলে বিস্ফোরণে মৃত 5, আহত 20 - করাচিতে বিস্ফোরণে

আবার করাচিতে বিস্ফোরণ । একটি বহুতলে আজ বিস্ফোরণ হয় । অন্তত 5 জনের মৃত্যু হয়েছে ।

SSS
SS
author img

By

Published : Oct 21, 2020, 7:25 PM IST

করাচি, 21 অক্টোবর : করাচিতে আবার বিস্ফোরণ । আজ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে । আহত 20 । তাদের প্যাটেল হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গুলশন-ই-ইকবাল এলাকায় মস্কান চৌরঙ্গির কাছে একটি বহুতলে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ ঘটে বহুতলের তিন তলায় । যদিও এখনও বিস্ফোরণের আসল কারণ জানা যায়নি ।

তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্যাস লিকেজের কারণেই এই বিস্ফোরণ হয় । সেই এলাকায় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি । যদিও বিস্ফোরণ স্থানে যায় বম্ব-স্কোয়াডের একটি দল । তারা বিস্ফোরণের আসল কারণ খতিয়ে দেখে । সেখান থেকে স্টোভের বার্নার এবং ধাতব কয়েকটি টুকরো পাওয়া যায় ।

করাচির অ্যাডমিনিস্ট্রেটর ইফতিকর শালওয়ানি জানান, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিস্ফোরণের কারণ নির্দিষ্টভাবে বলা যায় না । পাকিস্তান পিপলস পার্টির মন্ত্রী সঈদ ঘানি বিস্ফোরণস্থান পর্যবেক্ষণ করেন । তিনিও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এর সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কি না ।

ওই স্থানের কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, সেই বহুতলটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত । বিস্ফোরণ এতই তীব্র ছিল যে, আশপাশের বাড়িগুলির কাচের জানালা ভেঙে পড়ে । গাড়িগুলিরও ক্ষতি হয় ।

সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহও করাচি কমিশনারকে বিস্ফোরণের বিস্তারিত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন ।

এর আগে মঙ্গলবারও বিস্ফোরণ হয় পাকিস্তানে । করাচিতেই একটি বাস টার্মিনালে বিস্ফোরণ হয় । বাস টার্মিনালে ঢোকার মুখে বোমা রাখা ছিল ।

করাচি, 21 অক্টোবর : করাচিতে আবার বিস্ফোরণ । আজ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে । আহত 20 । তাদের প্যাটেল হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গুলশন-ই-ইকবাল এলাকায় মস্কান চৌরঙ্গির কাছে একটি বহুতলে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ ঘটে বহুতলের তিন তলায় । যদিও এখনও বিস্ফোরণের আসল কারণ জানা যায়নি ।

তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্যাস লিকেজের কারণেই এই বিস্ফোরণ হয় । সেই এলাকায় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি । যদিও বিস্ফোরণ স্থানে যায় বম্ব-স্কোয়াডের একটি দল । তারা বিস্ফোরণের আসল কারণ খতিয়ে দেখে । সেখান থেকে স্টোভের বার্নার এবং ধাতব কয়েকটি টুকরো পাওয়া যায় ।

করাচির অ্যাডমিনিস্ট্রেটর ইফতিকর শালওয়ানি জানান, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিস্ফোরণের কারণ নির্দিষ্টভাবে বলা যায় না । পাকিস্তান পিপলস পার্টির মন্ত্রী সঈদ ঘানি বিস্ফোরণস্থান পর্যবেক্ষণ করেন । তিনিও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এর সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কি না ।

ওই স্থানের কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, সেই বহুতলটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত । বিস্ফোরণ এতই তীব্র ছিল যে, আশপাশের বাড়িগুলির কাচের জানালা ভেঙে পড়ে । গাড়িগুলিরও ক্ষতি হয় ।

সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহও করাচি কমিশনারকে বিস্ফোরণের বিস্তারিত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন ।

এর আগে মঙ্গলবারও বিস্ফোরণ হয় পাকিস্তানে । করাচিতেই একটি বাস টার্মিনালে বিস্ফোরণ হয় । বাস টার্মিনালে ঢোকার মুখে বোমা রাখা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.