ETV Bharat / international

মায়ানমারে খনিতে ধস নেমে মৃত কমপক্ষে 96 - ধস

উত্তর মায়ানমারের একটি খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে 96জনের ৷ ভারী বৃষ্টির কারণে খনিতে ধস নামে এবং বহু শ্রমিক খনির তলায় চাপা পড়ে যান ৷

মায়ানমারে খনিতে ধস
মায়ানমারে খনিতে ধস
author img

By

Published : Jul 2, 2020, 12:52 PM IST

Updated : Jul 2, 2020, 1:36 PM IST

নেপিদ, 2 জুলাই : উত্তর মায়ানমারের একটি খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে 96 জনের ৷ এখনও অনেকেই খনিতে আটকে রয়েছেন বলে খবর ৷ ঘটনাস্থানে পৌঁছেছে দমকল বিভাগ ৷

উত্তর মায়ানমারের কচিন রাজ্যের পাকান্ত এলাকায় জেড পাথরের খনি রয়েছে ৷ সেখানে শ্রমিকরা এই পাথর সংগ্রহের কাজ করেন ৷ সেদেশের দমকল বিভাগের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে খনিতে ধস নামে এবং বহু শ্রমিক খনির তলায় চাপা পড়ে যান ৷

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, "এখনও পর্যন্ত 96জনের দেহ উদ্ধার হয়েছে ৷ আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি ৷" মায়ানমারের এই পাকান্ত এলাকায় ধস নামা বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় ৷

নেপিদ, 2 জুলাই : উত্তর মায়ানমারের একটি খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে 96 জনের ৷ এখনও অনেকেই খনিতে আটকে রয়েছেন বলে খবর ৷ ঘটনাস্থানে পৌঁছেছে দমকল বিভাগ ৷

উত্তর মায়ানমারের কচিন রাজ্যের পাকান্ত এলাকায় জেড পাথরের খনি রয়েছে ৷ সেখানে শ্রমিকরা এই পাথর সংগ্রহের কাজ করেন ৷ সেদেশের দমকল বিভাগের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে খনিতে ধস নামে এবং বহু শ্রমিক খনির তলায় চাপা পড়ে যান ৷

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, "এখনও পর্যন্ত 96জনের দেহ উদ্ধার হয়েছে ৷ আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি ৷" মায়ানমারের এই পাকান্ত এলাকায় ধস নামা বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় ৷

Last Updated : Jul 2, 2020, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.