ETV Bharat / international

445 জন অবৈধ অনুপ্রবেশকারী আটক বাংলাদেশে, তথ্য দিল BGB - BGB প্রধান সফিনুল্লা ইসলাম

গত দু'মাসে ভারতে অন্যায়ভাবে প্রবেশ করা প্রায় 445 জন বাংলাদেশিকে চিহ্নিত করে তাদের আটক করা হয়েছে । বাংলাদেশের BGB প্রধান সাংবাদিক বৈঠকে এই তথ্য প্রকাশ করেছেন। BGB প্রধান বলেন, NRC ভারতের অভ্যন্তরীণ বিষয় ।

445 trespassers trying to return to Bangladesh
BGB প্রধান সফিনুল্লা ইসলাম
author img

By

Published : Jan 3, 2020, 12:46 PM IST

ঢাকা, 3 জানুয়ারি : গত দু'মাসে ভারতে প্রবেশ করা প্রায় 445 জন বাংলাদেশিকে চিহ্নিত করে আটক করা হয়েছে । বৃহস্পতিবার বাংলাদেশের আধাসামরিক বাহিনী (BGB) প্রধান শাফিনুল ইসলাম জানান, 2019 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ধরা পড়েছেন ৪৪৫ জন। কার্যত NRC-CAA ইশুতে ভারত থেকে বাংলাদেশে ফেরার তাড়া শুরু হয়েছে, তা একপ্রকার স্বীকারই করে নিল বাংলাদেশ ৷

তিনি বলেন, "অনৈতিক ভাবে ভারত থেকে সীমান্ত পারের জন্য 2019 সালে প্রায় 1হাজার জন মানুষকে আটক করা হয় । এঁদের মধ্যে গত দু'মাসেই প্রায় ৪৪৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে । " যদিও তিনি দাবি করেছেন, NRC বা CAA-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তাঁর দেওয়া সংশোধিত তথ্য ইঙ্গিত দিল উল্টোটাই ৷

স্থানীয় প্রতিনিধিদের দিয়ে তাঁদের পরিচয়পত্র পরীক্ষার পর BGB বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতে অন্য়ায়ভাবে প্রবেশের জন্য মোট ২৫৩টি মামলা রুজু করা হয়েছে ৷ এ কথা উল্লেখ করে BGB-র অধিকর্তা BSF-এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ৷

গত সপ্তাহে, ইসলাম ভারত সফর করেছিলেন । ভারতে এসে তিনি বলেন যে NRC ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই বিষয়ে তাঁরা কোনও মন্তব্য় করবেনা । তিনি বলেন, BGB তার নীতি অনুসারে অবৈধভাবে সীমান্ত পারাপার রুখতে কাজ চালিয়ে যাবে ।

ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) সাথে ডিজি-পর্যায়ের সীমান্ত আলোচনা করতে ইসলামের নেতৃত্বে BGB-র প্রতিনিধি দল ভারত সফর করে । 26 থেকে-29 ডিসেম্বর বেশ কিছু বিষয়ে বৈঠকও হয় । আলোচনায় ঠিক হয়, 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর চোরাচালান এবং অপরাধমূলক ঘটনা প্রতিরোধে তারা কাজ করবে । এই প্রসঙ্গে BGB প্রধান শাফিনুল্লা ইসলাম বলেন, "NRC ইশু নিয়ে সম্মেলনে কোনও আলোচনা হয়নি।"

ঢাকা, 3 জানুয়ারি : গত দু'মাসে ভারতে প্রবেশ করা প্রায় 445 জন বাংলাদেশিকে চিহ্নিত করে আটক করা হয়েছে । বৃহস্পতিবার বাংলাদেশের আধাসামরিক বাহিনী (BGB) প্রধান শাফিনুল ইসলাম জানান, 2019 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ধরা পড়েছেন ৪৪৫ জন। কার্যত NRC-CAA ইশুতে ভারত থেকে বাংলাদেশে ফেরার তাড়া শুরু হয়েছে, তা একপ্রকার স্বীকারই করে নিল বাংলাদেশ ৷

তিনি বলেন, "অনৈতিক ভাবে ভারত থেকে সীমান্ত পারের জন্য 2019 সালে প্রায় 1হাজার জন মানুষকে আটক করা হয় । এঁদের মধ্যে গত দু'মাসেই প্রায় ৪৪৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে । " যদিও তিনি দাবি করেছেন, NRC বা CAA-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তাঁর দেওয়া সংশোধিত তথ্য ইঙ্গিত দিল উল্টোটাই ৷

স্থানীয় প্রতিনিধিদের দিয়ে তাঁদের পরিচয়পত্র পরীক্ষার পর BGB বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতে অন্য়ায়ভাবে প্রবেশের জন্য মোট ২৫৩টি মামলা রুজু করা হয়েছে ৷ এ কথা উল্লেখ করে BGB-র অধিকর্তা BSF-এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ৷

গত সপ্তাহে, ইসলাম ভারত সফর করেছিলেন । ভারতে এসে তিনি বলেন যে NRC ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই বিষয়ে তাঁরা কোনও মন্তব্য় করবেনা । তিনি বলেন, BGB তার নীতি অনুসারে অবৈধভাবে সীমান্ত পারাপার রুখতে কাজ চালিয়ে যাবে ।

ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) সাথে ডিজি-পর্যায়ের সীমান্ত আলোচনা করতে ইসলামের নেতৃত্বে BGB-র প্রতিনিধি দল ভারত সফর করে । 26 থেকে-29 ডিসেম্বর বেশ কিছু বিষয়ে বৈঠকও হয় । আলোচনায় ঠিক হয়, 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর চোরাচালান এবং অপরাধমূলক ঘটনা প্রতিরোধে তারা কাজ করবে । এই প্রসঙ্গে BGB প্রধান শাফিনুল্লা ইসলাম বলেন, "NRC ইশু নিয়ে সম্মেলনে কোনও আলোচনা হয়নি।"

Poonch (JandK), Jan 03 (ANI): Indian Army's Rashtriya Rifles distributed textbooks for competitive examinations among students in Poonch district's Loran. Scores of students, teachers and other locals participated in the event. "These books are very beneficial for competitive exam preparations," said Mohammad Shafiq, a student.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.