ETV Bharat / international

পাকিস্তানে 1300 বছরের পুরানো হিন্দু মন্দিরের হদিস

খাইবার পাখতুনখাওয়া প্রত্নতত্ত্ব বিভাগের ফজ়ল খালিক বৃহস্পতিবার জানান, মন্দিরটি বিষ্ণু ভগবানের ৷ 1300 বছর আগে হিন্দু শাহি সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মন্দিরটি তৈরি করেন ৷

Ancient Hindu temple discovered
Ancient Hindu temple discovered
author img

By

Published : Nov 21, 2020, 10:24 AM IST

পেশওয়ার, 21 নভেম্বর : আনুমানিক 1300 বছরের পুরানো হিন্দু মন্দিরের হদিস মিলল উত্তর-পূর্ব পাকিস্তানের সোয়াত জেলায় ৷ পাকিস্তান ও ইট্যালিয়ান প্রত্নতত্ত্ববিদদরা যৌথ উদ্যোগে এই মন্দিরটি আবিষ্কার করেছেন ৷ বারিকোটের ঘুন্ডাই এলাকায় খননকার্য চালানোর সময় এই মন্দিরের খোঁজ পাওয়া যায় ৷

খাইবার পাখতুনখাওয়া প্রত্নতত্ত্ব বিভাগের ফজ়ল খালিক বৃহস্পতিবার জানান, মন্দিরটি বিষ্ণু ভগবানের ৷ 1300 বছর আগে হিন্দু শাহি সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মন্দিরটি তৈরি করেন ৷ দা হিন্দু শাহি বা কাবুল শাহি 850 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত কাবুল উপত্যকা (বর্তমানে পূর্ব আফগানিস্তান ), গান্ধারা ( বর্তমানে পাকিস্তান ) ও বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে রাজত্ব করতেন ৷

খননকার্য চালানোর সময় প্রত্নতত্ত্ববিদরা মন্দিরের কাছে ওয়াচটাওয়ার ও ক্যান্টনমেন্টেরও হদিস পেয়েছেন ৷ মন্দিরের কাছে একটি জলের ট্যাঙ্কও পাওয়া গেছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, পুজো করতে এসে হিন্দু ধর্মালম্বী মানুষ স্নানের জন্য ওই ট্যাঙ্ক ব্যবহার করতেন ৷

খালিক জানান, হাজার বছরের পুরানো প্রত্নতত্ত্বের নির্দশন পাওয়া গেছে সোয়াত জেলায় ৷ তবে এই এলাকায় প্রথমবার হিন্দু শাহি সময়ের নিদর্শনের হদিস পাওয়া গেল ৷ ইট্যালিয়ান প্রত্নতত্ত্ব দলের প্রধান ডঃ লুকা বলেন, গান্ধারা সভ্যতার প্রথম মন্দির সোয়াত জেলায় পাওয়া গেছে ৷

পর্যটনের দিক থেকে পাকিস্তানের প্রথম 20টি স্থানের মধ্যে সোয়াত জেলা পড়ে ৷ এখানে প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় পর্যটন, সাংস্কৃতিক পর্যটন আছে ৷ এছাড়া আছে প্রাচীন যুগের বহু নির্দশন ৷ সোয়াত জেলাতেই একাধিক বৌদ্ধ মন্দিরও আছে ৷

পেশওয়ার, 21 নভেম্বর : আনুমানিক 1300 বছরের পুরানো হিন্দু মন্দিরের হদিস মিলল উত্তর-পূর্ব পাকিস্তানের সোয়াত জেলায় ৷ পাকিস্তান ও ইট্যালিয়ান প্রত্নতত্ত্ববিদদরা যৌথ উদ্যোগে এই মন্দিরটি আবিষ্কার করেছেন ৷ বারিকোটের ঘুন্ডাই এলাকায় খননকার্য চালানোর সময় এই মন্দিরের খোঁজ পাওয়া যায় ৷

খাইবার পাখতুনখাওয়া প্রত্নতত্ত্ব বিভাগের ফজ়ল খালিক বৃহস্পতিবার জানান, মন্দিরটি বিষ্ণু ভগবানের ৷ 1300 বছর আগে হিন্দু শাহি সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মন্দিরটি তৈরি করেন ৷ দা হিন্দু শাহি বা কাবুল শাহি 850 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত কাবুল উপত্যকা (বর্তমানে পূর্ব আফগানিস্তান ), গান্ধারা ( বর্তমানে পাকিস্তান ) ও বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে রাজত্ব করতেন ৷

খননকার্য চালানোর সময় প্রত্নতত্ত্ববিদরা মন্দিরের কাছে ওয়াচটাওয়ার ও ক্যান্টনমেন্টেরও হদিস পেয়েছেন ৷ মন্দিরের কাছে একটি জলের ট্যাঙ্কও পাওয়া গেছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, পুজো করতে এসে হিন্দু ধর্মালম্বী মানুষ স্নানের জন্য ওই ট্যাঙ্ক ব্যবহার করতেন ৷

খালিক জানান, হাজার বছরের পুরানো প্রত্নতত্ত্বের নির্দশন পাওয়া গেছে সোয়াত জেলায় ৷ তবে এই এলাকায় প্রথমবার হিন্দু শাহি সময়ের নিদর্শনের হদিস পাওয়া গেল ৷ ইট্যালিয়ান প্রত্নতত্ত্ব দলের প্রধান ডঃ লুকা বলেন, গান্ধারা সভ্যতার প্রথম মন্দির সোয়াত জেলায় পাওয়া গেছে ৷

পর্যটনের দিক থেকে পাকিস্তানের প্রথম 20টি স্থানের মধ্যে সোয়াত জেলা পড়ে ৷ এখানে প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় পর্যটন, সাংস্কৃতিক পর্যটন আছে ৷ এছাড়া আছে প্রাচীন যুগের বহু নির্দশন ৷ সোয়াত জেলাতেই একাধিক বৌদ্ধ মন্দিরও আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.