ইসলামাবাদ, 9 অগাস্ট : কাশ্মীর নিয়ে এবার চিনের সাহায্য পেতে চাইছে পাকিস্তান । আজ সকালেই বেজিং গেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । জম্মু ও কাশ্মীরের 370 ধারা বিলোপের পর ভারতের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্কের অবনতি হয়েছে ।
এই সফরে কুরেশি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং অন্য নেতাদের সাথে সাক্ষাৎ করবেন । কাশ্মীর ইশুও সেই আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে । পাকিস্তানের বিদেশ সচিব সোহেল মেহমুদ রয়েছেন কুরেশির সাথে ।
370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলে হুঁশিয়ারিও দেয় ইসলামাবাদ । বুধবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । কাল দিল্লি ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ । চিনও লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে । চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে ভারতের এই পদক্ষেপ, দাবি করে বেজিং । যদিও দিল্লি সেই বক্তব্যকেও অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেয় ।