ETV Bharat / international

কাশ্মীর ইশুতে চিনের সাহায্য পেতে মরিয়া পাকিস্তান

author img

By

Published : Aug 9, 2019, 9:30 AM IST

কাশ্মীর নিয়ে এবার চিনের সাহায্য পেতে চাইছে পাকিস্তান । বেজিং গেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । এই সফরে কুরেশি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং অন্য নেতাদের সাথে সাক্ষাৎ করবেন । কাশ্মীর ইশুও সেই আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে ।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি

ইসলামাবাদ, 9 অগাস্ট : কাশ্মীর নিয়ে এবার চিনের সাহায্য পেতে চাইছে পাকিস্তান । আজ সকালেই বেজিং গেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । জম্মু ও কাশ্মীরের 370 ধারা বিলোপের পর ভারতের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্কের অবনতি হয়েছে ।

এই সফরে কুরেশি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং অন্য নেতাদের সাথে সাক্ষাৎ করবেন । কাশ্মীর ইশুও সেই আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে । পাকিস্তানের বিদেশ সচিব সোহেল মেহমুদ রয়েছেন কুরেশির সাথে ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলে হুঁশিয়ারিও দেয় ইসলামাবাদ । বুধবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । কাল দিল্লি ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ । চিনও লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে । চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে ভারতের এই পদক্ষেপ, দাবি করে বেজিং । যদিও দিল্লি সেই বক্তব্যকেও অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেয় ।

ইসলামাবাদ, 9 অগাস্ট : কাশ্মীর নিয়ে এবার চিনের সাহায্য পেতে চাইছে পাকিস্তান । আজ সকালেই বেজিং গেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । জম্মু ও কাশ্মীরের 370 ধারা বিলোপের পর ভারতের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্কের অবনতি হয়েছে ।

এই সফরে কুরেশি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং অন্য নেতাদের সাথে সাক্ষাৎ করবেন । কাশ্মীর ইশুও সেই আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে । পাকিস্তানের বিদেশ সচিব সোহেল মেহমুদ রয়েছেন কুরেশির সাথে ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলে হুঁশিয়ারিও দেয় ইসলামাবাদ । বুধবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । কাল দিল্লি ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ । চিনও লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে । চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে ভারতের এই পদক্ষেপ, দাবি করে বেজিং । যদিও দিল্লি সেই বক্তব্যকেও অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেয় ।

New Delhi, August 08 (ANI): Hours before Prime Minister Narendra Modi's address to nation at 8pm today, Jammu and Kashmir's President of Bharatiya Janata Party, Ravinder Raina said "Pakistan is like Ravana's lanka, where as Amit Shah and Modi ji is Hanuman and Ram." "Pakistan occupied Kashmir (PoK), and Aksai Chin are part of Jammu and Kashmir," said Ravinder Raina. He also took a dig at Pakistan and said they always betrayed and back stabbed India. The government on August 05, revoked some provisions of the Article 370 to take away Jammu and Kashmir's special status, and bifurcated state into two union territories, Jammu and Kashmir, and Ladakh.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.