ETV Bharat / international

বিদেশ ও স্বরাষ্ট্র, বাতিল বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর - বাংলাদেশ

নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পরই প্রতিবেশী রাষ্ট্রের দুই মন্ত্রীর সফর বাতিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

বিদেশ ও স্বরাষ্ট্র, বাতিল বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর
বিদেশ ও স্বরাষ্ট্র, বাতিল বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর
author img

By

Published : Dec 13, 2019, 6:16 AM IST

দিল্লি, 13 ডিসেম্বর: বিমানে ওঠার মাত্র কয়েক ঘণ্টা আগে ভারত সফর বাতিল করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ এরপর সফর বাতিল করলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ৷

দুই মন্ত্রীর সফর বাতিল করে আসলে মোদি সরকারকে বার্তা দিতে চাইল শেখ হাসিনা সরকার, এমনটাই মনে করা হচ্ছে ৷ নাগরিকত্ব সংশোধনী বিলে তীব্র অসন্তোষ বেড়েছে ঢাকার, তাই হাসিনার সিদ্ধান্তেই সফর বাতিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ফরিদ হোসেন সফর বাতিলের কথা নিশ্চিত করেন ৷ শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শিলংয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের । রাতে তাঁর মন্ত্রক জানিয়েছে, পরে ‘উপযুক্ত সময়ে’ মন্ত্রী এই সফরে যাবেন । এদিকে গুয়াহাটিতে উপ হাই কমিশনার শাহ মহম্মদ তনভির মনসুরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদও করা হয়েছে বাংলাদেশের তরফে ৷

বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে রবীশ কুমার বলেন, " তিনি (আবদুল মোমেন) ভারত সফর বাতিল করার জন্য নির্দিষ্ট কারণ জানিয়েছেন ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্টই মজবুত ৷ এর আগে দুই দেশের প্রধানই বর্তমান সময়কে সাম্প্রতিক ইতিহাসে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সেরা সময় বলে স্বীকার করেছেন ৷"

মনে করা হচ্ছে , বিল পেশের সময় সংখ্যালঘু নিপীড়নের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়ায় আন্তর্জাতিক স্তরে অস্বস্তিতে পড়েছে হাসিনা সরকার ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রীর তরফে বারবার বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে আশঙ্কার কোনও কারণ নেই ৷ কিন্তু শরণার্থী সমস্যায় জর্জরিত বাংলাদেশকে নিয়ে এমনিতেই চিন্তায় হাসিনা সরকার ৷ এর মধ্যে CAB-এর জেরে ফের বাংলাদেশে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকলে তা সে দেশের জাতীয় রাজনীতির পক্ষে যথেষ্ট চিন্তার ৷ তাই নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পরই দুই মন্ত্রীর সফর বাতিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

দিল্লি, 13 ডিসেম্বর: বিমানে ওঠার মাত্র কয়েক ঘণ্টা আগে ভারত সফর বাতিল করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ এরপর সফর বাতিল করলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ৷

দুই মন্ত্রীর সফর বাতিল করে আসলে মোদি সরকারকে বার্তা দিতে চাইল শেখ হাসিনা সরকার, এমনটাই মনে করা হচ্ছে ৷ নাগরিকত্ব সংশোধনী বিলে তীব্র অসন্তোষ বেড়েছে ঢাকার, তাই হাসিনার সিদ্ধান্তেই সফর বাতিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ফরিদ হোসেন সফর বাতিলের কথা নিশ্চিত করেন ৷ শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শিলংয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের । রাতে তাঁর মন্ত্রক জানিয়েছে, পরে ‘উপযুক্ত সময়ে’ মন্ত্রী এই সফরে যাবেন । এদিকে গুয়াহাটিতে উপ হাই কমিশনার শাহ মহম্মদ তনভির মনসুরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদও করা হয়েছে বাংলাদেশের তরফে ৷

বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে রবীশ কুমার বলেন, " তিনি (আবদুল মোমেন) ভারত সফর বাতিল করার জন্য নির্দিষ্ট কারণ জানিয়েছেন ৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্টই মজবুত ৷ এর আগে দুই দেশের প্রধানই বর্তমান সময়কে সাম্প্রতিক ইতিহাসে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সেরা সময় বলে স্বীকার করেছেন ৷"

মনে করা হচ্ছে , বিল পেশের সময় সংখ্যালঘু নিপীড়নের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়ায় আন্তর্জাতিক স্তরে অস্বস্তিতে পড়েছে হাসিনা সরকার ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রীর তরফে বারবার বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে আশঙ্কার কোনও কারণ নেই ৷ কিন্তু শরণার্থী সমস্যায় জর্জরিত বাংলাদেশকে নিয়ে এমনিতেই চিন্তায় হাসিনা সরকার ৷ এর মধ্যে CAB-এর জেরে ফের বাংলাদেশে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকলে তা সে দেশের জাতীয় রাজনীতির পক্ষে যথেষ্ট চিন্তার ৷ তাই নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পরই দুই মন্ত্রীর সফর বাতিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Dhanbad (Jharkhand), Dec 12 (ANI): Addressing a public rally in Jharkhand's Dhanbad, Prime Minister Narendra Modi said, "I assure every state of the East and Northeast that it is BJP's priority to develop the traditions, culture, language etc of Assam and other states. Central Government will work with state Governments for development. Don't be misled by Congress's statements."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.